Thank you for trying Sticky AMP!!

সতীর্থদের সঙ্গে জাম্পার উদ্‌যাপন

এমন জয়ের পরও কেন ‘ভালো নেই’ জাম্পা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৮ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ৭০ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। অ্যাডাম জাম্পার এমন হতশ্রী বোলিং অস্ট্রেলিয়াকে সেই দুই ম্যাচে বেশ ভুগিয়েছে। একটিতে ৬ উইকেটে ও অন্যটিতে অস্ট্রেলিয়া হেরেছিল ১৩৪ রানে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচে হারলে বিশ্বকাপে টিকে থাকাই কঠিন হয়ে যেত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

এমন ম্যাচে ভালো করতে হলে দলের মূল স্পিনারের ছন্দে ফেরা বেশ জরুরি ছিল। অবশেষে দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন জাম্পা। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ ওভারে ৪৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। হয়েছেন ম্যাচসেরাও। তবে দারুণ এই পারফরম্যান্সের পরও মন পুরোপুরি ভালো নেই জাম্পার। মূলত পিঠের মাংসপেশির আড়ষ্টতায় ভুগছেন জাম্পা। যে কারণে তাঁর বল করতেও সমস্যা হয়েছে। এরপরও শেষ পর্যন্ত দলকে জেতাতে পেরে আনন্দিত জাম্পা।

Also Read: জাম্পার পর মার্শ-ইংলিসে অস্ট্রেলিয়ার স্বস্তির জয়

টানা দুই হারের পর দলের প্রথম জয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। অনুভূতি জানতে চাইলে জাম্পা বলেছেন, ‘সত্যি বলতে, আমি ভালো বোধ করছিলাম না। কারণ, আমার পিঠের মাংসপেশিতে আড়ষ্টতা অনুভব করছি। কয়েক দিন ধরে এটা নিয়েই খেলছি। আজ আমি কিছুটা ভালো বোধ করেছি, বলও তুলনামূলকভাবে ভালো করেছি।’

আজ দারুণ বোলিং করেছেন জাম্পা

নিজের পারফরম্যান্স জানতে চাইলে জাম্পা বলেছেন, ‘আগের ম্যাচে আমার মনে হয় আমি আরও ভালো করতে পারতাম। দলে আমার কাজ হচ্ছে মাঝের ওভারগুলোতে উইকেট নেওয়া। আগের ম্যাচে সেটা করতে পারিনি এবং শেষের দিকের বোলাররা চাপে পড়েছে। আজ জিততে পারাটাও দারুণ ছিল। উইকেট নেওয়ার লক্ষ্যেই আজ মাঠে নেমেছিলাম, এ জন্য কিছু রান দিতে হলেও আপত্তি ছিল না।’

Also Read: ওয়ার্নার যখন ‘গ্রাউন্ডসম্যান’, চোট নিয়ে অনুশীলনে উইলিয়ামসন

অস্ট্রেলিয়ার পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। যারা প্রথম দুই ম্যাচে জয়ের পর শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে। তবে ২০ অক্টোবরের পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচ সহজ বলে মনে করছেন না জাম্পা, ‘বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে বড় ম্যাচ অপেক্ষা করছে। ম্যাচটা কঠিন হবে।’