কাল দিনটা ছিল মেহেদী হাসান মিরাজের
কাল দিনটা ছিল মেহেদী হাসান মিরাজের

২০২৫ সালের মিরাজে যেভাবে ফিরল ১৯৮৪

৩০ এপ্রিল ২০২৫।

এই দিনটাকে নিশ্চিত কখনোই ভুলবেন না মেহেদী হাসান মিরাজ। শুধুই কি মিরাজ, কাল চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদেরও তো দিনটা ভোলার কথা নয়।

বাংলাদেশ তিন দিনের মধ্যে জিতেছে টেস্ট। জিতেছে ইনিংস ব্যবধানে। যে জয়ে দুই ম্যাচের সিরিজটা ড্র করতে পেরেছে বাংলাদেশ। এসব কারণে নয়, দিনটাকে তাঁরা সারা জীবন মনে রাখবেন বিরল এক ব্যক্তিগত কীর্তি চোখের সামনে ঘটতে দেখায়।

আর সেই কীর্তিমানের নাম মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে যিনি সেঞ্চুরি পেয়েছেন, আর তৃতীয় সেশনে পেয়ে গেছেন ইনিংসের পঞ্চম উইকেট। একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেটের এই ‘ডাবল’ উদ্‌যাপন ১৪৮ বছরের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার দেখল টেস্ট ক্রিকেট।

ইংলিশ কিংবদন্তি ইয়ান বোধাম

প্রথম ঘটনাটা ৪১ বছর আগের। ১৯৮৪ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বেসিন রিজার্ভ সাক্ষী হয়েছিল প্রথমের। ‘প্রথম’ সেই জনের নাম ইয়ান বোথাম। সেই বোথাম, সর্বকালের সেরা অলরাউন্ডারদের সংক্ষিপ্ত তালিকায়ও থাকে যাঁর নাম।

টেস্টে একই ম্যাচে সবচেয়ে বেশিবার সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট পাওয়ার রেকর্ডটা এই ইংলিশ কিংবদন্তিরই। ১০২ টেস্টের ক্যারিয়ারে পাঁচবার এমন অলরাউন্ড পারফরম্যান্স করেছেন বোথাম। যার সর্বশেষটিতেই শুধু একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট পূর্ণ করেছেন তিনি।

কাল সেঞ্চুরির পর মিরাজ

ওয়েলিংটনের সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ৪ উইকেট পেয়েছিলেন বোথাম। নিউজিল্যান্ড দিন শেষ করে ৯ উইকেট ২১২ রান নিয়ে। দ্বিতীয় দিন সাতসকালেই কিউই উইকেটকিপার ইয়ান স্মিথকে এলবিডব্লু করে ৫ উইকেট পেয়ে যান বোথাম, নিউজিল্যান্ড অলআউট ২১৯ রানে। ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৯২ রানে ৪ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন বোথাম। দলকে ১১৫ রানে রেখে মাইক গ্যাটিংও বিদায় নেওয়ার পর ড্যারেক র‌্যান্ডালকে নিয়ে প্রতিরোধ গড়ে সেদিন আর উইকেট পড়তে দেননি বোথাম। দিনের শেষ ভাগে সেঞ্চুরি পূর্ণ করা বোথাম পরের দিন আউট হন ১৩৮ রানে। ২৩২ রানের পঞ্চম উইকেট জুটিতে তাঁর সঙ্গী র‌্যান্ডালও পেয়েছিলেন সেঞ্চুরি (১৬৪)।

কাল ৫ উইকেট নেওয়ার পর মিরাজ

৪১ বছর ‘নিঃসঙ্গ’ থাকার পর কাল এই কীর্তিতে মিরাজকে সঙ্গী পেলেন বোথাম। পার্থক্য বলতে সেদিন বোথাম আগে ৫ উইকেট নিয়েছিলেন, আর কাল মিরাজ আগে পেয়েছেন সেঞ্চুরি। ১৬ রানে দিন শুরু করা মিরাজ আরও ৮৮ রান যোগ করেছেন কাল। এরপর অফ স্পিনে ৫ উইকেট নিয়ে দলকে এনে দেন ইনিংস ব্যবধানে জয়।

ও হ্যাঁ, পার্থক্য আরেকটাও আছে। মিরাজ দলকে জিতিয়েছেন, বোথাম সেই ম্যাচে জেতাতে পারেননি দলকে, ড্র হয়েছিল ম্যাচ।