আইপিএলের সময় ভিআইপি গ্যালারিতে কাব্য মারান চুপচাপ বসে আছেন, এমন দৃশ্য আপনি কমই দেখবেন। তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ ভালো করলে বা জিতলে তিনি হাসেন, লাগাতার দিতে থাকেন করতালি। উইকেট পড়লে বা দল হেরে গেলে হতাশাও প্রকাশ করতে দেখা যায়। এ ধরনের দৃশ্য হায়দরাবাদের প্রতি ম্যাচেই ক্যামেরায় ধরা পড়ে।
সে কারণেই কাব্য মারান ক্রিকেট বা বলিউড তারকাদের মতোই আলোচিত। দলের প্রতি নিজের এই আবেগ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন কাব্য। জানিয়েছেন, ক্যামেরাম্যানই তাঁকে খুঁজে বের করেন।
ইনসাইড স্পোর্টসে কাব্য বলেছেন, ‘আপনি যে আবেগ দেখছেন, সেটা একেবারে কাঁচা আবেগ। আমার কাজটাই এমন যে আমাকে সামনে আসতে হয়, চাই বা না চাই। হায়দরাবাদে তো কিছুই করার থাকে না—ওখানেই বসে থাকতে হয়। আহমেদাবাদ বা চেন্নাইতেও যখন অনেক দূরে কোনো বক্সে বসে থাকি, তখনো ক্যামেরাম্যান ঠিকই আমাকে খুঁজে বের করে। বুঝতে পারি, সেখান থেকেই মিম বানানো শুরু হয়।’
মারান আরও বলেছেন, ‘যখন কোনো কিছুর পেছনে নিজের মন-প্রাণ ঢেলে দাও, তখন সেটার সাফল্য আর ব্যর্থতাও খুবই ব্যক্তিগত হয়—এটাই স্বাভাবিক।’
সম্প্রতি আরেকটি কারণে আলোচনায় আসেন কাব্য। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। কাব্য ও অনিরুদ্ধ শিগগিরই বিয়ে করতে চলেছেন এবং তাঁরা নাকি একসঙ্গে বিদেশে ঘুরতেও গিয়েছিলেন, এমন খবরও এসেছে।
তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অনিরুদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘বিয়ে, আহা? বন্ধুরা শান্ত হোন। দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন।’