সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা খোলা। দল নির্বাচনের সময় তিনি নির্বাচকদের বিবেচনায় থাকবেন বলে জানিয়েছে বিসিবি। বিসিবি জানিয়েছে, অ্যাভেইলিবিলিটি, ফিটনেস ও ভেন্যুতে উপস্থিতির সক্ষমতা থাকলে সাকিব জাতীয় দলে বিবেচিত হবেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর হত্যা ও দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে দেশে ফিরতে না পারলেও বোর্ড তাঁকে দলে চায়। তাঁর জাতীয় দলে খেলার বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে কথা বলতে বোর্ড সভাপতি আমিনুলকে দায়িত্ব দেওয়া হয়েছে।