৪ উইকেট নিয়েছেন ইকবাল হোসেন
৪ উইকেট নিয়েছেন ইকবাল হোসেন

ইকবাল-সানজিদদের বোলিং–নৈপুণ্যে আজিজুলদের তৃতীয় জয়

হারারেতে চলছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অনূর্ধ্ব–১৯ দলের ত্রিদেশীয় সিরিজ। আজ জিম্বাবুয়ের যুবাদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।

যুব ওয়ানডে, প্রতি দলের ৫০ ওভার করে ম্যাচ হওয়ার কথা ১০০ ওভারের। তবে আজ হারারেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচটি শেষ হয়েছে ৩৮ ওভারের মধ্যেই। টসে জিতে বাংলাদেশ দল জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়ে ২২.৩ ওভারেই অলআউট করে দেয়। এরপর ৮৯ রান তাড়ায় লক্ষ্যে পৌঁছে যায় ১৫.১ ওভারেই।

টি-টোয়েন্টি ম্যাচের চেয়েও কম ওভারে শেষ হয়ে যাওয়া ম্যাচটিতে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে। ত্রিদেশীয় সিরিজে এটি বাংলাদেশের যুবাদের তৃতীয় জয়। যে জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল খেলা নিশ্চিত করেছে আজিজুল হাকিমের দল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠের ম্যাচটিতে বাংলাদেশের জয়ের কারিগর বোলাররা। ডানহাতি পেসার ইকবাল হোসেন ৬.৩ ওভার বল করে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট। তাঁর সঙ্গে বোলিং আক্রমণ শুরু করা বাঁহাতি স্পিনার সানজিদ মজুমদার নেন ২৬ রানে ২ উইকেট। এ ছাড়া শেষ দিকে স্বাধীন ইসলাম ১ ওভার হাত ঘুরিয়েই নেন ২ উইকেট।

বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ের মুখে জিম্বাবুয়ের মাত্র চার ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। সর্বোচ্চ ২৬ রান এসেছে ওপেনার নাথানিয়েল লাবাঙ্গানার ব্যাট থেকে। পাঁচে নামা ব্রান্ডন এনদিওয়েনি করেন ২০ রান।

জয়ের জন্য ৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার রিফাত বেগকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে তিনে নামা কালাম সিদ্দিকীকে নিয়ে ধাক্কা সামলে নেন আজিজুল হাকিম। কালাম ২০ রান করে দলীয় ৩৯ রানে ফেরার পর আজিজুল বাকি পথ পাড়ি দিয়েছেন রিজান হোসেনকে সঙ্গে নিয়ে। আজিজুল ৪৯ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৭ রান করে অপরাজিত থাকেন। রিজান ২ চার ও ১ ছয়ে অপরাজিত থাকেন ২১ রানে।

ত্রিদেশীয় সিরিজে এটি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয়। এখন পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলেছেন আজিজুলরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটির মধ্যে একটিতে জয়, অপরটিতে হার। সব মিলিয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ৪ ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট দক্ষিণ আফ্রিকারও। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল হেরেছে চার ম্যাচের সব কটিতেই।

১০ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এর আগে আরও দুটি করে ম্যাচ বাকি আছে সব দলের। বাংলাদেশ ৬ আগস্ট খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ৮ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল: ২২.৩ ওভারে ৮৯ (লাবাঙ্গানা ২৬, এনদিওয়েনি ২০; ইকবাল ৪/২৭, স্বাধীন ২/১, সানজিদ ২/২৬)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৫.১ ওভারে ৯১/২ (আজিজুল ৪৭*, রিজান ২১*, কালাম ২০; মাজভিতোরেরা ২/২৯)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী।