কলম্বোয় আজ শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। গলে প্রথম টেস্ট ড্র হয়েছে। শেষ টেস্টে কি জয় ছিনিয়ে নিতে পারবে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা?
১৭ বছর পর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। পরিসংখ্যানে জেনে নিতে পারেন এই ভেন্যুতে কিছু স্মরণীয় ঘটনা। ক্লিক করুন নিচের লিংকে
আশরাফুলের সেঞ্চুরি, রিটায়ার্ড আউট—এসএসসিতে যত ইতিহাস
কলম্বো থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন দুই দলের সর্বশেষ অবস্থা। তা জানতে ক্লিক করুন নিচের লিংকে।
গলের অতৃপ্তি দূর হবে কি কলম্বোতে
কলম্বোয় ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নামবেন লিটন দাস।
যুক্তরাস্ট্রে চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ। টেস্টে মনোযোগ দেওয়ার ফাঁকে জেনে নিতে পারেন ক্লাব বিশ্বকাপে গতকাল রাতের সর্বশেষ খবর। ক্লিক করুন নিচের লিংকে।
দুই ম্যাচে ১৬ গোল খাওয়া ক্লাবের স্কুলশিক্ষকের গোলে আর্জেন্টাইন পরাশক্তির বিদায়
কলম্বো টেস্টে অভিষেক হচ্ছে শ্রীলঙ্কান অলরাউন্ডার সোনাল দিনুশার। কুশল মেন্ডিসের কাছ থেকে টেস্ট ক্যাপ নিয়েছেন তিনি। তাঁর সমন্ধে জানতে ক্লিক করুন নিচের লিংকে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। গল টেস্টেও টস জিতেছিলেন তিনি।
টসের সময় নাজমুল জানিয়েছেন, জাকের আলীর জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ চোটের কারণে খেলতে পারছেন না।
পাতুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো ও আসিতা ফার্নান্ডো।
দুজন স্পিনার ও দুজন পেসার নিয়ে নামছে শ্রীলঙ্কা।
টেস্ট দলে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার মিরাজ ও পেসার ইবাদত। চোট পাওয়া পেসার হাসান মাহমুদের জায়গায় টেস্ট দলে ফিরলেন ইবাদত। বাংলাদেশের হয়ে তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে। মাঝে চোটে পড়েছিলেন।
এসএসসি গ্রাউন্ডের উইকেটে হালকা ঘাস রয়েছে। সকালের সেশনে মুভমেন্ট পেতে পারেন পেসাররা। তবে পরে এটি ব্যাটিং উইকেটে পরিণত হওয়ার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩ ওভারে বিনা উইকেটে ১ রান।
আসিতা ফার্নান্ডোর করা বাংলাদেশের ইনিংসে তৃতীয় ওভারে প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন এনামুল হক। ক্যাচটি কেউ নিতে পারেননি। প্রথম স্লিপের ক্যাচ ছিল। পরের বলে এনামুল আবারও স্লিপে ক্যাচ তুললেও বল নিচু হয়ে গিয়েছিল। এর আগে সাবধানি শুরু করেছেন সাদমান ও এনামুল।
সাদমান ১ ও এনামুল শূন্য রানে অপরাজিত।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৬ ওভারে ১ উইকেটে ৫ রান।
এনামুল বল খেলেছেন ১০টি। এরমধ্যে উইকেটের পেছনে ক্যাচ তুলেছেন দুইবার। বেঁচে গেছেন। তবে এবার হয়েছেন বোল্ড।
আসিতা ফার্নান্ডোর ব্যাক অব লেংথে করা বল ভেতরে ঢুকলে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন এনামুল। শূন্য হাতে ফিরেছেন তিনি।
সাদমান ৫ রানে অপরাজিত। তিনে নেমেছেন মুমিনুল হক (০*)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১২ ওভারে ২৩/১।
পঞ্চম ওভারে দলীয় ৫ রানে এনামুলকে হারানোর পর দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ১৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুমিনুল–সাদমান।
সাদমাস ৩৬ বলে ১২ ও মুমিনুল ২৬ বলে ১১ রানে অপরাজিত।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭ ওভারে ৪৫/২।
১৭তম ওভারে আক্রমণে আসেন শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। তাঁর প্রথম বলটি বেশ খাটো লেংথের ছিল। মুমিনুল অফসাইডে চাইলে যেকোনো জায়গায় খেলতে পারতেন। কিন্তু অবিশ্বাস্যভাবে কাভারে বদলি ফিল্ডার পভন রত্নায়েকের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে আউট হলেন!
