Thank you for trying Sticky AMP!!

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম

মিরপুরের ২০০, বাংলাদেশের ১০০

কাকতাল ছাড়া আর কীই–বা বলা যায়!

বাংলাদেশ-ইংল্যান্ড আজকের দ্বিতীয় ওয়ানডে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। হিসাবটা অবশ্য শুধু ছেলেদের ম্যাচের। মাইলফলকের সেই ম্যাচটাই কিনা আবার মিরপুরে বাংলাদেশ দলের ১০০তম ওয়ানডে!

বাংলাদেশের ক্রিকেট কেন্দ্রটা ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে মিরপুরে সরে যায় ২০০৬ সালে। সেই বছরের ৮ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের। প্রথম সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। সিরিজের চতুর্থ ওয়ানডেটা ৮ উইকেটে জেতে বাংলাদেশ।

Also Read: এক ম্যালানের কাছেই বাংলাদেশের হার

সেই ম্যাচে বাংলাদেশের একাদশে থাকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের আজ খেলার কথা মিরপুরের ২০০তম ম্যাচেও। মিরপুরের ‘প্রথম’ ম্যাচে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৩১ রানে অপরাজিত ছিলেন সাকিব। উইকেটকিপার হিসেবে ২টি ডিসমিসাল করা মুশফিককে সেদিন ব্যাটিংয়ে নামতে হয়নি।

মিরপুর ‘সেঞ্চুরি’ ছুঁয়েছে ২০১৪ সালের ৩০ মার্চ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৭ রানে হারায় ভারত। মিরপুর ওয়ানডের সেঞ্চুরি দেখে ২০১৮ সালে। ১৭ জানুয়ারির সেই ম্যাচেও মাঠে ছিল না বাংলাদেশ। মুখোমুখি হয়েছিল ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের অন্য দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।

আজকের ম্যাচটা মিরপুরকে আরেকটি কাকতালও উপহার দিতে যাচ্ছে। ২০০তম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে ষষ্ঠ ভেন্যু হতে যাচ্ছে শেরেবাংলা স্টেডিয়াম। এক ভেন্যুতে কোনো দলের ১০০ ওয়ানডে খেলার রেকর্ডেও ষষ্ঠ হতে যাচ্ছে বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’।

Also Read: ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে, তারপরও ফাঁকা মিরপুরের গ্যালারি

মুশফিকুর রহিম

১৫০

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আজ এক ভেন্যুতে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম। এক ভেন্যুতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে প্রথম চারজনই বাংলাদেশের। হারারে স্পোর্টস ক্লাবে ১০১ ম্যাচ খেলে পাঁচে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা।

Also Read: ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ–ইংল্যান্ড ওয়ানডে ম্যাচ

সাকিব আল হাসান

৪০০

বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম আজ খেলবেন ৪২৭তম ম্যাচ।