Thank you for trying Sticky AMP!!

এবারের আইপিএলে রান করলেও সমালোচনা এড়াতে পারছেন না কোহলি

শুরুতে ‘ফেরারি’ কোহলি ইনিংসের শেষ দিকে যেন ‘লোকাল বাস’

৮ ম্যাচে ৩৩৩ রান। গড় ৪৭.৫৭, স্ট্রাইক রেট ১৪২.৫০। মন্দ কী! এবারের আইপিএলে বিরাট কোহলির এ পরিসংখ্যানগুলোকে তো ভালোই বলতে হবে। এরপরও কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা আছে।

কারণ? কোহলির ইনিংসের শুরু আর শেষের দিকে রান তোলার পার্থক্য। ইনিংসের শুরুতে ফেরারির গতিতে ছুটে চলা কোহলি কেন যেন শেষ দিকে চলেন লোকাল বাসের গতিতে। এর আগে কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক সাইমন ডুল। এবার প্রশ্ন এসেছে সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভনের কাছ থেকে।

Also Read: আইপিএলের যে রেকর্ডে প্রথম ভারতীয় কোহলি

কলকাতার বিপক্ষে গতকাল ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন কোহলি, স্ট্রাইক রেট প্রায় ১৪৬। কিন্তু ইনিংসটির শেষ আর শুরু মেলাতে গেলেই হচ্ছে বিপত্তি। এ ইনিংসের প্রথম ১৭ বলে ৩২ রান তোলেন কোহলি।

কলকাতার বিপক্ষে আউট হওয়ার পর কোহলি

ইনিংসের শেষ ২০ বলে করেন মাত্র ২২ রান। কেকেআরের স্পিনারদের বিপক্ষে জবাবটা দিতে পারেননি এ ব্যাটসম্যান। অবশ্য এবারের আইপিএলে স্পিনারদের বিপক্ষে সাবলীল ব্যাটিং করতে পারছেন না কোহলি। ব্যাট করেছেন মাত্র ১১৩.৭৬ স্ট্রাইক রেটে।

স্পিনারদের বিপক্ষে ‘জড়তা’র কারণেই কোহলির রান তোলার গতি কমে আসছে। মাইকেল ভন মনে করছেন, অনেক দলই এখন কোহলিকে থামানোর জন্য স্পিনারদের ব্যবহার করবে, ‘স্পিনারদের বিপক্ষে কোহলির স্ট্রাইক রেটের কারণে অনেক দলই এখন কোহলিকে স্পিনারদের দিয়ে বোলিং করাবে। আমার মনে হয় স্পিনের বিপক্ষে কোহলির স্ট্রাইক রেট ১০৭। তাই অনেক দলই মিড উইকেটে তিনজন ফিল্ডার রেখে কোহলির বিপক্ষে স্পিনারদের ব্যবহার করবে।’

Also Read: সৌরভকে আনফলো করলেন কোহলি

ভনের মতে, কোহলি পর্যাপ্ত বাউন্ডারি মারার কথাটা ভাবছেন না, ‘আমার মনে হয় কোহলি ১৮ ওভার পর্যন্ত উইকেটে থাকার কথা ভাবছে। আমার মনে হয় না, সে যথেষ্ট বাউন্ডারি মারার কথা ভাবছে। কোহলি বাউন্ডারি মারার কথা ভাবতে পারে, তার সেই সামর্থ্য আছে।’

সাইমন ডুল অবশ্য প্রশ্ন তুলেছিলেন মাইলফলকের আগে কোহলির স্ট্রাইক রেট নিয়ে। এবারের আইপিএলে লক্ষ্ণৌর বিপক্ষে কোহলির এক ইনিংসের পর সমালোচনা করেছিলেন ডুল, ‘শুরুতে কোহলির ইনিংসের গতি ছিল ট্রেনের মতো। অনেক শট খেলছিল। তবে ৪২ থেকে ৫০ রানে যেতে কোহলি ১০ বল খেলেছে। মাইলফলকের কথা ভেবেছে। আমার মনে হয় না এখন আর খেলায় এসবের কোনো জায়গা আছে।’

Also Read: ৪২ থেকে ৫০–এ যেতে ১০ বল লাগিয়েই কি বেঙ্গালুরুকে হারিয়েছেন কোহলি