Thank you for trying Sticky AMP!!

আজ কি খেলবেন লিটন?

কলকাতার একাদশে লিটনের সুযোগ দেখছেন না শেবাগ

লিটন দাস, রহমানউল্লাহ গুরবাজ, নাকি জেসন রয়—ওপেনার হিসেবে কাকে খেলাবে কলকাতা নাইট রাইডার্স? এ প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা। তবে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ আগেভাগেই জানিয়ে দিয়েছেন, কলকাতা দলে এ মুহূর্তে তিনি লিটনকে দেখছেন না। ভারতের আরেক সাবেক ক্রিকেটার রোহান গাভাস্কারের মতও এমন।

লিটন দলের সঙ্গে যোগ দিয়েছেন গত ৯ এপ্রিল, কলকাতা তিন ম্যাচ খেলার পর। এই তিন ম্যাচে ভারতের আলাদা তিন ব্যাটসম্যানের সঙ্গে কলকাতার হয়ে ওপেন করেছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। লিটনের লড়াইটা মূলত আফগান ওপেনার গুরবাজের সঙ্গে। এখন পর্যন্ত তিন ম্যাচেই খেলা গুরবাজ খুব একটা খারাপ করেননি।

Also Read: কলকাতায় সুযোগ পেতে যে কঠিন অঙ্ক লিটনের সামনে

তিন ম্যাচে এক ফিফটিসহ ৯৪ রান, গড় ৩১.৩৩, স্ট্রাইক রেটটাও মন্দ নয়—১৩০.৫৫।
সে কারণেই মূলত লিটনের জায়গা দেখছেন না শেবাগ। ক্রিকবাজের ম্যাচ–পূর্ববর্তী অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমার মতে, এ মুহূর্তে গুরবাজের জায়গায় লিটনকে খেলানো ঠিক হবে না। আগে গুরবাজকে অন্তত ৭ ম্যাচ দেখা উচিত। এরপর সুযোগ থাকলে বাকি ম্যাচে লিটনকে সুযোগ দেওয়া উচিত।’

নিজেদের খেলা সর্বশেষ দুই ম্যাচেই জিতেছে কলকাতা। তাই আপাতত দলে কোনো পরিবর্তন দেখছেন না একই অনুষ্ঠানে কথা বলা রোহান গাভাস্কার। সঙ্গে সাবেক এই ক্রিকেটারের মতে গুরবাজের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট কলকাতা, ‘কেকেআর ম্যানেজমেন্টে গুরবাজের পারফরম্যান্সে অনেক খুশি। আমার মনে হয় না গুরবাজকে পরিবর্তন করে কেকেআর লিটনকে খেলাবে।’

Also Read: ‘অপেক্ষা করছিলাম, কখন কলকাতায় আসব’, বললেন লিটন

এখন পর্যন্ত না খেলা রয়ের সঙ্গেও লিটনকে লড়াই করতে হবে। শেবাগ গুরবাজের জায়গায় লিটনের সুযোগ না দেখলেও রয়ের একটা সম্ভাবনা দেখছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গুরবাজের জায়গায় রয়কে নেওয়া যেতে পারে। কিংবা তাকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবেও খেলানো যেতে পারে।’

Also Read: লিটন পাওয়ারপ্লেতে যেখানে সবার ওপরে