
আজ মুম্বাই তো কাল লক্ষ্ণৌ, পরশু আবার আহমেদাবাদ—এভাবেই এগিয়ে চলছে মুম্বাই ইন্ডিয়ানসের আইপিএল-যাত্রা। কিন্তু দলটির অন্যতম বড় তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা সেই বেঙ্গালুরুতেই পড়ে আছেন। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে চলছে তাঁর চোটের পরিচর্যা।
মুম্বাই ইন্ডিয়ানস আইপিএলে এরই মধ্যে খেলে ফেলেছে তিনটি ম্যাচ। তিন ম্যাচের দুটিতেই হেরেছে তারা। একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে মুম্বাই। নিশ্চিত করেই দলটি নিজেদের অন্যতম বড় তারকা বুমরাকে মিস করছে। স্বাভাবিকভাবেই মুম্বাইয়ের সমর্থকদের মনে প্রশ্ন—চোট কাটিয়ে কবে ফিরবেন বুমরা?
সেন্টার অব এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষার চূড়ান্ত পর্ব পার করার কাছাকাছি পর্যায়ে চলে গেছেন ভারতীয় ফাস্ট বোলার। বুমরার মাঠে ফিরতে আরও সময় লাগবে। আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ আছে মুম্বাইয়ের। এ ম্যাচের আগে ক্রিকেটবিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিকইনফো বুমরার সর্বশেষ অবস্থা এবং কবে মাঠে ফিরতে পারেন, এমন একটি খবর দিয়েছে।
ক্রিকইনফো তাদের খবরে বলেছে, তারা জানতে পেরেছে, খুব শিগগির মাঠে ফিরবেন পিঠের সমস্যা নিয়ে জানুয়ারি থেকে পুনর্বাসনে থাকা বুমরা। তবে সেই শিগগির হয়তো আগামী সোমবারও নয়, যেদিন ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই।
ইংল্যান্ডের বিপক্ষে ভারত পাঁচ টেস্টের সিরিজ শুরু করবে ২৮ জুন। এর আগে বুমরাকে মাঠে ফেরাতে চাইবে বিসিসিআই। তবে বুমরা নিজে পুরোপুরি ফিট না হয়ে মাঠে ফিরতে চান না বলে জানা গেছে। বুমরা নেই বলে এই মুহূর্তে মুম্বাইয়ের পেস বোলিং আক্রমণ ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারের সঙ্গে টানছেন সত্যনারায়ণ, ভিগনেশ পুথুর ও অশ্বিনী কুমার। এ ছাড়া আছেন অলরাউন্ডার ও অধিনায়ক হার্দিক পান্ডিয়াও।
বুমরাকে নিয়ে মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে সর্বশেষ কথা বলেছিলেন ১৯ মার্চ। সে সময় ধারণা করা হয়েছিল, বুমরা মার্চ মাসের পুরোটাই মিস করবেন, এরপর এপ্রিলে মুম্বাইয়ের হয়ে মাঠে নামবেন। হয়তো এ মাসেই বুমরা মাঠে ফিরবেন, তবে সেটা যে কবে, তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।