সেঞ্চুরির পর শুবমান গিলের উল্লাস।
সেঞ্চুরির পর শুবমান গিলের উল্লাস।

সেঞ্চুরিতে আজহারউদ্দিন–হাজারেদের মনে করালেন গিল

এজবাস্টনে আজ শুরু হয়েছে ইংল্যান্ড–ভারত দ্বিতীয় টেস্ট। প্রথম দিনে সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক শুবমান গিল, যা ভারতের দুই সাবেক অধিনায়কের পাশে বসিয়েছে তাঁকে।

বিরাট কোহলি ও রোহিত শর্মাবিহীন নতুন যুগে ভারতের টেস্ট দল সাফল্যের ধারা কতটা ধরে রাখতে পারবে, সময়ই বলবে। তবে অধিনায়কের পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে আশার গল্পই শোনাচ্ছেন শুবমান গিল। হেডিংলিতে সেঞ্চুরি করা গিল তিন অঙ্ক ছুঁয়েছেন গতকাল শুরু এজবাস্টন টেস্টেও।

প্রথম দিনের খেলা শেষে গিল অপরাজিত ১১৪ রানে, ভারতও দিন শেষ করেছে ৫ উইকেটে ৩১০ রানের স্বস্তিদায়ক স্কোর নিয়ে। আজ দ্বিতীয় দিনে গিলের সঙ্গে অপরাজিত থেকে নামবেন ৪১ রান করা রবীন্দ্র জাদেজা।

প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়া ভারত দিন শুরু করেছিল ১৫ রানে লোকেশ রাহুলকে হারিয়ে। ২৬ বল খেলে মাত্র ২ রান করেই ফিরেছেন হেডিংলিতে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা ভারতীয় ওপেনার। গিল ব্যাটিংয়ে নামেন ভারত ৯৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর। ব্রায়ডন কার্সের বলে দ্বিতীয় স্লিপে হ্যারি ব্রুকের ক্যাচ হওয়ার আগে ৩১ রান করেন করুণ নায়ার।

সেখান থেকে ওপেনার যশস্বী জয়সোয়ালকে নিয়ে ৬৬ রানের জুটি গিলের। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ১৩ রানের জন্য সেটি হারিয়েছেন জয়সোয়াল। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের লোপ্পা শর্ট বলে চালাতে গিয়ে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার।

১০৭ বলে ৮৭ রান করে জয়সোয়ালের বিদায়ের পর ব্যাটিংয়ে নামা ঋষভ পন্তও টেকেননি বেশিক্ষণ। ৪২ বলে ২৫ রান করে শোয়েব বশিরের বলে লং অনে ক্যাচ দিয়েছেন হেডিংলিতে জোড়া সেঞ্চুরি করা পন্ত। এরপর নীতীশ কুমার রেড্ডিও ফিরেছেন দ্রুত।

তবে দিনের বাকি ২৩.২ ওভার জাদেজাকে নিয়ে নিরাপদেই কাটিয়েছেন ভারত অধিনায়ক, ছুঁয়েছেন সেঞ্চুরিও। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করে মনে দুই সাবেক অধিনায়ক আজহারউদ্দিন ও বিজয় হাজারেকে মনে করিয়েছেন গিল। হাজারে ১৯৫১–৫২ মৌসুমে দিল্লি ও ব্রেবোর্নে আর আজহাউদ্দিন ১৯৯০ সালে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে ইংলিশদের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেছিলেন।

দিন শেষে মাঠ ছেড়ে যাওয়ার পথে শুবমান গিল ও রবীন্দ্র জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)

ভারত ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩১০/৫ (গিল ১১৪*, জয়সোয়াল ৮৭, জাদেজা ৪১*, নায়ার ৩১; ওকস ২/৫৯, কার্স ১/৪৯, স্টোকস ১/৫৮)।