Thank you for trying Sticky AMP!!

কলকাতা দলে জায়গা হয়নি লিটন দাসের

লিটনকে ১৬ জনের মধ্যেও রাখেনি কলকাতা

এবারের আইপিএলে ৩ ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আর একমাত্র টেস্ট খেলার জন্য আইপিএলের শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি বাংলাদেশের ওপেনার লিটন দাস।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে লিটন দলের সঙ্গে যোগ দেওয়ার পর আজই প্রথম ম্যাচ খেলতে নেমেছে কলকাতা। এ ম্যাচের আগে কলকাতা দলে যোগ দিয়েছেন তাদের আরেক বিদেশি ওপেনার ইংল্যান্ডের জেসন রয়।

সব মিলিয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এ ম্যাচে ওপেনার হিসেবে কোন দুজন নামবেন—এই আলোচনা ছিলই। শেষ পর্যন্ত কলকাতার একাদশে আজ জায়গা হয়নি লিটন দাসের। পাঁচ বদলি খেলোয়াড়ের তালিকাতেও নেই তাঁর নাম। জায়গা পাননি জেসন রয়ও। আফগানিস্তানের ওপেোর রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে জায়গা পেয়েছেন আগের ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে খেলা নারায়ন জগদিশান। শেষ বলে ৩ উইকেটে জেতা সেই ম্যাচে ৮ বলে ৬ রান করেছিলেন জগদিশান।

Also Read: কলকাতায় সুযোগ পেতে যে কঠিন অঙ্ক লিটনের সামনে

গুজরাটের বিপক্ষে সর্বশেষ ম্যাচে গুরবাজও খুব একটা ভালো করতে পারেননি। ১২ বলে ১৫ রান করেছেন তিনি। তবে এবারের আইপিএলে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে এক ফিফটিসহ ৯৪ রান, গড় ৩১.৩৩, স্ট্রাইক রেটটাও মন্দ নয়—১৩০.৫৫।