Thank you for trying Sticky AMP!!

শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরামর্শকের দায়িত্বে আছেন সনাৎ জয়াসুরিয়া। আজ সিলেটে

জয়াসুরিয়া বললেন, বাংলাদেশ ‘যেকোনো সময় সেরা ক্রিকেট খেলতে পারে’

বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা। সনাৎ জয়াসুরিয়ার সিলেটে আসার খবর ততক্ষণে ঢাকা থেকে সিরিজ কাভার করতে আসা সাংবাদিকেরা জেনে গেছেন। টিম হোটেলের সামনে তাই সাংবাদিকদের ভিড়। শ্রীলঙ্কান কিংবদন্তি জয়াসুরিয়াও তাঁদের আবদার মেটালেন। হোটেলে ঢুকতে ঢুকতেই বাংলাদেশ–শ্রীলঙ্কা সিরিজ সম্পর্কে কথা বলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের এ পরামর্শক। কথা বলেছেন দলে নিজের নতুন ভূমিকা নিয়েও।

জয়াসুরিয়ার কথায় অবশ্য বেশির ভাগ অংশজুড়েই ছিল শ্রীলঙ্কা দলের পারফরম্যান্স, যেখানে প্রসঙ্গক্রমে এসেছে বাংলাদেশের প্রসঙ্গও। সিরিজে বাংলাদেশের ভালো করার সুযোগ দেখছেন তিনি। প্রথম ম্যাচে জাকের আলীর ব্যাটিংয়ে বাংলাদেশের লড়াইয়েরও প্রশংসা করলেন জয়াসুরিয়া, ‘কিছুটা দেখেছি (জাকেরের ব্যাটিং)। বাংলাদেশ ভালো লড়াই করেছে। তারাও ভালো ব্যাটিং করেছে। চাপের মুখে শানাকা ভালো বল করেছে। বাংলাদেশ নিজেদের দেশে খেলছে। যেকোনো সময় তারা সেরা ক্রিকেট খেলতে পারে।’

Also Read: গাভাস্কারের রেকর্ড ভাঙতে কত রান দরকার জয়সোয়ালের

গতকাল প্রথম ম্যাচে শ্রীলঙ্কা তাদের ইনিংসে ছক্কা মেরেছে ১২টি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে যা এক ম্যাচে লঙ্কানদের সর্বোচ্চ। ফিফটি পেয়েছেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা, ২১ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন প্রথমবার টি–টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া চারিত আসালাঙ্কা।

লঙ্কান কিংবদন্তির মুখে তাই শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের প্রশংসা শোনা গেল, ‘ভালো একটা ম্যাচ হয়েছে। শ্রীলঙ্কা ভালো খেলেছে, ব্যাটিংটা ভালো করেছে। ছেলেরা ভালো খেলেছে, দায়িত্ব নিয়ে খেলেছে। বড় রান তুলে বাংলাদেশকে চাপে ফেলেছে। সবাই ভালো ব্যাটিং করেছে, শুধু আসালাঙ্কা নয়। শীর্ষ চারজন ভালো করছে দেখে ভালো লেগেছে।’

বাংলাদেশের খেলার প্রশংসা করেছেন জয়াসুরিয়া

১৯৯৬ সালের বিশ্বকাপে টুর্নামেন্ট–সেরা হওয়া জয়াসুরিয়া ওয়ানডে ইতিহাসেরই অন্যতম সেরা অলরাউন্ডার। প্রায় ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১০টি টেস্ট, ৪৪৫টি ওয়ানডে ও ৩১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ২১ হাজারের ওপরে রান, ৪২টি শতকের পাশাপাশি ৪৪০টি উইকেট আছে তাঁর।

Also Read: ওয়াগনারকে অবসর নিতে বাধ্য করা হয়েছে, মনে করেন রস টেলর

বাংলাদেশের মাটিতে খেলোয়াড় হিসেবে আগে এসেছেন জয়াসুরিয়া। কখনো এখানে টেস্ট ও টি–টোয়েন্টি না খেললেও ওয়ানডে খেলেছেন ১২টি। তবে এবার তিনি এসেছেন নতুন পরিচয়ে। গত ডিসেম্বর থেকেই তিনি শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের পরামর্শক।

নতুন দায়িত্ব সম্পর্কে জয়াসুরিয়া বলেন, ‘আমি এখানে পরামর্শক হিসেবে এসেছি। দলের সঙ্গে থাকতে এসেছি। শুরুটা ভালো হয়েছে। আমি ম্যানেজমেন্টকে যতটা সহযোগিতা করতে পারি, করব। দল ভালো শুরু পেয়েছে। এই মুহূর্তে তাদের মনযোগ ঠিক আছে। আমাদের ভালো করতে হবে।’

Also Read: হারিয়ে যাননি—বল হারানো ছক্কা মেরে মাহমুদউল্লাহর বার্তা