২ উইকেট হাতে নিয়ে বাংলাদেশ ‘এ’ দল পিছিয়ে ছিল ৭ রানে। সিলেটে প্রথম বেসরকারি টেস্টের তৃতীয় দিনে আজ তা পার করতে পেরেছে নুরুল হাসানের দল। প্রথম ইনিংসে ১২ রানের লিডও নিয়েছে।
তবে নিক কেলির সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ দলকে বড় লক্ষ্য দেওয়ার পথে নিউজিল্যান্ড ‘এ’। আগামীকাল শেষ দিনে ৫ উইকেট হাতে নিয়ে ২০৪ রানে এগিয়ে থেকে খেলতে নামবে সফরকারীরা।
বাঁহাতি স্পিনার হাসান মুরাদ দ্রুত ৩ উইকেট নিলেও অধিনায়ক জো কার্টারের ফিফটি ও কেলির অপরাজিত ১১৭ রানের সুবাদে ভালোভাবেই পরিস্থিতি সামলে ওঠে কিউইরা।
১ রানে অপরাজিত থেকে গতকাল দ্বিতীয় দিন শেষ করা ইবাদত হোসেন আজ ১২ রান করে আউট হন। তাঁর সঙ্গী মুরাদ ১৫ রান রানে অপরাজিত থেকে যান। শেষ ব্যাটসম্যান এনামুল হক ৫ রানে ফিরলে বাংলাদেশ অলআউট হয় ২৬৮ রানে।
১২ রানে পিছিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডও শুরুতেই ধাক্কা খায়। রিস মারিউকে আউট করে দলীয় ১০ রানেই বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন খালেদ আহমেদ। তবে এরপর ৯৭ রানের জুটিতে পরিস্থিতি সামলে নেন জো কার্টার ও নিক কেলি।
১৩৮ বল খেলে ৫৮ রান করা কার্টারকে ফিরিয়ে দিয়ে জুটি ভেঙে দেন নাঈম হাসান। এরপর দ্রুতই দলটির আরও তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন হাসান মুরাদ। মোহাম্মদ আব্বাস (২), ম্যাথু বয়েল (২) ও জশ ক্লার্কসন (৫)—তিনজনই আউট হন তাঁর বলে।
এরপর উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাথু হেইয়ের সঙ্গে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের বাকি সময় পার করে দিয়েছেন কেলি।