দিল্লি ক্যাপিটালসের সামনে কঠিন সমীকরণ
দিল্লি ক্যাপিটালসের সামনে কঠিন সমীকরণ

মোস্তাফিজদের সামনে নতুন বিপদ

মোস্তাফিজুর রহমান ভালোই করেছেন। এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে ৩ ওভারে রান দিয়েছেন ২৪। তা–ও এমন এক ম্যাচে, যেখানে তাঁর দল দিল্লি ২০৫ রান করার পরও ১০ উইকেটে হেরে গেছে। আর এই হারে প্লে–অফে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেছে মোস্তাফিজের দলের।

আজ তাদের সামনে বাঁচামরার লড়াই যেখানে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানস। যে ম্যাচে আছে বৃষ্টির চোখরাঙানি। আর বৃষ্টিতে ম্যাচের ফল না এলে বিপদ বাড়বে মোস্তাফিজের দিল্লির।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কার কথা উঠছে যৌক্তিক কারণেই। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে আগামী চার দিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, মুম্বাই শহরে বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মোস্তাফিজুর রহমান

ওয়াংখেড়ে স্টেডিয়ামের পানি নিষ্কাশনব্যবস্থা মাঠে জলাবদ্ধতা প্রতিরোধে কার্যকর। তবে আউটফিল্ড বালুর হওয়ায় জলাবদ্ধতা ছাড়াই ভেজা থাকে। শুধু পিচ ও এর চারপাশের জন্য কাভার ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে দিল্লির সহমালিক পার্থ জিন্দাল আইপিএল কর্তৃপক্ষকে ম্যাচ অন্য শহরে নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। যদিও সেটা হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই।

ম্যাচটি শেষ পর্যন্ত ভেসে গেলে দুই দলই পাবে এক পয়েন্ট করে। তাতে মুম্বাইয়ের পয়েন্ট হবে ১৫ আর দিল্লির ১৪। দুই দলই প্রাথমিক পর্বে তাদের শেষ ম্যাচ খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। মানে পাঞ্জাবের বিপক্ষে দিল্লি জিতলেও মুম্বাই–পাঞ্জাব ম্যাচে তাকিয়ে থাকতে হবে। দিল্লি পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি খেলবে ২৪ মে, মুম্বাই ২৬ মে।

তবে আজ যদি খেলা হয় ও মুম্বাই জিতে যায়, তাহলে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে তারা। সব মিলিয়ে আজ তাই জয়টা খুবই প্রয়োজন দিল্লির।

আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকায় টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন এনেছেন আয়োজকেরা। প্রাথমিক পর্বের বাকি ম্যাচগুলোতে অতিরিক্ত দুই ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে। সাধারণত এত অতিরিক্ত সময় শুধু প্লে-অফ ম্যাচে প্রযোজ্য থাকে। তবে এবারের আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও একই নিয়ম কার্যকর করা হয়েছে।