অভিষেক টেস্টে ১০ উইকেট নিয়েছেন পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ
অভিষেক টেস্টে ১০ উইকেট নিয়েছেন পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ

আবরারের ১০ উইকেটের ম্যাচেও পিছিয়ে পাকিস্তান


প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া আবরার আহমেদ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও ৩ উইকেট। তবু ২৪ বছর বয়সী এই লেগস্পিনারের অভিষেক ম্যাচে এগিয়ে নেই পাকিস্তান। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৮১ রানে এগিয়ে গেছে ইংল্যান্ড।

মুলতানে পাকিস্তান দ্বিতীয় দিন শুরু করেছিল ২ উইকেটে ১০৭ রানে। ৩২ রান করা সৌদ শাকিলকে নিয়ে ৬২ রানে অপরাজিত ছিলেন বাবর আজম। তবে দলকে আজ বেশি দূর এগিয়ে নিতে পারেননি পাকিস্তান অধিনায়ক। ৭৫ রান করে বোল্ড হন ওলি রবিনসনের বলে।

থিতু হতে পারেননি মিডল অর্ডারে নামা মোহাম্মদ রিজওয়ান, আগা সালমানরাও। সৌদ ১০৬ বলে ৬৩ আর ফাহিম আশরাফ ৩১ বলে ২২ রান করে আউট হয়ে গেলে পাকিস্তানের প্রথম ইনিংস থেমে যায় ২০২ রানে। ইংল্যান্ডের জ্যাক লিচ ৯৮ রানে নেন ৪ উইকেট।

৭৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। বেন ডাকেটের ৯৮ বলে ৭৯ আর হ্যারি ব্রুকসের ১০৮ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৫ উইকেটে ২০২ রান করেছে সফরকারীরা। ৮১ রানে ৩ উইকেট নিয়েছেন আগের ইনিংসে ৭ উইকেট নেওয়া আবরার।

৭৪ রান করা হ্যারি ব্রুকসকে নিয়ে দিন শেষে মাঠ ছাড়নে বেন স্টোকস

অভিষেক ম্যাচে ১০ উইকেট নেওয়ায় আবরার টেস্ট ইতিহাসের ১৮তম বোলার, পাকিস্তানিদের মধ্যে দ্বিতীয়। এর আগে ১৯৯৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ১১ উইকেট নিয়েছিলেন ডানহাতি পেসার মোহাম্মদ জাহিদ।