ইয়ান বোথাম ও মেহেদী হাসান মিরাজ—টেস্ট ক্রিকেটে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট উদ্যাপন করা খেলোয়াড় এই দুজনই। বুধবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে বিরল এই কীর্তিতে নাম লেখানো মিরাজ এই সিরিজে গড়েছেন আরেকটি কীর্তিও।
সিলেটে ১০ উইকেট, চট্টগ্রামে সেঞ্চুরি—বাংলাদেশের অলরাউন্ডারের নাম যোগ হয়েছে অলরাউন্ড কীর্তির আরেকটি ছোট তালিকাতেও। টেস্ট ইতিহাসে মাত্র সপ্তম খেলোয়াড় হিসেবে এক সিরিজে সেঞ্চুরি ও ম্যাচে ১০ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন মিরাজ।
টেস্ট ক্রিকেটের জন্মের ৯৭ বছর পর ১৯৭৪ সালে প্রথম যে কীর্তি গড়েছিলেন টনি গ্রেগ। প্রয়াত এই ইংলিশ তারকা ওয়েস্ট ইন্ডিজ সফরের তৃতীয় ও চতুর্থ টেস্টে সেঞ্চুরি করার পর শেষ টেস্টে পেয়ে যান ১৩ উইকেট।
এরপর গ্রেগের নামের পাশে একে যোগ হয়েছে ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলি, ইমরান খান, ওয়াসিম আকরাম, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের নাম। এই সপ্ত তারকা মিলে এমন অলরাউন্ড কীর্তি গড়েছেন মোট ১১টি সিরিজে।
সর্বোচ্চ তিনবার যে এক সিরিজে সেঞ্চুরি ও ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম। এ ছাড়া দুই পাকিস্তানি ইমরান খান ও ওয়াসিম আকরামের দুবার করে আছে এই কীর্তি।
এই সাতের তিনজন ইয়ান বোথাম, ইমরান খান ও সাকিব আল হাসান আবার এক ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি ও ১০ উইকেট।