আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল

তামিমের যত রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান তিনি। তামিম ইকবালের বিদায়ে তাই শেষ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের এক অধ্যায়। তামিম রেকর্ড বইয়ে ছাপ রেখেছেন ভালোভাবেই।
২৮৫৩

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ৮৪টি ওয়ানডে ইনিংসে তামিমের রান। এ সংস্করণে এক ভেন্যুতে তামিমের চেয়ে বেশি রান নেই আর কারও। তিন সংস্করণ মিলিয়ে মিরপুরে তামিম করেছেন ৪৪৮৫ রান, যেটি তৃতীয় সর্বোচ্চ। তালিকায় তাঁর ওপরে আছেন তামিমেরই ‘সাবেক’ দুই সতীর্থ—মুশফিকুর রহিম (৪৮৯৪) ও সাকিব আল হাসান (৪৭৬৪)।

১৯ বছর ২ দিন

২০০৮ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দিন তামিমের বয়স। ওয়ানডেতে এখনো বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তিনি। সব মিলিয়ে এ সংস্করণে তাঁর চেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছেন আর মাত্র ৫ জন।

১৫১৪৮

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান তামিমের। সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরিও তাঁর, ফিফটির তালিকায় তাঁর (৯৪) ওপরে শুধু সাকিব আল হাসান (৯৬)।

৮৩১৩

ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলফলক ছোঁয়া একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান তামিম।

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম বয়সে ওয়ানডে সেঞ্চুরি তামিমের

ক্যারিয়ারে ওপেনার হিসেবে তামিমের চেয়ে বেশি রান আছে আর ছয়জনের—শচীন টেন্ডুলকার, সনাৎ জয়াসুরিয়া, ক্রিস গেইল, অ্যাডাম গিলক্রিস্ট, সৌরভ গাঙ্গুলি ও ডেসমন্ড হেইন্সের।

ওয়ানডেতে বাংলাদেশের একাধিক ১৫০ রানের ইনিংস আছে শুধু তামিমের। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দেড় শ রানের ইনিংস খেলেছিলেন তামিম। ২০২০ সালে এসে একই প্রতিপক্ষের সঙ্গে ভাঙেন নিজের রেকর্ডই, ১৫৪ ছাপিয়ে করেন ১৫৮ রান। যদিও ঠিক পরের ম্যাচে সে রেকর্ড ভেঙে ১৭৬ রানের ইনিংস খেলেন লিটন দাস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিটি তামিমের। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ধর্মশালায় ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

২৯২

ওয়ানডেতে ওপেনিংয়ে তৃতীয় সর্বোচ্চ জুটির অংশ তামিম। লিটনের সঙ্গে ২০২০ সালে সিলেটে এ জুটি গড়েন তিনি।

১৮৮

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা তামিমের। এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭টি ছক্কাও তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ১৭৫৩টি চারও তাঁর।