Thank you for trying Sticky AMP!!

ফিন অ্যালেনের ব্যাটে আরেকটি ঝোড়ো ইনিংস

পাকিস্তানের বিপক্ষে ১৬ ছক্কায় বিশ্ব রেকর্ড অ্যালেনের

জামান খানের স্লোয়ার ডেলিভারিটি ছিল অফ কাটার। আড়াআড়ি ব্যাটে মিড উইকেট দিয়ে ওড়াতে চাইলেন তিনি। বলে-ব্যাট লাগেনি ঠিকঠাকমতো, বোল্ড...।

ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে এই একটা শটই ঠিকমতো খেলতে পারেননি ফিন অ্যালেন। তার আগের ৬১ বলে কিউই ওপেনার ব্যাটকে এমনই কথা বলিয়েছেন যে টি-টোয়েন্টিতে এক ইনিংসে ছক্কার বিশ্ব রেকর্ডই ছুঁয়ে ফেলেছেন। আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৬টি ছয় মেরেছেন অ্যালেন, খেলেছেন ৬২ বলে ১৩৭ রানের ঝোড়ো ইনিংস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি এত দিন এককভাবে ছিল হজরতউল্লাহ জাজাইয়ের দখলে। আফগানিস্তানের এ ওপেনার ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলার পথে মেরেছিলেন ১৬টি ছয়।

অ্যালেনের ১৩৭ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও। কিউই ওপেনার ভেঙেছেন ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ৫৮ বলে ১২৩ রান করেছিলেন ম্যাককালাম।

৪৮ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন ফিন অ্যালেন

২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অ্যালেনের ইনিংসটি পঞ্চম সর্বোচ্চ ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ। পাকিস্তানের বিপক্ষে আগের সর্বোচ্চও ছিল এক কিউই ব্যাটসম্যানের। গত এপ্রিলে রাওয়ালপিন্ডিতে ৫২ বলে ১০৪ রান করে অপরাজিত ছিলেন মার্ক চ্যাপম্যান।

Also Read: পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ উইলিয়ামসনের

১৮তম ওভারে আউট হওয়ার আগে অ্যালেন তিন অঙ্ক স্পর্শ করেন ৪৮ বলে। নিউজিল্যান্ডের হয়ে এটি তৃতীয় দ্রুততম। গ্লেন ফিলিপস ৪৬ বলে এবং কলিন মানরো ৪৭ বলে শতক করেছিলেন। দুটোই মাউন্ট মঙ্গানুইয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ফিলিপস ২০২০ সালে, মানরোরটি ২০১৮ সালে।

আজ অ্যালেনের ১৬ ছক্কায় সবচেয়ে বেশি ভুগেছেন হারিস রউফ। পাকিস্তানের এই ডানহাতি পেসারই হজম করেছেন ৬টি ছয়, যার মধ্যে ষষ্ঠ ওভারেই ৩টি। ওই ওভারে মোট ২৮ রান দেন রউফ।

টি–টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছয়

অ্যালেন পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদির বলেও মেরেছেন ৪টি ছয়। দুটি তৃতীয় ওভারে, দুটি ১৩তম ওভারে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শাহিনের এক ওভারে দুটি ছয়, তিনটি চারসহ ২৪ রান তুলেছিলেন শাহিন, যা বাঁহাতি এ পেসারের টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে ওভার।

অ্যালেনের রেকর্ড গড়া ইনিংসের দিনে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২২৪ রান তুলেছে নিউজিল্যান্ড। পরে পাকিস্তানকে ৭ উইকেটে ১৭৯ রানে আটকে দিয়ে ৪৫ রানে ম্যাচ জেতে অ্যালেনের দল।

Also Read: সাকিব-বাবরদের নিয়ে এবার রংপুরে তারার মেলা