সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড
সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড

ইনিংস হার এড়িয়েছে জিম্বাবুয়ে, বড় জয় নিউজিল্যান্ডের

জয়ের জন্য নিউজিল্যান্ডকে করতে হবে ৮ রান। তখনো চা বিরতির নির্ধারিত সময় শুরু হতে ১১ মিনিট বাকি। বিস্ময়করভাবে এমন সময়েই দেওয়া হলো চা বিরতির ঘোষণা।

শেষ পর্যন্ত অবশ্য ফল যা হওয়ার, তা-ই হয়েছে। কিছুটা দেরিতে ব্যাটিংয়ে নেমে ২.২ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নিয়েছে নিউজিল্যান্ড, যদিও হারাতে হয়েছে ১ উইকেট। বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে কিউইরা জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

আজ ছিল ম্যাচের তৃতীয় দিন। ইনিংস হারের শঙ্কা নিয়েই দিন শুরু করেছিল জিম্বাবুয়ে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে স্বাগতিকেরা তখনো ১২৭ রানে পিছিয়ে, হাতে ছিল ৮ উইকেট। তবে শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হারতে হয়নি শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন আর তাফাদজাওয়া সিগার কারণে।

ইনিংস হার এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সিগা

২ উইকেটে ৩১ রান নিয়ে দিন শুরু করার পর জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১৬৫ রানে। দিনের শুরু থেকেই ম্যাট হেনরি-উইলিয়াম ও’রুর্কের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। এ দিন নিউজিল্যান্ডকে প্রথম দুই উইকেট এনে দেন ও’রুর্ক। তাঁর শিকার হয়ে ৩২ বলে ৪ রান করে নিক ওয়েলচ ও ভিনসেন্ট মাসেকেসা ২ রান করে আউট হন।

তাঁদের বিদায়ের পর ধাক্কা সামলে জিম্বাবুয়েকে লিড নেওয়ার আশা দেখাতে শুরু করেন শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। কিন্তু ৮ বলের ব্যবধানে তাঁদের দুজনের বিদায়ে আবার আশা ভাঙে জিম্বাবুয়ের। ৬৭ রানের জুটি ভাঙে মিচেল স্যান্টনারের বলে উইলিয়ামস উইকেটের পেছনে ক্যাচ দিলে। জিম্বাবুয়ে অধিনায়ক করেন ৪৯ রান।

পরের ওভারে ম্যাট হেনরির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৫৩ বলে ২২ রান করা আরভিনও। লিড নেওয়ার সম্ভাবনা তখন প্রায় শেষ জিম্বাবুয়ের। অষ্টম উইকেট যখন যায়, তখনো ইনিংস হার এড়াতে দরকার ছিল ৩২ রান।

লড়াইটা তখন নতুন করে শুরু করেন সিগা ও ব্লেসিং মুজারাবানি। ৮৪ বলে ৩৬ রানের জুটিতে কঠিন ওই কাজটিতে সফলও হন তাঁরা। সিগা ৮৩ বল খেলে ২৭ আর মুজারাবানি ৩৮ বল খেলে ১৯ রান করে ইনিংস হার এড়িয়ে দেন। নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৮ রানের। ১৫ মিনিটের চা বিরতির পর কিউইরা রান তাড়া করতে নামলে ডেভন কনওয়ে ৪ রান করে নিউমান নুয়ামহারির বলে বোল্ড হন।

৭ আগস্ট থেকে বুলাওয়েতেই হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোরন

জিম্বাবুয়ে: ১৪৯ ও ১৬৫ (উইলিয়ামস ৪৯, সিগা ২৭, আরভিন ২২; স্যান্টনার ৪/২৭, হেনরি ৩/৫১, ও’রুর্ক ৩/২৭)।

নিউজিল্যান্ড: ৩০৭ ও ২.২ ওভারে ৮/১ (কনওয়ে ৪, নিকোলস ৪; নিউমাহারি ১/৮)

 ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ম্যাট হেনরি।