Thank you for trying Sticky AMP!!

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের খেলোয়াড়েরা

কলকাতার বিপক্ষে ‘সবুজ–মেরুন’ জার্সি পরবে কেন লক্ষ্ণৌ

আইপিএলে আগামীকাল শনিবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আর কলকাতা নাইটরাইডার্স মুখোমুখি। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচটা জিতলেই লক্ষ্ণৌর প্লে অফ নিশ্চিত হবে। শুধু নিশ্চিতই নয়, পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসার সুযোগও থাকবে। যদিও কলকাতার জন্য জয়ই যথেষ্ট নয়, তাদের নির্ভর করতে হবে কিছু ‘যদি’–‘কিন্তু’র ওপর।

তবে এ ম্যাচে উত্তাপ ছড়াচ্ছে ভারতের একটি ফুটবল ক্লাব। কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠেয় এ ম্যাচে কলকাতার বিপক্ষে লক্ষ্ণৌ ব্যবহার করতে চাচ্ছে কলকাতার মানুষের ফুটবলীয় আবেগ। লক্ষ্ণৌ এ ম্যাচে মাঠে নামতে চাচ্ছে কলকাতার বিখ্যাত ফুটবল ক্লাব মোহনবাগানের সবুজ–মেরুন রঙের জার্সি পরে।

Also Read: রুদ্ধশ্বাস লড়াইয়ের পর মুম্বাইকে হারাল লক্ষ্ণৌ

হঠাৎ মোহনবাগানের সবুজ–মেরুন রঙের জার্সি কেন! লক্ষ্ণৌ চাচ্ছে, ইডেন গার্ডেনসে কলকাতার মানুষের আবেগে বিভক্তি তৈরি করতে। ইডেনের গ্যালারির সমর্থন যেন পুরোপুরি কলকাতা নাইটরাইডার্সের দিকে হেলে না পড়ে, সেটি ঠেকাতেই এই ‘সবুজ–মেরুন’ কৌশল।

মোহনবাগান কলকাতার মানুষের কাছে খুবই জনপ্রিয়। ঐতিহ্যবাহী এই ক্লাব এ মুহূর্তে ভারতের এক নম্বর ফুটবল লিগ আইএসএলের চ্যাম্পিয়ন। শহর কলকাতার আবেগ জড়িয়ে আছে এই ক্লাবের সঙ্গে। তবে আসল ব্যাপার হচ্ছে, আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মালিক কলকাতা ভিত্তিক ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কা। তিনি একই সঙ্গে মোহনবাগানেরও অন্যতম বিনিয়োগকারী। মোহনবাগান শিগগিরই নতুন নাম ধারণ করতে যাচ্ছে—মোহনবাগান জায়ান্টস। আইপিএলের ম্যাচে তিনি নিজের নিয়ন্ত্রণে থাকা অনুষঙ্গটিই ব্যবহার করতে চাচ্ছেন।

প্লে অফের দ্বারপ্রান্তে লক্ষ্ণৌ

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে লক্ষ্ণৌয়ের সবুজ–মেরুন জার্সি পরার বিষয়টি নিশ্চিত করার পর থেকেই এ নিয়ে কলকাতায় চলছে বিতর্ক। কলকাতা নাইটরাইডার্সও লক্ষ্ণৌয়ের সবুজ–মেরুন জার্সি পরা আর মোহনবাগানের আবেগ ব্যবহার করার বিষয়টি সহজভাবে নেয়নি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নালিশও করেছে।

Also Read: কোহলির সেঞ্চুরির পর আনুশকার ভিডিও কল

কলকাতার অভিযোগ, আইপিএলের কোনো দল যদি ভিন্ন বা বিশেষ রঙের জার্সি পরতে চায়, তাহলে সেটি অবশ্যই হতে হবে কোনো মহৎ উদ্দেশ্যে। যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবুজ জার্সি পরে পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে। ক্যানসারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গুজরাট টাইটানস পরেছিল হালকা গোলাপি রঙের জার্সি। কিন্তু লক্ষ্ণৌয়ের জার্সিবদল তেমন কোনো কারণে নয়। শুধু কলকাতার একটি বিশেষ আবেগকে উসকে দিতে।

Also Read: কোহলি বললেন, ‘আমি অনেক ভুল করেছি’

ভারতীয় বোর্ড এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা জানা যায়নি। তবে টুইটার ও ইনস্টাগ্রাম থেকে সবুজ–মেরুন জার্সি–সংক্রান্ত কিছু পোস্ট সরিয়ে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এখন আগামীকাল তারা কলকাতার বিপক্ষে ম্যাচে সবুজ–মেরুন জার্সি পরে খেলবে কি না, সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।