Thank you for trying Sticky AMP!!

নাসির হোসেন

সৌম্যর আউট–বিতর্ক নিয়ে নাসির যা বললেন

ডিআরএস না থাকায় আম্পায়ারিং নিয়ে যে এবারের বিপিএলে অনেক কথা হবে, তা আগেই জানা ছিল। বিপিএলের দ্বিতীয় দিনে সেটা সত্যি হলো। ডিআরএস থাকলে হয়তো সেটা তৈরিই হতো না।

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে নাসুম আহমেদের একটি বলে ঢাকা ডমিনেটরসের ব্যাটসম্যান সৌম্য সরকারকে এলবিডব্লুর সিদ্ধান্ত দেন আম্পায়ার গাজী সোহেল। সৌম্য সঙ্গে সঙ্গেই এডিআরএসের (অলটারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম) সিদ্ধান্ত নেন। তৃতীয় আম্পায়ার অনেকক্ষণ ধরে বিষয়টি দেখে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। কিন্তু সৌম্য ক্রিজ ছেড়ে যেতে রাজি হননি। পরে তৃতীয় আম্পায়ার ঘটনাটি আবার ভালো করে দেখেন। এরপর সৌম্যকে নটআউট ঘোষণা করেন তিনি।

Also Read: ঢাকার জয়ের নায়ক ‘অলরাউন্ডার’ নাসির

এ নিয়ে মাঠেই প্রতিবাদ করেন খুলনার খেলোয়াড়েরা। তামিম ইকবালকে দেখা যায় বিষয়টি নিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলতে। কিন্তু লাভ কিছু হয়নি, সৌম্যকে আর আউট দেননি তৃতীয় আম্পায়ার। এ নিয়ে তখন থেকেই আলোচনা চলতে থাকে ক্রিকেট মহলে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে খুলনার ডাচ পেসার পল ফন মিকেরেন বলেছেন, এডিআরএস স্বচ্ছতার চেয়ে সংশয়ই বেশি তৈরি করবে।

এডিআরএস স্বচ্ছতার চেয়ে সংশয়ই বেশি তৈরি করবে, বলেছেন মিকেরেন

সৌম্যর এ ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল খুলনাকে ৬ উইকেটে হারানো ঢাকার অধিনায়ক নাসির হোসেনকে। প্রথমে তিনি প্রশ্নটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এই বলে, ‘আমরা যদি ফিল্ডিংয়ে থাকতাম, তাহলে বলতাম ঠিক হয়নি। যেহেতু আমরা ব্যাটিংয়ে ছিলাম, তাহলে বলব এটা ঠিক আছে।’

Also Read: এডিআরএস—স্বচ্ছতার চেয়ে যেখানে সংশয় বেশি

শুরুতে উত্তরটা এভাবে দিলেও পরে বাস্তবতা সামনে তুলে আনেন নাসির, ‘আম্পায়ারের কথা বলব, তাঁদের কাজটা একটু কঠিন। যদি রিভিউ-টিভিউ না থাকে, মানুষ মাত্রই তো ভুল হবে। এত ভালোভাবে আম্পায়ারিং...বিশ্বের বড় বড় আম্পায়াররাও ভুল করে। আমার মনে হয় এটা এভাবেই দেখা উচিত।’

নাসির এরপর যোগ করেন, ‘ভুল মানুষেরই হবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় যে রিভিউ যদি ঠিকভাবে থাকত, তাহলে ভালো হতো। এখন যেহেতু আমরা পেশাদার ক্রিকেটার, আম্পায়ার যে সিদ্ধান্ত দেবে বা নেবে, এটাই আমাদের মেনে নিতে হবে। এটাই ক্রিকেটের চেতনা।’