৩৯ বলে ২১ রানে মুমিনুলের সম্ভাবনাময় ইনিংসটির অপমৃত্যু হলো। সাদমানের সঙ্গে তাঁর ৭১ বলে ৩৮ রানের জুটিও ভাঙল। চারে নেমেছেন নাজমুল হোসেন।
সাদমান ২৩ ও নাজমুল ১ রানে অপরাজিত।
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৬ ওভারে ৭১/২।
লাঞ্চ বিরতির আগে শেষ বলে রান আউট হতে পারতেন সাদমান। ভাগ্যিস, নিশাঙ্কার থ্রো সরাসরি স্টাম্পে লাগেনি! লাগলে আউট। আসিতা ফার্নান্ডোর বলে একটি রান চুরি করতে গিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল সাদমান ও নাজমুলের।
তার আগে অবশ্য তৃতীয় উইকেটে ৫৯ বলে ২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন সাদমান ও নাজমুল। ওপেনার সাদমান আজ সকালের সেশনে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো ব্যাটিং করছেন। ৮৬ বলে ৪৩ রানে অপরাজিত থাকা এই বাঁহাতি বেশ ইতিবাচক। নাজমুল অন্য প্রান্তে ২১ বলে ৭ রানে অপরাজিত।
এর আগে ইনিংসের পঞ্চম ওভারে এনামুল (০) ও ১৭তম ওভারে মুমিনুলকে (২১) হারায় বাংলাদেশ। মুমিনুল বেশ ভালো ব্যাট করছিলেন। কিন্তু হুট করেই ধনঞ্জয়ার বাজে একটি বলে কাভারে ক্যাচ তুলে বিদায় হন। এনামুলের বাজে ফর্ম কাটছেই না। বোল্ড হয়েছেন।
শ্রীলঙ্কার হয়ে ১টি করে উইকেট আসিতা ফার্নান্ডো ও ধনঞ্জয়া ডি সিলভার।
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৮ ওভারে ৭৪/৩।
দ্বিতীয় সেশনে দ্বিতীয় ওভারেই সাফল্য পেল শ্রীলঙ্কা। ইনিংসের ২৮তম ওভারে বিশ্ব ফার্নান্ডোর শেষ বলে উইকেটকিপার কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফিরলেন নাজমুল। ৩১ বলে ৮ রান করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
পাঁচে নেমেছেন মুশফিকুর রহিম। সাদমান অন্য প্রান্তে ৪৫ রানে অপরাজিত।
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৯ ওভারে ৭৬/৪।
৭ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ!
২৮তম ওভারের শেষ বলে নাজমুলকে ফেরান পেসার বিশ্ব ফার্নান্ডো। এরপর ২৯তম ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন এতক্ষণ বেশ ভালো ব্যাট করা সাদমান। ৯৩ বলে ৪৬ রান করেছেন সাদমান।
ছয়ে নেমেছেন লিটন দাস।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩.২ ওভারে ৯০/৪।
৩৪তম ওভারে আসিতা ফার্নান্ডোর দ্বিতীয় বলের পর বৃষ্টি নামায় খেলা আপাতত বন্ধ। তার আগে পঞ্চম উইকেটে ২৬ বলে ১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লিটন ও মুশফিক।
মুশফিক ১৫ বলে ৭ ও লিটন ১২ বলে ৮ রানে অপরাজিত।
কলম্বোর এসএসসি গ্রাউন্ড থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, এই মুহূর্তে ভারি বৃষ্টিপাত হচ্ছে মাঠে।
কলম্বোর এসএসসি গ্রাউন্ড থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, এখন বৃষ্টি থেমেছে। রোদ উঠেছে মাঠে। কাভার সরানো হচ্ছে। তবে বৃষ্টি শুরুর সময় পুরো মাঠ ঢাকার আগেই আউটফিল্ডের বেশ খানিকটা অংশ ভারী বৃষ্টিতে ভিজেছে।
কলম্বোর এসএসসি গ্রাউন্ড থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, এসএসসি গ্রাউন্ডে যে জায়গাটা কাভার দেওয়ার আগে ভিজেছিল, সেটা শুকানোর কাজ চলছে। বাকি মাঠ শুকনো।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ২৫ মিনিটে।
চা বিরতি বিকাল সাড়ে ৪টায়।
দিনের খেলা শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৫ ওভারে ৯৮/৪।
খেলা পুনরায় শুরুর পর ৮ বলের মাথায়ই ‘জীবন’ পেলেন মুশফিক। থারিন্দু রত্নায়েকের করা ৩৫তম ওভারের চতুর্থ বলে স্লগ সুইপ করেছিলেন মুশফিক। ডিপ স্কয়ার লেগের ফিল্ডার লাহিরু উদারা ঠিক জায়গায় দাঁড়িয়ে ছিলেন না। সীমানা থেকে একটু সামনে দাঁড়ানোয় বল তাঁর মাথার ওপর দিয়ে যাওয়ার সময় হাত তুলেছিলেন। বল হাতে পেলেও রাখতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে এসব রুটিন ক্যাচ। মিস করলেন!
