ষষ্ঠ উইকেটে ৪৩ রানের জুটি গড়েছেন অমিত হাসান (বাঁয়ে) ও নুরুল হাসান
ষষ্ঠ উইকেটে ৪৩ রানের জুটি গড়েছেন অমিত হাসান (বাঁয়ে) ও নুরুল হাসান

‘এ’ দলের ম্যাচ

অমিতের ফিফটির পর শুধুই নুরুল

নুরুল হাসানের জন্য ৯ ফিল্ডারই রাখা হলো বাইরে। ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল আর যে কটি রান করবে, তা যে অধিনায়কের ব্যাট থেকেই আসবে, সেটি বুঝে গিয়েছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। হলোও তা–ই—৪০ বলে ৪৮ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে নুরুল আউট হয়ে যাওয়ার পর আর মাত্র ২ রানই যোগ করতে পেরেছে বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৪ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দল আজ তিন শ ছাড়িয়েও এগিয়েছে বেশ খানিকটা। তবে বৃষ্টিতে খেলা থেমে যায় ৪ ওভার পরই। দুপুরের পর আবার খেলা শুরু হলে ফিফটি তুলে নেন অমিত হাসান। তবে ১১০ বলে ৮ ছক্কা আর ১ চারে ৬৭ রানে থেমে গেছে সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক অমিতের ইনিংস। ৫৯ বলে ২৪ রান করেন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মাহিদুল ইসলাম। এরপর নুরুল ছাড়া আর কেউই রান করতে পারেননি। শেষ তিন ব্যাটসম্যান নাসুম আহমেদ (০), নাঈম হাসান (০) ও খালেদ আহমেদ (২) ফেরেন অল্পতেই।

৬৭ রান করেছেন অমিত হাসান

৮৯.৫ ওভারে বাংলাদেশ ৩৫৭ রানে অলআউট হলে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড ‘এ’। দ্বিতীয় দিন শেষে তাদের রান ১ উইকেটে ১০৪। সপ্তম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন পেসার খালেদ আহমেদ। ১৯ বলে ১৪ রান করা রিস মারিউ তাঁর বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। দিনের বাকি সময় স্বাচ্ছন্দ্যেই পার করে দিয়েছেন কার্টিস হিফি (৮৯ বলে ৪১) ও জো কার্টার (৬৬ বলে ৪৮)।