লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার পর একসঙ্গে তিন বাংলাদেশি (বাঁ থেকে) মিরাজ, রিশাদ ও সাকিব
লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার পর একসঙ্গে তিন বাংলাদেশি (বাঁ থেকে) মিরাজ, রিশাদ ও সাকিব

সাকিব–মিরাজ–রিশাদদের শিরোপা জেতালেন পেরেরা–রাজা

শেষ দিকে একের পর এক দুর্দান্ত ম্যাচ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। আজ ফাইনালেও দুর্দান্ত খেলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে তাঁদের দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে কোয়েটা। রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় লাহোর।

রান তাড়ায় শুরুটা ভালো হলেও মাঝের ওভারগুলোয় মনে হয়েছিল শিরোপা হয়তো আর জিততে পারছেন না সাকিব-মিরাজ-রিশাদরা। কিন্তু শেষ দিকে আজই ইংল্যান্ড থেকে উড়ে আসা সিকান্দার রাজা ও শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে রোমাঞ্চকর এক জয় পেয়েছে লাহোর।

লাহোরকে শিরোপা জেতানো সিকান্দার রাজাকে কাঁধে তুলে নিয়ে উদ্‌যাপন করেছেন সতীর্থরা

শেষ তিন ওভারে জয়ের জন্য লাহোরের প্রয়োজন ছিল ৪৭ রান। সেই সময় খুররম শেহজাদের ওভার থেকে ১৫ রান তুলে নিয়ে হিসাব ঠিক রাখেন রাজা ও পেরেরা।

মোহাম্মদ আমিরের করা পরের ওভারের প্রথম বলে ৪ মারেন পেরেরা। এরপর আমির দুটি ওয়াইড দেন ও একটি লেগ বাই রান হয়। পরের দুই বলে ১ রান দেন আমির। কিন্তু পাকিস্তান পেসারের শেষ দুই বলে পেরেরার একটি করে চার ও ছয়ে ১০ রান নিয়ে হিসাব সহজ করে ফেলেন।

শেষ ওভারে বল করতে আসেন ফাহিম আশরাফ। আগের তিন ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। শেষ ওভারে লাহোরের প্রয়োজন ছিল ১৩ রান। সেই ওভারে বোলিং করতে এসে প্রথম ডেলিভারিটিই ওয়াইড দেন ফাহিম। কিন্তু পরের তিন বলে দেন মাত্র ৪ রান। ফলে শেষ তিন বলে ৮ রান প্রয়োজন হয় লাহোরের। পরপর দুই বলে ছক্কা ও চার মেরে ম্যাচ শেষ করে ফেলেন রাজা। জয় নিয়ে মাঠ ছাড়ার সময় রাজা অপরাজিত ছিলেন ৭ বলে ২২ রান করে। পেরেরার রান ছিল ৩১ বলে অপরাজিত ৬২।

এর আগে ব্যাটিংয়ে নেমে হাসান নেওয়াজের ৪৩ বলে ৮ চার ও ৪ ছয়ে ৭৬ রানের ইনিংসে দুই শ পেরোনো স্কোর পায় কোয়েটা। দলের পক্ষে ২২ বলে ৫ চারে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন আভিস্কা ফার্নান্ডো।

লাহোরের পক্ষে ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। দুটি করে উইকেট সালমান মির্জা ও হারিস রউফের। একটি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের রিশাদ ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব ও মিরাজ এদিন লাহোরের একাদশে ছিলেন না।