লিটন ১০ ও মুশফিক ১৩ রানে অপরাজিত।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৪ ওভারে ১৩২/৪।
পঞ্চম উইকেটে ৮৯ বলে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুশফিক ও লিটন।
লিটন ২৬ ও মুশফিক ৩১ রানে অপরাজিত।
আগের ওভারেও ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে ফাঁকায় পড়ায় বেঁচে যান। এবার আর রক্ষা হলো না লিটনের। সোনাল দিনুশার বলে ক্যাচ তুলে দিয়েছিলেন, কয়েক দফা চেষ্টার পর তা ধরেছেন কুশল মেন্ডিস। ৫৬ বলে ৩৪ রান করেছেন লিটন। দিনুশা পেয়েছেন টেস্টে নিজের প্রথম উইকেট।
১৪৩ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের।
লিটন আউট হওয়ার এক ওভার পর এল চা বিরতির ঘোষণা। দুই সেশনে খেলা হয়েছে ৪৯ ওভার, ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১৪৪ রান। এখন মুশফিক ৩৪ ও মিরাজ অপরাজিত আছেন শূন্য রানে।
চা বিরতির পর খেলতে নেমেছে দুই দল। বাংলাদেশের রান দেড়শ পেরিয়েছে। প্রথম দুই সেশনে ৫ উইকেট হারিয়ে ফেলেছে তারা। এখন ব্যাট করছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।
আউট হয়ে গেলেন মুশফিকুর রহিমও। ৭৫ বলে ৩৫ রান করে দিনুশার বলে স্লগ সুইপ করতে গিয়ে বিশ্ব ফার্নান্দোর হাতে ক্যাচ তুলে দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বাংলাদেশের এখন ১৬০ রানে ৬ উইকেট নেই।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৯ ওভারে ১৮২/৬।
ম্যাচের মাঝে ফিল্ডাররা বিশ্রাম নিতে ড্রেসিংরুমে ফিরে যান, তা অনেকটা নিয়মিতই দৃশ্য। তবে কলম্বো টেস্টের প্রথম দিন বদলে গেছেন আম্পায়ার। প্রাগেথ রামবুকেওয়েলার জায়গায় মাঠে এসেছেন অ্যালেক্স ওর্ফ। কী কারণে তিনি মাঠ ছেড়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কলম্বোর গরমে অসুস্থ বোধ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৬৪.২ ওভারে ১৯৭/৭।
মুশফিক আউট হওয়ার পর নাঈম হাসানকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মিরাজ। ব্যাটিংয়ে দলের শেষ ভরসাও তিনি। কিন্তু মিরাজও আউট হলেন ২০০ পেরোনোর আগে। বিশ্ব ফার্নান্দোর বলে স্লিপে তাঁর ক্যাচ নিয়েছেন কামিন্দু মেন্ডিস। ৪২ বলে ৩১ রান করেছেন মিরাজ।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৭০ ওভারে ২১৪/৮।
মুশফিকের বিদায়ের পর উইকেটে এসেছিলেন নাঈম হাসান। কিছুক্ষণ মিরাজের সঙ্গে মিলে দলকে এগিয়েও নিয়েছেন। বাংলাদেশ ছুঁয়েছে দুই শর ঘর। তবে নাঈমও আউট হয়ে গেলেন এবার। আসিতা ফার্নান্দোর দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৫১ বলে ২৫ রান করা নাঈম।
৭১তম ওভারেই শেষ হলো কলম্বো টেস্টের প্রথম দিনের খেলা। মাঝে বৃষ্টি-বিরতির আগে–পরে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। শুরুটা হয়েছিল ১০ বলে শূন্য রানে ফেরা ওপেনার এনামুল হককে দিয়ে। এরপর সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা আশা জাগিয়েও ইনিংসটা লম্বা করতে পারেননি। সারা দিনে একটি ফিফটিও পায়নি বাংলাদেশ। বেশির ভাগ ব্যাটসম্যানই নিজেদের উইকেটটা দিয়ে এসেছেন ‘উপহার’ হিসেবে।
কাল বাংলাদেশের হয়ে দিন শুরু করবেন দুই টেল এন্ডার তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। ২৪ বলে ৯ রানে তাইজুল ও ৫ বলে ৫ রানে অপরাজিত আছেন ইবাদত। কাল নিশ্চিতভাবেই দলের সংগ্রহে আরও কিছু রান যোগ করতে চাইবেন তাঁরা।
বাংলাদেশ ১ম ইনিংস: ৭১ ওভারে ২০০/৮ (সাদমান ৪৬, মুশফিক ৩৫, লিটন ৩৪, মিরাজ ৩৪, নাঈম ২৫; আসিতা ২/৪৩, বিশ্ব ২/৩৫, দিনুশা ২/২২)।
কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইবাদত হোসেনকে এলবিডব্লু করে তৃতীয় উইকেট পেয়েছেন শ্রীলঙ্কান পেসার আসিতা ফার্নান্ডো। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ইবাদত। বাংলাদেশ দিনটা শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে। ইবাদত ফিরেছেন ৮ রান করে। দিনের খেলা শুরু হয়েছে ১৫ মিনিট আগে।
অভিষিক্ত বাঁহাতি স্পিনার সোনাল দিনুশাকে উড়িয়ে মারতে গিয়ে মিডউউকেটে দিনেশ চান্ডিমালকে ক্যাচ দিয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম ইনিংস থামল ২৪৭ রানে। তাইজুল ফিরেছেন ৩৩ রান করে। বাংলাদেশের ইনিংসে এটি পঞ্চম ৩০ ছাড়ানো ইনিংস। তবে সর্বোচ্চ ইনিংসটা ৪৬ রানের, খেলেছেন ওপেনার সাদমান ইসলাম। বাংলাদেশ দিন শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে।
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯.৩ ওভারে ২৪৭ (সাদমান ৪৬, মুশফিক ৩৫, লিটন ৩৪, তাইজুল ৩৩, মিরাজ ৩১; দিনুশা ৩/২২, আসিতা ৩/৫১)।
‘বাজবল’ খেলছে শ্রীলঙ্কা। পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা ৮.৫ ওভারেই দলকে এনে দিয়েছেন ৫০ রান। ১০ ওভার শেষে দলটির রান বিনা উইকেটে ৫৫। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান নিশাঙ্কা ৩৪ বলে ৩১ ও উদারা ২৬ বলে ২৩ রান নিয়ে ব্যাটিং করছিলেন। বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা ২ ওভারেই দিয়েছেন ২০ রান।
