পাকিস্তান সফরের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পেসার নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে পিএসএল থেকে ফিরে আসা নাহিদ এখনো সম্ভবত সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেননি। সে কারণেই তাঁর এ সিদ্ধান্ত। তবে নাহিদ না গেলেও পাকিস্তান সফরে যাবেন পিএসএল থেকে ফিরে আসা আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন।
গত মাসে পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন নাহিদ। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে গিয়েছিলেন রিশাদ। মে মাসের শুরুর দিকে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় জড়ালে পিএসএল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর মধ্যে নাহিদের দল পেশোয়ার ও রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায়ও ড্রোন হামলা হয়।
পিএসএল স্থগিত হওয়ার পর দুজনই দেশে ফিরে আসেন। পরে বাংলাদেশ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যান। সেখানে তিন টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ২৫ মে পাকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। রিশাদ সেই দলেও থাকছেন, তবে নাহিদ যাচ্ছেন না পাকিস্তানে। তিনি দেশে ফিরে আসবেন সংযুক্ত আরব আমিরাত থেকেই।
নাহিদ কেন যাচ্ছেন না, সেটা জানতে চাইলে আজ মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেছেন, ‘যে ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে নাহিদ রানা ও রিশাদকে, সেটা যদি ট্রমাটাইজ করে একজনকে, তাকে দোষ দেওয়ার সুযোগ নেই। সে কারণেই সম্ভবত নিজেকে সরিয়ে নিয়েছে ও (নাহিদ)।’
শুধু নাহিদই নন, পাকিস্তানে যাবেন না বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কিলিও। এই দুজনও ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত-পরিস্থিতির কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন। নাজমূল আবেদীন জানিয়েছেন, দলের আরও কয়েকজনের মধ্যে ‘কিছুটা অস্বস্তি’ ছিল। তবে পরে তাঁরা রাজি হয়েছেন সফরে যেতে।
এই সিরিজে পাকিস্তানে দলের সঙ্গে বাংলাদেশ থেকে একটি নিরাপত্তা দলও যাবে বলে জানিয়েছেন নাজমূল। পাকিস্তান তাদের পক্ষ থেকেও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে বলে আশ্বস্ত করেছে, এমনটাও বলেছেন নাজমূল, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে আমি গিয়েছিলাম। আমার মনে হয় না, এর চেয়ে বেশি নিরাপত্তা দেওয়ার সুযোগ আছে। আমার পিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন—আমাদের পক্ষে যতটুকু নিরাপত্তা দেওয়া সম্ভব, আমরা সবকিছু করব।’
নাহিদ না খেললেও পাকিস্তান সফরের দলে নতুন করে কাউকে নেওয়া হবে না বলেই জানিয়েছেন নাজমূল। আইপিএল শেষ করে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ। তাই স্কোয়াডে বাড়তি কোনো ক্রিকেটারের প্রয়োজন দেখছে না বিসিবি।