প্রথম ওভারেই দুই উইকেট নেন মারুফা আক্তার
প্রথম ওভারেই দুই উইকেট নেন মারুফা আক্তার

১০ ছবিতে দেখে নিন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়

২০২৫ নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ওভারে মারুফা আক্তারের টানা দুই বলে উইকেট থেকে শুরু করে রুবাইয়া হায়দারের অপরাজিত ফিফটিতে জয় পর্যন্ত বাংলাদেশ খেলেছে দুর্দান্ত একটি ম্যাচ। ছবিতে দেখুন মনে রাখার মতো ম্যাচটির খণ্ড খণ্ড মুহূর্ত।
টসের সময় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। টসে জিতে ব্যাটিং নেয় পাকিস্তান
মারুফা আক্তারের ইনসুইং বুঝতেই পারেননি সিদরা আমিন। পরিষ্কার বোল্ড
আগের বলে ওমাইমা সোহাইলকেও একইভাবে বোল্ড করেন মারুফা। প্রথম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে মারুফার আঘাতে পাকিস্তান শুরুতেই বড় ধাক্কা খায়
তৃতীয় উইকেটে কিছুটা জমে উঠেছিল মুনিবা আলী-রামিন শামিমের জুটি। মুনিবাকে আউট করে ৪২ রানের জুটি ভাঙা নাহিদার সঙ্গে উদ্‌যাপন করতে এসে রীতিমতো লাফই দিলেন ফাহিমা খাতুন
প্রথম ওভারে দুই উইকেট নেওয়া মারুফা পরে আলিয়া রিয়াজের ক্যাচও নেন
ফাহিমা খাতুনের সঙ্গে এলবিডব্লু হয়েছেন ফাতিমা সানা। তবে আম্পায়ারের সিদ্ধান্তে সঙ্গে সঙ্গেই চ্যালেঞ্জ করেন পাকিস্তান অধিনায়ক। তৃতীয় আম্পায়ারও পরে মাঠের সিদ্ধান্ত বহাল রাখেন
পাকিস্তানের শেষ ব্যাটার সাদিয়া ইকবালকে আউট করে স্বর্ণা আক্তারের উচ্ছ্বাস। ১৮ বছর বয়সী এই লেগ স্পিনার নিয়েছেন ৩ উইকেট, তা–ও ৩.৩ ওভারে ৩ মেডেন আর মাত্র ৫ রান দিয়ে
ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেননি শারমিন আক্তার। ৩০ বল খেলে আউট হয়েছেন ১০ রানে
তবে তৃতীয় উইকেটে রুবাইয়া হায়দার-নিগার সুলতানার ৬২ রানের জুটি বাংলাদেশকে নিয়ে যায় জয়ের দিকে
অভিষেকেই রুবাইয়া হায়দারের দারুণ ব্যাটিং। মাঠ ছেড়েছেন ৭৭ বলে ৮ চারে ৫৪ রান করে ম্যাচ জিতিয়ে