হতাশার একটা সেশন কাটল বাংলাদেশের। ৮ উইকেটে ২২০ রান নিয়ে দিন শুরু বাংলাদেশ অলআউট ২৪৭ রানে। এরপর কোনো উইকেট না হারিয়ে ২১ ওভারে ৮৩ রান তুলে প্রথম সেশন শেষ করেছে শ্রীলঙ্কা। পাতুম নিশাঙ্কা ৬৪ বলে ৪২ ও লাহিরু উদারা ৬২ বলে ৪০ রান করে অপারজিত আছেন। বাংলাদেশের বোলারদের কোনো সুযোগই দেননি শ্রীলঙ্কার ওপেনাররা।
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯.৩ ওভারে ২৪৭ (সাদমান ৪৬, মুশফিক ৩৫, লিটন ৩৪, তাইজুল ৩৩, মিরাজ ৩১; দিনুশা ৩/২২, আসিতা ৩/৫১)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২১ ওভারে ৮৩/০ (নিশাঙ্কা ৪২*, উদারা ৪০*)।
লাহিরু উদারাকে এলবিডব্লু করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন তাইজুল ইসলাম। আম্পায়ার এলবিডব্লুর আবেদনে সাড়া না দেওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। বল প্যাডে না ব্যাটে আগে আঘাত করেছে এই প্রশ্নের উত্তর মিলেছে ডিআরএসে। আর তাতেই বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। উদারা ফিরেছেন ৪০ রান করে। শ্রীলঙ্কার রান তখন ৮৮। আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা একটু পরেই পেয়ে গেছেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম ফিফটি।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৫ ওভারে ৯৪/১ (নিশাঙ্কা ৫০*, উদারা ৪০, চান্ডিমাল ৩*; তাইজুল ১/২৯)।
তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে বলে–ব্যাটে করতে পারেননি দিনেশ চান্ডিমাল। বল আঘাত করে তাঁর ডান ঊরুতে। তাইজুলের আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার। চান্ডিমাল রিভিউ নেন। বল ট্র্যাকিং দেখায় লেগ স্টাম্প মিস করত বলটি। তাই বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত, বেঁচে যান ৩০ রানে দাঁড়ানো চান্ডিমাল।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৭.৪ ওভারে ১৪৫/১ (নিশাঙ্কা ৭২*, চান্ডিমাল ৩২*)।
কলম্বোয় গলের স্মৃতি ফিরিয়ে আনলেন নিশাঙ্কা ও চান্ডিমাল। গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওপেনার উদারার বিদায়ের পর ১৫৭ রানের জুটি গড়েছিলেন নিশাঙ্কা ও চান্ডিমাল। কলম্বোয় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও উদারার বিদায়ের পর বড় জুটি গড়ে ফেলেছেন নিশাঙ্কা–চান্ডিমাল। ৯০ ছাড়িয়ে ১০০ দিকে যাচ্ছে তাঁদের জুটি। নিশাঙ্কা ৮৯ রান করে ফেলেছেন, চান্ডিমাল পেয়ে গেছেন ফিফটি।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৮৫/১ (নিশাঙ্কা ৮৯*, চান্ডিমাল ৫৩*)
৫০ ওভারে ১৯০ রান তুলে চা বিরতিতে গেছে শ্রীলঙ্কা। চান্ডিমাল ৫৪ ও নিশাঙ্কা ৯৩ রানে ব্যাট করছেন। বিনা উইকেটে ৮৩ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করা লঙ্কানরা এই সেশনে ১ উইকেট হারিয়ে তুলেছে ১০৭ রান। বাংলাদেশের একমাত্র সাফল্য ওপেনার উদারাকে ফেরানো। রিভিউ নিয়ে উইকেটটি পেয়েছেন তাইজুল।
গলের পর কলম্বোতেও সেঞ্চুরি করলেন নিশাঙ্কা। যা তাঁর ক্যারিয়ারের চতুর্থ। নাহিদ রানার অফ স্টাম্পের বাইরের বলে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন এই ওপেনার।
শ্রীলঙ্কার রান ১ উইকেটে ২০৩।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৫ ওভারে ২৩৩/১।
বাংলাদেশ দল প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ২৪৭ রান। শ্রীলঙ্কা মাত্র ১ উইকেট হারিয়েই বাংলাদেশকে ছুঁয়ে ফেলার পথে। পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্ডিমালের শতরানের অবিচ্ছিন্ন জুটি স্বাগতিকদের আড়াই শর দিকে নিয়ে যাচ্ছে। চান্ডিমাল ৬৩, নিশাঙ্কা ১২৭ রানে ব্যাট করছেন।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৯ ওভারে ২৪৮/১।
শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসের ৬৯তম ওভারে বাংলাদেশের প্রথশ ইনিংসের রান পেরিয়ে গেছে। আজ সকালে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ২৪৭ রান। শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়েই লিড নিয়েছে।
ব্যাটিংয়ে আছেন পাথুম নিশাঙ্কা (১৩০) ও দিনেশ চান্ডিমাল (৭৪)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭৬ ওভারে ২৮২/২।
অবশেষে মিলল উইকেটের দেখা। ৭৬তম ওভারে নাঈম হাসানের প্রথম বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলেছেন দিনেশ চান্ডিমাল। ওপরে ওঠা বল সহজেই ধরেছেন উইকেটকিপার লিটন দাস।
চান্ডিমালের আউটে ভাঙল শ্রীলঙ্কার ১৯৪ রানের জুটি। বড় জুটি ভাঙার পাশাপাশি সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন চান্ডিমাল। ১৫৩ বলের ইনিংসে ১০ চার ও ১ ছক্কায় করেছেন ৯৩ রান।
নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন প্রবাত জয়াসুরিয়া, আরেক প্রান্তে পাথুম নিশাঙ্কা অপরাজিত ১৪৩ রান নিয়ে।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৯০/২।
দিনের শেষ সেশনে খেলা হলো ২৮ ওভার, তাতে ১ উইকেট হারিয়ে ১০০ রান যোগ করেছে শ্রীলঙ্কা। সব মিলিয়ে কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সংগ্রহ ২ উইকেটে ২৯০। পাথুম নিশাঙ্কা ১৪৬ এবং প্রবাত জয়াসুরিয়া ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ৪৩ রানে এগিয়ে।
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯.৩ ওভারে ২৪৭ (সাদমান ৪৬, মুশফিক ৩৫, লিটন ৩৪, তাইজুল ৩৩, মিরাজ ৩১; দিনুশা ৩/২২, আসিতা ৩/৫১)। শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৯০/২ (নিশাঙ্কা ১৪৬*, চান্ডিমাল ৯৩, উদারা ৪০; নাঈম ১/৪৫, তাইজুল ১/৯০)।
আম্পায়াররা খেলা শেষ ঘোষণার দুই ওভার আগে দিনেশ চান্ডিমালের আউটটাই যা বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিতে পারে, নয়তো দ্বিতীয় দিনের পুরোটা শ্রীলঙ্কারই। দিনের শুরুতে বাংলাদেশ দল হাতে থাকা দুই উইকেট নিয়ে ২৭ রান যোগ করে ২৪৭ রানে অলআউট হয়। এরপর শ্রীলঙ্কা ব্যাট করতে নামলে নিশাঙ্কা ও উদারার উদ্বোধনী জুটি লাঞ্চ বিরতির আগেই তুলে নেন ৮৩ রান। বিরতির পর ৮৮ রানের মাথায় জুটি ভাঙেন তাইজুল ইসলাম, অস্বস্তিতে ফেলেন দিনেশ চান্ডিমালকেও।
তবে দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট পায়নি বাংলাদেশ। এমনকি তৃতীয় সেশন উইকেটশূন্য হিসেবেই শেষ হওয়ার পথে ছিল। এর মধ্যে নিশাঙ্কা তুলে নেন টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, ফিফটি করে তিন অঙ্কের দিকে ছুটতে থাকেন চান্ডিমালও।
তবে দ্রুত রান তোলার তাড়ায় চান্ডিমাল নাঈম হাসানকে রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ দেন লিটন দাসের হাতে, নিজে আউট হন ৯৩ রানে, ভাঙে ১৯৪ রানের জুটি।
দিনের খেলা শেষে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে ৪৩ রানে এগিয়ে। হাতে আছে ৮ উইকেট।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৮৩ ওভারে ৩০৫/২। ৫৮ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা।
১৪৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন পাতুম নিশাঙ্কা। আজ তৃতীয় দিনে তৃতীয় ওভারে ব্যক্তিগত সংগ্রহে দেড় শ রান পেরিয়ে যান তিনি। টানা দ্বিতীয় টেস্টে অন্তত দেড় শ রানের ইনিংসের দেখা পেলেন নিশাঙ্কা। গলে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ১৮৭ রান করেছিলেন।
নতুন বল নিয়েছে বাংলাদেশ।
নিশাঙ্কা ১৫৮ ও ‘নাইটওয়াচম্যান’ জয়াসুরিয়া ৮ রানে অপরাজিত।
উইকেট একটু ভাঙায় নতুন বলে বাঁক পাচ্ছিলেন তাইজুল। ৮৪তম ওভারের প্রথম বলটি একটু ঝুলিয়ে ছেড়েছিলেন। নিশাঙ্কা ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ডিফেন্স খেললেও একটু জোরের ওপর খেলায় শর্ট কাভারে ক্যাচ ওঠে এবং আরামের সঙ্গে ক্যাচটি নেন এনামুল হক।
এই আউটের মধ্য দিয়ে ২৫৪ বলে নিশাঙ্কার ১৫৮ রানের ইনিংসটি শেষ হলো। দারুণ এক ইনিংস। ড্রেসিংরুমে ফেরার সময় গ্যালারির করতালি পেলেন। তৃতীয় উইকেটে জয়াসুরিয়া ও নিশাঙ্কার ২৩ রানের জুটিও ভাঙল।
ক্রিজে নতুন ব্যাটসম্যান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৮৬ ওভারে ৩১৪/৪। ৬৭ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা।
নিজের আগের ওভারে নিশাঙ্কাকে ফিরিয়েছিলেন তাইজুল। এবার তাঁর শিকার লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া। ৮৬তম ওভারে তাঁর পঞ্চম বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন ধনঞ্জয়া। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ১০ বলে ৭ রানে আউট হলেন।
ক্রিজে নতুন ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস। জয়াসুরিয়া ৩৪ বলে ৮ রানে অপরাজিত।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৯০ ওভারে ৩৩৭/৫। ৯০ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা।
গলে প্রথম টেস্টে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও পাননি। অবশেষে উইকেটের দেখা পেয়েছেন নাহিদ। আজ নিজের করা প্রথম ওভারেই নাইটওয়াচম্যান প্রবাত জয়াসুরিয়াকে ফিরিয়েছেন নাহিদ।
৯২ ওভারে ৫ উইকেটে ৩৯১ রান তুলেছে শ্রীলঙ্কা। ব্যাট করছেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। প্রথম ইনিংসে ১০৪ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১০১ ওভারে ৩৯৮/৬। ১৫১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা।
বোল্ড হলে অনেক সময় ধারাভাষ্যকারেরা বলেন ‘থ্রু দ্য গেট!’ কামিন্দু বনাম নাঈম লড়াইয়েও সেটাই ঘটল!
৯৯ তম ওভারের পঞ্চম বলে নাঈমের আর্ম বল বুঝতে পারেননি কামিন্দু। বল তাঁর ব্যাট ও প্যাডের রক্ষণদেয়াল ফাঁকি দিয়ে ভেঙেছে স্টাম্প। বোল্ড!
