Thank you for trying Sticky AMP!!

হাসান মাহমুদ

দলের বাইরে কী ঘটছে, ভাবেন না হাসানরা

বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গতকাল গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলন করেছে সাকিব আল হাসানের দল। সেখানে তামিম ইকবালের বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র সঙ্গে কথা বলেন পেসার হাসান মাহমুদ। তামিমকে না পাওয়া নিয়ে তেমন ভাবছেন না হাসান। নিজের ভূমিকা ঠিকঠাকমতো পালন করা নিয়েই সব ভাবনা ২৩ বছর বয়সী এই পেসারের।

Also Read: বিশ্বকাপে লিটনের পারফরম্যান্সে পুরো বিশ্বই তাকিয়ে থাকবে, নিশ্চিত সাকিব

ভারতের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নেটে বেশ মনোযোগ দিয়ে বোলিং করছিলেন হাসান মাহমুদ। বিশ্রাম নিতে সাইডলাইনে বসে থাকার সময় তাঁর সঙ্গে কথা হয়েছে সংবাদমাধ্যমটির প্রতিবেদকের। তামিমের বাদ পড়া নিয়ে দেশে যে বিতর্ক চলছে, তা দলের পারফরম্যান্সে কোনো প্রভাব রাখবে কি না—এ প্রশ্নের উত্তরে হাসান বলেছেন, ‘দলের বাইরে কী ঘটছে না ঘটছে, সেটা নিয়ে আমরা ভাবি না। ভালো পারফরম্যান্সের জন্য আমরা রুটিন মেনে অনুশীলন করি যেন নিজেদের সেরাটা দিতে পারি। ব্যক্তিগতভাবে আমি (তামিমের বাদ পড়া) এটা নিয়ে বেশি ভাবি না, কারণ, আমি এখানে নিজের ভূমিকা পালন করতে এসেছি।’

গতকাল গুয়াহাটিতে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ দল

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্বে আছেন। তাঁর অধীন নতুন বলে বেশ আক্রমণাত্মক হয়ে উঠেছেন পেসাররা। নতুন বলে এখন নিয়মিতই উইকেট পাচ্ছে বাংলাদেশ। আর বিশ্বকাপেও পাঁচ পেসার নিয়ে গেছে বাংলাদেশ দল। ডোনাল্ডের প্রশংসায় হাসান বলেছেন, ‘তাঁর মতো কাউকে পাওয়া দারুণ ব্যাপার। তিনি সব সময়ই সাহায্য করেন। আমরা সাধারণত নতুন বলে এবং ডেথ ওভারে কীভাবে আরও ভালো বোলিং করা যায়, সেটা নিয়ে কথা বলি। তিনি নিজের অভিজ্ঞাটুকু আমাদের মাঝে ঢেলে দেন।’

Also Read: বিশ্বকাপে শুধু ইবাদতকেই মিস করবেন সাকিব

হাসানের ক্যারিয়ারে এটাই হবে প্রথম বিশ্বকাপ। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান সে তুলনায় তাঁর চেয়ে অভিজ্ঞ। দুজনই নামবেন দ্বিতীয় বিশ্বকাপ খেলতে।

আজ প্রথম প্রস্তুতি ম্যাচের আগে গতকাল অনুশীলন সেরেছে বাংলাদেশ। গতকাল গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে

তুলনামুলক অভিজ্ঞ দুই সতীর্থ পেসারের সঙ্গে বিশ্বকাপে নতুন বল ভাগ করে নেওয়া নিয়ে নিজের রোমাঞ্চের কথাও জানিয়েছেন এই হাসান, ‘এক বছর ধরে আমরা পেসাররা একটা দল হিসেবে ভালো করছি। তাসকিন ও মোস্তাফিজ আমাদের দেশের জন্য ভালো করেছে। আইপিএলে খেলায় ভারতে খেলার ব্যাপারে বেশ ভালো অভিজ্ঞতাও আছে মোস্তাফিজের। সে তুলনায় একটু কম অভিজ্ঞ হিসেবে বিষয়টি সত্যিই আমার জন্য দারুণ ব্যাপার। বিশ্বকাপে সুযোগ পেলে নিজের সবটুকু উজার করেই বোলিং করব।’

Also Read: সাকিবের চোখে ‘পাপন ভাই’য়ের ভালো দিক-খারাপ দিক