৩০০তম ওয়ানডেতে ১১ রান করে ফিরেছেন বিরাট কোহলি
৩০০তম ওয়ানডেতে ১১ রান করে ফিরেছেন বিরাট কোহলি

৩০০–তে ব্যর্থ কোহলি, বেশির ভাগই তাই; একমাত্র সেঞ্চুরিটা কার

বিরাট কোহলিকে ৩০০তম ওয়ানডেটা রাঙাতে দিলেন না গ্লেন ফিলিপস। ব্যাকওয়ার্ড পয়েন্টে ডান দিকে পুরো শরীর ভাসিয়ে হাত বাড়িয়ে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে কোহলিকে ফিরিয়েছেন ‘সুপারম্যান’ ফিলিপস। তাতে ২২তম খেলোয়াড় হিসেবে ৩০০তম ওয়ানডে খেলতে নামা কোহলি থামলেন মাত্র ১১ রান করেই।

দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ডের এই ম্যাচটি যারা জিতবে, তারা ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হবে। সেমিফাইনালে তারা খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এমন সমীকরণের ম্যাচে কোহলি ব্যাটিংয়ে নামেন তৃতীয় ওভারেই দলকে ১৫ রানে রেখে শুবমান গিলের বিদায়ের পর। দুই বাউন্ডারিতে ১৩ বলে ১১ রান করার পর ১৪তম বলটিতেই অবিশ্বাস্য ওই ক্যাচের শিকার কোহলি।  

৩০০তম ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ কোহলি সান্ত্বনা খুঁজতে পারেন ইতিহাস থেকে। ৩০০তম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে বেশির ভাগই যে ব্যর্থ হয়েছেন। কোহলির আগে এই মাইলফলকে পৌঁছানোদের মধ্যে মাত্র চারজনই ফিফটি পেয়েছেন। এ ছাড়া ৪৯ রানে অপরাজিত ছিলেন একজন। ৩০০তম ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি চারজনকে। অন্য ১২ জনকে ব্যর্থই বলতে হবে।

৩০০তম ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন

ব্যর্থদের মধ্যেও দুজনকে আলাদা করা যায়। একজন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন, অন্যজন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। এই সংস্করণের ইতিহাসের অন্যতম সেরা দুই ব্যাটসম্যানই ৩০০তম ম্যাচে আউট হয়েছিলেন শূন্য রানে।

বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে এ ছাড়া ৩০০তম ম্যাচে ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ (২৯), আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক শচীন টেন্ডুলকার (৮), পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক (২৫), অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং (১৩), ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (১১)। শহীদ আফ্রিদি (৩৭), মাহেলা জয়াবর্ধনে (৩৩) ও কুমার সাঙ্গাকারাও (৩১) থাকবেন ব্যর্থদের তালিকায়।

৩০০তম ওয়ানডেতে ব্যাট করতে নামতে হয়নি যুবরাজ সিংকে

বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে ৩০০তম ওয়ানডেতে ব্যাট করতে নামেননি শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা ও ভারতের যুবরাজ সিং। এ ছাড়া ব্যাট করেননি ওয়াসিম আকরাম ও মুত্তিয়া মুরালিধরন।

৩০০-তে সফল যাঁরা

৩০০তম ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান

৩০০তম ওয়ানডেতে ব্যাট হাতে সবচেয়ে সফল তিলকরত্নে দিলশান। কলম্বোয় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সপ্তম ওয়ানডেতে ১০১ রান করেন শ্রীলঙ্কার ওপেনার তিলকরত্নে দিলশান। ৩০২ রান করা শ্রীলঙ্কা ম্যাচটি জেতে ৮৭ রানে।

৩০০তম ওয়ানডে দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসের। ২০১০ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৫ রান করেন ক্যালিস। ম্যাচটি ১৭ রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ।

এ ছাড়া ৩০০তম ওয়ানডেতে ফিফটি পেয়েছেন ভারতের সৌরভ গাঙ্গুলী (৫৯) ও রাহুল দ্রাবিড় (৫২)।