Thank you for trying Sticky AMP!!

বেঙ্গালুরুর নেতৃত্বে আজ বিরাট কোহলি

নিয়মিত অধিনায়ক ডু প্লেসি একাদশে, তবুও কেন বেঙ্গালুরুর নেতৃত্বে কোহলি

নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি শুধু একাদশে আছেন, তা নয়। ওপেন করতেও নেমেছেন। তবে পাঞ্জাব কিংসের বিপক্ষে এ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন না তিনি। তাঁর বদলে আজ টস করতে নেমেছিলেন বিরাট কোহলি।

মোহালিতে আইপিএলের এ ম্যাচে ডু প্লেসি দলে থাকার পরও কেন কোহলি অধিনায়কত্ব করছেন, সেটি নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এর পেছনে আছে ডু প্লেসির চোট।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আগের ম্যাচে পাঁজরে চোট পান ডু প্লেসি, টসের সময় তাঁর না থাকা নিয়ে এমনই বলেছেন কোহলি। তবে ডু প্লেসি অনুপস্থিত থাকবেন শুধু ফিল্ডিং থেকে। বেঙ্গালুরু যদি আগে ফিল্ডিং করত, তাহলে ডু প্লেসি মাঠে নামতেন না শুরুতে। কিন্তু পরে ব্যাটিং করতে আসতেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে।

২০২১ সালে বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কোহলি

তবে যেহেতু টসে হেরে বেঙ্গালুরুকে ব্যাটিং করতে হচ্ছে, ডু প্লেসি তাই ব্যাটিংয়ে নেমেছেন। ম্যাচের মাঝপথে ডু প্লেসিকে সরিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামার কথা পেসার বিজয়কুমার ভিশাখের।

Also Read: টেন্ডুলকারের ছেলের বোলিং নিয়ে পাকিস্তানে কাটাছেঁড়া

কোহলির টস করতে নামা অবশ্য ফিরিয়ে আনছে পুরোনো স্মৃতিও। ২০২১ সালের পর আবারও আইপিএলে দেখা যাচ্ছে অধিনায়ক কোহলিকে। ২০১৩ সাল থেকে বেঙ্গালুরুকে নিয়মিত নেতৃত্ব দিয়ে আসা কোহলি দায়িত্ব থেকে সরে দাঁড়ান ২০২১ সালে।

সব মিলিয়ে আজকের আগে বেঙ্গালুরুকে ১৪০ ম্যাচে নেতৃত্ব দেন কোহলি। তাঁর অধীনে দলটি জেতে ৬৪টি ম্যাচ। ২০১৬ সালে দলকে ফাইনালেও তোলেন, যদিও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারে বেঙ্গালুরু। এখন পর্যন্ত আইপিএলের শিরোপা জেতেনি বেঙ্গালুরু।

Also Read: ‘সৌরভের উচিত ডাগআউট ছেড়ে ওপরে চলে আসা’

অন্যদিকে পাঞ্জাব দলের বাইরে রেখেছে আগের ম্যাচের সেরা খেলোয়াড় জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজাকে। পাঞ্জাব দলে ফিরেছেন লিয়াম লিভিংস্টোন। চোটের কারণে এর আগে এ মৌসুমে খেলা হয়নি এ অলরাউন্ডারের।

আজও পাঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন স্যাম কারেন। চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ান।