৪১ বলে ৩৩ রানে আউট হলেন কামিন্দু। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষিক্ত সোনাল দিনুশা। ৮ রানে অপরাজিত তিনি
কুশল ৩৯ রানে অন্য প্রান্তে অপরাজিত।
শ্রীলঙ্কা: ১০৩ ওভারে ৪০১/৬। ১৫৪ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা।
৭৮ ওভারে ২ উইকেটে ২৯০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ তৃতীয় দিনে সকালের সেশনে ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১১ রান যোগ করেছে স্বাগতিকরা।
আগের দিন সেঞ্চুরি করা নিশাঙ্কা আজ বেশিক্ষণ টিকতে পারেননি। নিজের ইনিংসে ১২ রান যোগ করে তাইজুলের বলে আউট হন। নিজের পরের ওভারে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকেও ফেরান তাইজুল।
সিরিজে উইকেটবঞ্চিত থাকা পেসার নাহিদ রানা এরপর তুলে নেন ‘নাইটওয়াচম্যান’ প্রবাত জয়াসুরিয়াকে। লাঞ্চের পাঁচ ওভার আগে কামিন্দু মেন্ডিসকে ফেরান নাঈম। সকালের সেশনে বাংলাদেশের স্পিনাররা নিয়েছেন ৩ উইকেট, পেসার ১ উইকেট। তৃতীয় দিনের উইকেট একটু ভাঙায় বাঁক পাচ্ছেন দুই স্পিনার তাইজুল ও নাঈম। তবে মিরাজের বলে বাঁক দেখা যাচ্ছে না।
৪৮ বলে ৪২ রানে অপরাজিত কুশল মেন্ডিস। অন্য প্রান্তে ৮ রানে অপরাজিত সোনাল।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১০৫ ওভারে ৪০৬/৭। ১৫৯ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা।
দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারেই সাফল্য পেলেন অফ স্পিনার নাঈম হাসান। তাঁর করা ১০৫ তম ওভারের চতুর্থ বলে বোল্ড অভিষিক্ত সোনাল দিনুশা। ১৬ বলে ১১ রানে ফিরলেন তিনি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান থারিন্দু রত্নায়েকে। কুশল মেন্ডিস ৪৪ রানে অপরাজিত।
বাংলাদেশকে হতাশ করে চলেছেন কুশল মেন্ডিস। এই উইকেটকিপার ব্যাটসম্যান তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি।
শ্রীলঙ্কার রান ৭ উইকেটে ৪১৫।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১১২ ওভারে ৪২৯/৮। ১৮২ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা।
তাইজুলের করা ১১২ তম ওভারের তৃতীয় বলে ছক্কা মারতে গিয়ে কাউ কর্নারে এনামুলের ক্যাচে পরিণত হন থারিন্দু রত্নায়েকে। ২০ বলে ১০ রান করলেন থারিন্দু।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে এ পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন তাইজুল।
ক্রিজে নতুন ব্যাটসম্যান বিশ্ব ফার্নান্ডো। কুশল ৫৭ রানে অপরাজিত।
শ্রীলঙ্কা: ১১৫ ওভারে ৪৫৬/৮। ২০৯ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা।
থারিন্দু রত্নায়েকে আউট হওয়ার পর কুশল একটু আক্রমণাত্বক খেলছেন। হাতে আর ২ উইকেট, সম্ভবত লিড যতটা সম্ভব বাড়িয়ে নিতে চান। আর সেঞ্চুরির সুযোগও আছে কুশলের।
নাঈমের করা ১১৫তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে লিড ২০০ রানের ওপাশে নিয়ে গেলেন কুশল।
কুশল ৮৫ বলে ৮২ ও বিশ্ব ৭ বলে ২ রানে অপরাজিত।
তাইজুলের করা ১১৭ তম ওভারের প্রথম বলে রান আউট হন কুশল মেন্ডিস। ৮৭ বলে ৮৪ রানে ফেরেন তিনি। এই ওভারের পঞ্চম তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন শেষ উইকেট আসিথা ফার্নান্ডো।
১১৬.৫ ওভারে ৪৫৮ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হলো শ্রীলঙ্কা। প্রথম ইনিংসেই ২১১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
আজ দুই সেশন মিলিয়ে ৩৮.৫ ওভার ব্যাট করে ১৬৮ রান তোলার বিনিময়ে বাকি ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে অলআউট হলো শ্রীলঙ্কা।
১৩১ রানে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল। টেস্টে এ নিয়ে ১৭ তম বার ইনিংসে ৫ উইকেট নিলেন তাইজুল।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১১৬.৫ ওভারে ৪৫৮ (নিশাঙ্কা ১৫৮, কুশল ৮৪, কামিন্দু ৩৩, সোনাল ১০; তাইজুল ৫/১৩১, নাঈম ৩/৮৭, নাহিদ ১/৯৪)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪৭।
বাংলাদেশের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও এনামুলই আগে আউট হলেন। আসিথা ফার্নান্ডোর করা সপ্তম ওভারের পঞ্চম বলটি ছিল খাটো লেংথের। এনামুল পুল করতে গিয়ে ব্যাটে ঠিকমতো পাননি। শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরলেন। ১৯ বলে ১৯ রান করেছেন এনামুল।
