Thank you for trying Sticky AMP!!

টনি ডি জর্জিকে ফিরিয়ে সতীর্থদের সঙ্গে গুড়কেশ মোতির উদ্‌যাপন

সেঞ্চুরিয়নের ‘ভূত’ জোহানেসবার্গেও

১ উইকেটে ২২১ রান। সেখান থেকে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনটা দক্ষিণ আফ্রিকা শেষ করেছিল ৮ উইকেটে ৩১৪ রান তুলে। আজ জোহানেসবার্গে শুরু দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও স্বাগতিকদের পথ হারানোর গল্পই লেখা হলো। এবার ১ উইকেটে ১৯২ রান থেকে ৭ উইকেটে ৩১১ রান নিয়ে দিন শেষ করেছে প্রোটিয়ারা।

সেঞ্চুরিয়নে ডিন এলগারএইডেন মার্করামের উদ্বোধনী জুটি দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছিল ১৪১ রান। আজ সেই জুটিতে এসেছে ৭৬ রান। সেঞ্চুরিয়নে ৭১ করা এলগার এবার ফিরেছেন ৪২ রান করে। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার গুড়কেশ মোতির বলে সুইপ করতে গিয়ে রোস্টন চেজের হাতে ক্যাচ দেন সাবেক অধিনায়ক।

Also Read: বাংলাদেশের চাকরি ছেড়ে কোথায় দায়িত্ব নিলেন ডমিঙ্গো

সেঞ্চুরিয়নে টেস্ট অভিষিক্ত টনি ডি জর্জিকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েছিলেন মার্করাম। এবার দ্বিতীয় উইকেটেই দুজন যোগ করলেন ১১৬ রান। প্রথম টেস্টের প্রথম দিনে ডি জর্জি দ্বিতীয় ও মার্করাম ফিরেছিলেন চতুর্থ ব্যাটসম্যান হিসেবে।

এই দুজনের মাঝে আউট হয়েছিলেন টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার নতুন টেস্ট অধিনায়ক বাভুমা আজও আউট হয়েছেন ডি জর্জি ও মার্করামের আউটের মাঝে। তবে এবার বদলে গেছে ডি জর্জি ও মার্করামের ক্রম।

৯৬ রানের ইনিংস খেলেছেন এইডেন মার্করাম

মার্করাম আজ ফিরেছেন আগে, ডি জর্জি পরে। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া মার্করাম এবার ৪ রানের জন্য ছুঁতে পারেননি তিন অঙ্ক। প্রথম টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ডি জর্জিও ফিরেছেন ৮৫ রানে। এ দুজনকেও ফিরিয়েছেন মোতি। সুইপ করতে গিয়ে ক্যাচ তুলেছেন মার্করাম। স্লিপ থেকে লেগ স্লিপে দৌড়ে গিয়ে ক্যাচ নিয়েছেন জার্মেইন ব্ল্যাকউড। ডি জর্জিকে বোল্ড করেছেন মোতি।

Also Read: স্মিথরা যখন রঙের উৎসবে

১৩৯ বলে ১৭টি চারে ৯৬ করেছেন মার্করাম। ৮৫ রান করতে ডি জর্জি খেলেছেন ১৫৫ বল, মেরেছেন ১১টি চার। টেস্ট অধিনায়কত্বের অভিষেকে জোড়া শূন্যের দেখা পাওয়া বাভুমা এবার করেছেন ২৮ রান।

Also Read: ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে যে সুযোগ দেখছেন হাথুরুসিংহে

২ উইকেটে ১৯২ রান নিয়ে চা–বিরতিতে যাওয়া দক্ষিণ আফ্রিকা শেষ সেশনে হারায় ৫ উইকেট। ২ উইকেট নিয়েছেন ক্যারিবীয় মিডিয়াম পেসার কাইল মায়ার্স। আলজারি জোসেফ ও জেসন হোল্ডার নিয়েছেন ১টি করে উইকেট।