Thank you for trying Sticky AMP!!

পিএসজি ছেড়েছেন দি মারিয়া

দি মারিয়া যেন ম্যারাডোনা

পিএসজির সঙ্গে চুক্তি শেষ আনহেল দি মারিয়ার। আর্জেন্টাইন এই উইঙ্গার অপেক্ষায় আছেন নতুন ক্লাবে যোগ দেওয়ার জন্য। তাঁকে পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে জুভেন্টাস আর বার্সেলোনা। দি মারিয়া যা যা চাইছেন, জুভেন্টাস তার সবকিছু দিতে রাজি হলেও, বার্সেলোনার টান অগ্রাহ্য করতে পারছেন না রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।

এসব পুরোনো খবর। তবে জুভেন্টাসের সাবেক গোলকিপার জিয়ানলুইজি বুফন দি মারিয়ার প্রশংসা করে যা বলেছেন, তাতে বার্সেলোনার আকর্ষণ দূরে ঠেলে এই উইঙ্গার যদি এখনই জুভেন্টাসে পাড়ি জমান, আশ্চর্যের কিছুই থাকবে না।

Also Read: বার্সা না আমরা?—দি মারিয়াকে জুভেন্টাসের ‘আলটিমেটাম’

নিজের সাবেক ক্লাবে দি মারিয়ার যোগদানের সম্ভাবনা জেগেছে দেখেই কি না, দি মারিয়ার গালভরা প্রশংসা করেছেন জুভেন্টাসে দুই দফায় মোট ১৯ মৌসুম খেলা এই গোলকিপার। বুফনের মতে, ইতালিয়ান লিগে দি মারিয়ার প্রভাব ডিয়েগো ম্যারাডোনার চেয়ে কোনো অংশে কম হবে না।

Also Read: দি মারিয়াকে আবেগঘন বিদায় পিএসজির

সম্প্রতি ইতালির ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’-কে সাক্ষাৎকার দিয়েছেন এই গোলকিপার। সেখানেই দি মারিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি, ‘এই ইতালিয়ান লিগে দি মারিয়া হবে ম্যারাডোনার মতো। আমার কি আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে? টেকনিক্যালি দক্ষ খেলোয়াড়ের দিক থেকে বর্তমানে ইতালিয়ান সিরি “আ”অনেক পিছিয়ে। আর আনহেলের সেই দক্ষতা আছে অনেক। ও অনেক সহজে প্রতিপক্ষকে পরাস্ত করতে পারে। গোল করার দিক দিয়ে কিংবা গোলে সহায়তা করার ক্ষেত্রেও ও অসাধারণ। পুরো পিচজুড়ে দৌড়ায় ও, অনেক ভূমিকা পালন করতে পারে। এক কথায় বললে, ও এমন ফুটবলার যে সবকিছু পারে।’

Also Read: পিএসজিকে হাজারো ধন্যবাদ দি মারিয়ার

দি মারিয়ার জয়ক্ষুধাই তাঁকে অনন্য করেছে বলে মনে করেন বুফন, ‘উইঙ্গার, আক্রমণাত্মক মিডফিল্ডার—সব জায়গায় খেলতে পারে ও। ও যে দলেই যাক না কেন, সে দলটা অসাধারণ একজন খেলোয়াড় পাবে। আমি আশা করব, দলটা যেন জুভেন্টাস হয়। আমরা একজন চ্যাম্পিয়নের ব্যাপারে কথা বলছি। আর ফুটবলে ওর মতো চ্যাম্পিয়নই দরকার।’

কিন্তু যে বয়সে অধিকাংশ খেলোয়াড় অবসরের চিন্তা করেন, সে বয়সে দি মারিয়াকে দলে টানা জুভেন্টাসের জন্য কতটুকু লাভজনক হবে?

Also Read: রিয়াল মাদ্রিদের দি মারিয়ার চোখে এখন বার্সেলোনার স্বপ্ন

বুফন বয়সের ব্যাপারটাকে পাত্তাই দিচ্ছেন না, ‘দি মারিয়ার বয়স ৩৪ বছর? আমার বয়স ৪৪, আমি কিন্তু এখনও খেলছি। বয়স কোনো বিবেচ্য বিষয় নয়। খেলার জন্য আপনার আগ্রহ, আপনার অধ্যবসায় আছে কি না, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দি মারিয়া যদি জুভেন্টাসে নাম লেখানোর সিদ্ধান্ত নেয়, তার মানে ওর বয়স যতই হোক না কেন, সে জুভেন্টাসের মতো ক্লাবে খেলার জন্য প্রস্তুত।’

দি মারিয়াকে নিজের সাবেক ক্লাব জুভেন্টাসে দেখতে চাইছেন পারমার গোলকিপার জিয়ানলুইজি বুফন

মাঝে জুভেন্টাস ছেড়ে এক মৌসুমের জন্য পিএসজিতে খেলেছিলেন বুফন। সেখানেই দি মারিয়াকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন বুফন। কাছ থেকে দি মারিয়াকে যতই দেখেছেন, ততই মুগ্ধ হয়েছেন, ‘ও অনেক ভালো ছেলে। শুধু ম্যাচের সময়ই নয়, অনুশীলনেও নিজের সবটুকু দেয়। অসাধারণ টেকনিক্যাল দক্ষতার সঙ্গে যুক্ত হয়েছে ওর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা। আজকের যুগে সিরি “আ”তে ওর প্রভাব অনেকটা ম্যারাডোনার মতো হবে।’