অন্য প্রান্তে ২২ বলে ১২ রানে অপরাজিত সাদমান।
চা বিরতির আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর: ৬.৫ ওভারে ৩১/১। ১৮০ রানে পিছিয়ে বাংলাদেশ।
চা বিরতির আগের ওভারে ফিরেছিলেন এনামুল হক। বিরতি থেকে ফেরার এক বল পর আউট হলেন সাদমান ইসলামও। প্রবাথ জয়াসুরিয়ার বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন উইকেটকিপার লাহিরু উদারার হাতে। ২৪ বলে ১২ রানে আউট হয়েছেন সাদমান।
বাংলাদেশের স্কোর: ৭.২ ওভারে ৩১/২।
আগেও এগিয়ে নাজমুল মেরেছিলেন ছক্কা। এবার প্রবাথ জয়াসুরিয়ার বলটা চলে যায় তাঁর নাগালের বাইরে। উইকেট থেকে অনেকদূর বেরিয়ে আসা নাজমুল হতে পারতেন স্টাম্পিং। কিন্তু উইকেটকিপার লাহিরু উদারা বলটা ধরতেই পারেননি। পরের বলে আবার নাজমুলের ক্যাচ আউটের আবেদন করে রিভিউ নিয়েছিল শ্রীলঙ্কা, তবে তাঁরা সফল হয়নি।
বাংলাদেশের স্কোর: ১৪ ওভারে ৪৫/২।
প্রথম ইনিংসেও ধনঞ্জয়া ডি সিলভার বলে আউট হয়েছিলেন মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসেও তাঁর বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন। ৩৩ বলে করেছেন ১৫ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের স্কোর: ১৯ ওভারে ৬৩/৩।
ইনিংসের প্রথম বলেই জোরালো আবেদন করেছিলেন প্রবাথ জয়াসুরিয়া। পঞ্চম বলে গিয়ে আবার বল প্যাডে লাগে মুশফিকুর রহিমের। এবার ধনঞ্জয়া ডি সিলভা রিভিউয়ের সিদ্ধান্ত নেন। তবে রিপ্লেতে দেখা যায়, ব্যাট ছুয়ে প্যাডে গেছে বল। ১২ বলে ৫ রানে মুশফিক ও ৪৪ বলে ১৯ রানে অপরাজিত আছেন নাজমুল।
বাংলাদেশের স্কোর: ২২ ওভারে ৭০/৩।
বাংলাদেশের স্কোর: ২৪ ওভারে ৭৫/৪। বাংলাদেশ পিছিয়ে আছে ১৪০ রানে।
এলবিডব্লিউ হয়ে ফিরলেন নাজমুল হোসেন। আগে একবার স্টাম্পিংয়ের হাত থেকে বেঁচে গিয়েছিলেন। কিন্তু এবার ধনঞ্জয়ার বলে আউট হওয়ার পর রিভিউ নিয়েও ড্রেসিংরুমে ফিরতে হয়েছে তাঁকে। ৪৮ বলে ১৯ রান করেছিলেন নাজমুল।
কলম্বো টেস্টে চলার সময় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আগামী ২, ৫ ও ৮ জুলাই হবে তিনটি ম্যাচ। এরপর তিন টি–টোয়েন্টি ম্যাচের সিরিজও খেলবে দুই দল।
শ্রীলঙ্কা ওয়ানডে দল: চারিত আসালঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, দিলশান মাদুশঙ্কা, আসিতা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।
১৯তম ওভারের প্রথম বলে ধনঞ্জয়া ডি সিলভাকে চার মেরেছিলেন মুমিনুল হক। সেটিই ছিল বাংলাদেশের সর্বশেষ বাউন্ডারি। মুমিমনুল আউট হয়েছেন, ফিরেছেন তাঁর তখনকার সঙ্গী নাজমুল হোসেনও। ১৪ ওভার পর এবার বাউন্ডারি এল মুশফিকুর রহিমের ব্যাটে। আসিথা ফার্নান্দোর লো ফুলটস ফ্লিক করে বাউন্ডারিতে পাঠিয়েছেন তিনি।
বাংলাদেশের স্কোর: ৩৫ ওভারে ১০৩/৫। বাংলাদেশ পিছিয়ে আছে ১১০ রানে।
দ্বিতীয় ইনিংসে পঞ্চম ব্যাটসম্যানকে হারালো বাংলাদেশ। ৫৩ বলে ২৬ রান করা মুশফিকুর রহিমের বিদায়ের পর জেগেছে ইনিংস হারের শঙ্কাও। এখনও শ্রীলঙ্কার চেয়ে ১১০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রাবাথ জয়াসুরিয়ার বলে ব্যাকফুটে এসে খেলতে গিয়ে মুশফিক বোল্ড হয়ে গেছেন। লিটনের সঙ্গে ৩০ রানের জুটি ভেঙেছে তাতে।
বাংলাদেশের স্কোর: ৩৮.৪ ওভারে ১১৫/৬। বাংলাদেশ পিছিয়ে আছে ৯৬ রানে।
থারিন্ডু রত্নায়েকের বল মেহেদী হাসান মিরাজের প্যাডে লাগে। জোরালো আবেদনেও সাড়া দেননি আম্পায়ার। থারিন্ডু বেশ আত্মবিশ্বাসী ছিলেন, রিভিউ নেয় শ্রীলঙ্কা। রিপ্লেতে দেখা যায়, বলটা হিট করতো স্টাম্পেই। ১৬ বলে ১১ রান করে আউট হয়ে যান মিরাজ।
তাঁর আউটের পর দিনের খেলাও শেষ হয়েছে। তৃতীয় দিনের খেলা শেষে এখনও ৯৬ রান পিছিয়ে আছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে তাঁদের হাতে আছে ৪ উইকেট। শেষ ভরসা হিসেবে অপরাজিত আছেন ৩৯ বলে ১৩ রান করা লিটন দাস।
প্রথম ইনিংসে ৮ উইকেট হাতে রেখে ২৯০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। দুই সেশনে তাঁদের বাংলাদেশ অলআউট করতে পেরেছে ঠিকই, কিন্তু ততক্ষণে গুরুত্বপূর্ণ রানগুলো করে ফেলেছে তাঁরা। ৪৫৮ রানে গিয়ে থামে স্বাগতিকরা। বাংলাদেশের তাইজুল ইসলাম বিদেশের মাটিতে পঞ্চমবারের মতো পান পাঁচ উইকেট।
