এক বড় কীর্তি গড়েও নির্লিপ্ত ক্রিস্টিয়ানো রোনালদো। বাড়তি উচ্ছ্বাসে গা ভাসাচ্ছেন না। ব্যক্তির চেয়ে দল বড়, সেটিই যে মাথায় ঘুরছে পর্তুগিজ তারকার। তাঁর জোড়া গোলেই ফ্রান্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইউরো ২০২০-এর শেষ ষোলোয় পৌঁছেছে তাঁর দেশ পর্তুগাল। এটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ করাটা গৌরবের, কিন্তু জুভেন্টাস তারকার কাছে সেটি দেশের অর্জনের চেয়ে বড় নয়।
অপেক্ষাটা ছিলই। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা রোনালদো কবে স্পর্শ করেন, সেটি নিয়ে। এত দিন দেশের হয়ে ১০৯ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা ছিল ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ির। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে জোড়া গোলে দাইয়িকে স্পর্শ করে ফেলেছেন তিনি। আর একটি গোল তাঁকে তুলে দেবে চূড়ায়। এককভাবে এ রেকর্ডটা নিজের করে নেবেন রোনালদো।
গৌরবের দিনে ইনস্টাগ্রামে বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন ছোট্ট একটা বার্তা, ‘দলকে অভিনন্দন। সতীর্থদের ধন্যবাদ, সব সময় নিঃস্বার্থ সহায়তা দিয়ে যাওয়ার জন্য।’
ইউরোয় পর্তুগালের গ্রুপের তিনটি ম্যাচেই গোল করেছেন রোনালদো। প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ২ গোল করেই ভেঙে দিয়েছিলেন ইউরোর এক রেকর্ড। সেটি সাবেক ফরাসি তারকা মিশেল প্লাতিনির। এত দিন প্লাতিনি ছিলেন ইউরো প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা। ১৪ গোল করে রোনালদো কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন। এর পরপরই চোখ রেখেছিলেন দাইয়িকে পেছনে ফেলার। আপাতত ব্র্যাকেটবন্দী হয়েছেন। ছাড়িয়ে যাওয়াটা এখন কেবল সময়েরই ব্যাপার।
রোনালদোর কীর্তিতে মুগ্ধতা ঝরেছে সাবেক ইংলিশ তারকা গ্যারি লিনেকারের। তিনি টুইটে মজা করে লিখেছেন, রোনালদো একাই আন্তর্জাতিক ফুটবলে যত গোল করেছেন, সেটি ইংল্যান্ডের ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, রিও ফার্ডিনান্ড আর অ্যালেন শিয়ারার—এ তিনজনের খেলা মোট ম্যাচের চেয়ে বেশি!’
দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের খেলা পড়েছে বেলজিয়ামের বিপক্ষে। এবারের ইউরোর অন্যতম ফেবারিট তারা। গ্রুপে দাপট দেখিয়েই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা বেলজিয়ামের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে রোনালদোদের। তবে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোসের মতে ম্যাচটা সেভিয়ায় হওয়ায় কিছুটা সুবিধা পাবে পর্তুগাল, ‘ম্যাচটা সেভিয়ায়, তাই আবহাওয়া আমাদের কিছুটা সুবিধা দেবে। তবে আমি ঠিক নিশ্চিত নই, খেলোয়াড়েরা কতটা তরতাজা থাকবে। আমাদের বিশ্রামের দরকার ছিল। বেলজিয়াম খুবই কঠিন প্রতিপক্ষ। ওদের বিপক্ষে সেরা খেলাটাই খেলতে হবে আমাদের।’