
৩ জুন, ২০২৫। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
আইপিএল ফাইনালের ঠিক আগমুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের ম্যাচের আগে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সকে দেখা গেল একে অন্যকে আবেগঘন আলিঙ্গন করছেন।
কয়েক ঘণ্টা পর আরসিবি জিতল তাদের প্রথম আইপিএল শিরোপা। সেই উদ্যাপনের মাঝেই দলের সাবেক ও বর্তমান এই দুই খেলোয়াড়কে দেখা গেল উদ্যাপন করতে, টেলিভিশনে একসঙ্গে ইন্টারভিউ দিতে। সেটা দেখে কে বুঝবে, কিছুদিন আগেও নাকি কোহলি-ডি ভিলিয়ার্সের মধ্যে কথা বলা বন্ধ ছিল!
ক্রিকেট.কম–কে দেওয়া এক সাক্ষাৎকারে এই অবিশ্বাস্য তথ্যই দিয়েছেন খোদ ডি ভিলিয়ার্স। গত বছর যখন কোহলি ও আনুশকা শর্মা তাঁদের দ্বিতীয় সন্তান প্রত্যাশা করছেন, ডি ভিলিয়ার্স সেই খবরটা ফাঁস করে দেওয়ার পর নাকি তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন কোহলি। সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘ছয় মাস ধরে সে (কোহলি) আমার সঙ্গে যোগাযোগ রাখছে। ঈশ্বরকে ধন্যবাদ! কারণ, গত বছর যখন তারা তাদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছিল, তখন আমার একটা ছোট ভুল হয়ে গিয়েছিল। তাই যখন সে আবার আমার সঙ্গে কথা বলা শুরু করল, তখন আমি খুব স্বস্তি পেলাম।’
কী ঘটেছিল গত বছর
২০২৪ সালের শুরুর দিকে কোহলি ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে পুরো হোম সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই সিদ্ধান্তের পর তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়। সেই সময়ে ডি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে কোহলির পক্ষ নিয়ে বলেন, কোহলি জাতীয় দায়িত্ব থেকে দূরে আছেন, কারণ তিনি এবং তাঁর স্ত্রী আনুশকা শর্মা তাঁদের দ্বিতীয় সন্তান প্রত্যাশা করছেন।
তবে এর কয়েক দিন পরেই, তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার করে নেন এবং বলেন যে তিনি ‘বড় ভুল’ করে ফেলেছেন। দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগের ফাঁকে ভারতের দৈনিক ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পরিবার সবার আগে, তারপর ক্রিকেট। আমি আমার ইউটিউব চ্যানেলে একটি মারাত্মক ভুল করেছি। সেই তথ্যটি ভুল এবং মোটেও সত্য ছিল না। বিরাট পারিবারিক কারণে জাতীয় দায়িত্ব থেকে বিরতি নেওয়ার সব অধিকার রাখে। আমি মনে করি, বিরাটের পরিবারের জন্য যেটা ভালো, সেটাই সবার আগে করা উচিত ওর।’
তবে মজার ব্যাপার হলো, ডি ভিলিয়ার্সের সেই ‘ভুল’ তথ্যটা কিন্তু শেষ পর্যন্ত সত্যি হয়েছিল! কারণ, এর কদিন পরেই ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি কোহলি ও আনুশকার দ্বিতীয় সন্তান, পুত্র আকায় পৃথিবীতে আসে।