২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়ে যাওয়ার পর এবারও তেমন সুবিধা করতে পারছে না তাঁরা। শ্রীলঙ্কার স্পিনারদের ঘূর্ণিতে বিভ্রান্ত ব্যাটসম্যানরা। আজ ৩৮.৪ ওভার খেলেই হারিয়েছে ৬ উইকেট।
বাংলাদেশ: ২৪৭ ও ৩৮.৪ ওভারে ১১৫/৬ (মুশফিক ২৬, এনামুল ১৯, নাজমুল ১৯, মুমিনুল ১৫, লিটন ১৩*; ধনাঞ্জয়া ২/১৩, জয়াসুরিয়া ২/৪৭)। শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১১৬.৫ ওভারে ৪৫৮ (নিশাঙ্কা ১৫৮, চান্ডিমাল ৯৩, কুশল ৮৪; তাইজুল ৫/১৩১, নাঈম ৩/৮৭)।
কলম্বো টেস্টে আজ চতুর্থ দিনে কতক্ষণ টিকবে বাংলাদেশ? লিটন দাস কত দূর টেনে নিতে পারবেন বাংলাদেশকে? এসব প্রশ্ন সামনে রেখেই শুরু হচ্ছে চতুর্থ দিনের খেলা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
৯৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার এখনো একটি ইনিংস বাকি।
লিটনের সঙ্গে ব্যাটিংয়ে নেমেছেন নাঈম হাসান।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩৯.৩ ওভারে ১১৭/৭। ৯৪ রানে পিছিয়ে বাংলাদেশ।
চতুর্থ দিনে ৪ বল খেলেই আউট লিটন!
৪০ তম ওভারে প্রবাত জয়াসুরিয়ার তৃতীয় বলটি লিটনের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে জমা পড়ে।
৪৩ বলে ১৪ রানে ফিরলেন লিটন। ক্রিজে নতুন ব্যাটসম্যান তাইজুল।
বা্ংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪২ ওভারে ১২৬/৮। ৮৫ রানে পিছিয়ে বাংলাদেশ।
লিটন আউট হওয়ার এক ওভার পর ফিরলেন নাঈমও।
৪২তম ওভারে জয়াসুরিয়ার তৃতীয় বলে স্টাম্পিংয়ের শিকার হন নাঈম। ৮ বলে ৫ রানে আউট হলেন তিনি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান ইবাদত হোসেন ।
গলে নিশ্চুপ থাকা জয়াসুরিয়া কলম্বোতে জ্বলে উঠলেন। তাইজুলকে ফিরিয়ে নিলেন দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট। ওভারের শেষ বলে এক রান নিতে গিয়ে বোলার জয়াসুরিয়ার হাতে ক্যাচ দিয়েছেন তাইজুল।
বাংলাদেশের রান ৯ উইকেটে ১৩৩।
৩৮.৪ ওভারে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ৪৪.২ ওভারে থারিন্দু রত্নায়েকের বলে ইবাদতের (৬) এলবিডব্লু হওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট হলো বাংলাদেশ।
আজ চতুর্থ দিনে ৫.৪ ওভার (৩৪ বল ও ২৫ মিনিট) টিকেছে বাংলাদেশের ইনিংস। এর মধ্যে ১৮ রানে বাকি ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট হলো তারা।
৪৪.২ ওভারে দ্বিতীয় ইনিংসে ১৩৩ রান তুলতে পেরেছে বাংলাদেশ। এতে ইনিংস ও ৭৮ রানে কলম্বো টেস্টে হারল নাজমুল হোসেনের দল। দুই ম্যাচের টেস্ট সিরিজেও ১–০ তে হারল বাংলাদেশ। গলে প্রথম টেস্ট ড্র করেছিল দুই দল।
২১১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম সাত ব্যাটসম্যান মোটামুটি শুরুর পরও ক্রিজে থিতু হতে পারেননি। ৫৩ বলে সর্বোচ্চ ২৬ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। লঙ্কান স্পিনাররা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মোট ৯ উইকেট নেন।
প্রথম ইনিংসেও এনামুলক হক বাদে বাংলাদেশের সব ব্যাটসম্যানই ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু কেউ বড় ইনিংস খেলতে পারেননি। দুই ইনিংসের একটিতেও বাংলাদেশের কারও ফিফটি নেই।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার প্রবাত জয়াসুরিয়া। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পাতুম নিশাঙ্কার ১৫৮ রানের ইনিংস এই টেস্টে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। তাতে অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতারও অবদান (!) কম না!
টেস্ট সিরিজ শেষে এখন ওয়ানডে সিরিজের অপেক্ষা। তিন ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচ হবে আগামী বুধবার কলম্বোয়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৪৭ ও ১৩৩ ( মুশফিক ২৬, এনামুল ১৯, নাজমুল ১৯, মুমিনুল ১৫, লিটন ১৪; জয়াসুরিয়া ৫/৫৬, ধনঞ্জয়া ২/১৩, থারিন্দু ২/১৯)।
শ্রীলঙ্কা: ৪৫৮।
ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ৭৮ রানে জয়ী।
ম্যাচসেরা: পাতুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা)।
সিরিজসেরা: পাতুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা)।
কলম্বো টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে টেস্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন। পড়তে ক্লিক করুন নিচের লিংকে।