Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে

সাকিব-তামিম সম্পর্ক নিয়ে হাথুরু, একই দলে খেলতে হলে খুব ভালো বন্ধু হতে হবে না

আরও একটি সংবাদ সম্মেলন। আরও একবার সাকিব-তামিম বিতর্কের প্রসঙ্গ। এবার বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটারের কথা না বলার বিষয়ে প্রশ্নের মুখোমুখি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে এসেই হাথুরুসিংহে পড়েছেন বিতর্কের ঝড়ে। এতটাই যে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে মিরপুরে প্রধান কোচের সংবাদ সম্মেলনে এসে আজ হাথুরুসিংহেকে কথা বলতে হয়েছে এ বিষয় নিয়েও। দুই অভিজ্ঞ ক্রিকেটারের মাঠের বাইরের সম্পর্ক খেলায় প্রভাব ফেলবে না বলে মনে করেন হাথুরুসিংহেও।

Also Read: 'বিস্ময়কর' ইংল্যান্ডের বিপক্ষে যে সুযোগ দেখছেন হাথুরুসিংহে

দায়িত্ব নেওয়ার পর ড্রেসিংরুমকে কেমন দেখছেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘আমি ৭ দিন ধরে কাজ করছি। আমি এমন ড্রেসিংরুম ও দলেও ছিলাম, যেখানে সবাই এক হয়ে খেলে না। কিন্তু যখন ওরা খেলতে নামে, তখন দেশের হয়ে খেলে। আপনি এটাই আশা করবেন। আপনাকে খুবই ভালো বন্ধু হতে হবে না, রাতে একসঙ্গে খাবার খেতে যেতে হবে না। যতক্ষণ পর্যন্ত এটা দলের মধ্যে কোনো প্রভাব ফেলছে না, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। আমি এখানে কোনো সমস্যা দেখি না।’

বাংলাদেশ দলের অনুশীলনে তামিম ইকবাল ও সাকিব আল হাসান

দুই দিন আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও সাকিবের সঙ্গে সম্পর্কের বিষয়ে একই সুরে কথা বলেছেন। কাল বোর্ড সভাপতি নাজমুল হাসান ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন, সাকিব ও তামিম দুজনই নাকি তাঁকে আশ্বস্ত করেছেন, তাঁদের ব্যক্তিগত সম্পর্কের কারণে দলের কোনো ক্ষতি হবে না।

Also Read: যে রেখা দেখতেন শুধু সাকিব–তামিম

ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার আগে এই আলোচনা আদর্শ সময় কী না, এ প্রশ্নও করা হয় হাথুরুসিংহেকে। প্রথমে এ বিষয় এড়িয়ে যেতে চাইলেও পরে তিনি বলেছেন, ‘এ আলোচনার জন্য এটা আদর্শ সময় নয়। এ প্রশ্ন করারও এটা আদর্শ সময় নয়। এটা সিরিজ নিয়ে আলোচনার আদর্শ সময়।’

Also Read: সাকিব-তামিম কেন কথা বলেন না