জাহানারার অভিযোগ নিয়ে সরকারের পক্ষে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা
জাহানারার অভিযোগ নিয়ে সরকারের পক্ষে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা

যৌন হয়রানির অভিযোগ: ক্রিকেটার জাহানারাকে আশ্বাস সরকারের

ক্রিকেটার জাহানারা আলম যৌন হয়রানির বিষয়ে আইনি পদক্ষেপ নিলে সরকার সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানান, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। মন্ত্রণালয় থেকে জাহানারার সাথে যোগাযোগ করা হয়েছে। মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালও সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। বিসিবি ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। অতীতের অভিযোগগুলো যেন ধামাচাপা না পড়ে, সেদিকেও নজর রাখা হবে।