Thank you for trying Sticky AMP!!

১৪ এপ্রিল বার্সেলোনা ‘দখল’ করেছিল ফ্রাঙ্কফুর্ট

বার্সার এক সমর্থকের বিরুদ্ধেই ২০০০ টিকিট বিক্রির অভিযোগ

দুষ্টু লোকজন বলেন, জাভিকে দারুণ এক সুযোগ করে দিয়েছেন ফ্রাঙ্কফুর্টের দর্শকেরা। ১৪ এপ্রিল ঘরের মাঠে জার্মান ক্লাবের কাছে হেরে ইউরোপা লিগ থেকে ছিটকে পড়েছে বার্সেলোনা। সেদিন মাঠে বার্সেলোনা কতটা খারাপ খেলেছে, এ নিয়ে যত না আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি কথা হয়েছে ক্যাম্প ন্যুতে কীভাবে ৩০ হাজারের মতো প্রতিপক্ষের দর্শক হাজির হলো, তা নিয়ে। ফ্রাঙ্কফুর্টের মতো দলকে ঘরের মাঠে হারাতে না পারার ব্যর্থতার চেয়ে বার্সেলোনা চিন্তিত এত টিকিট প্রতিপক্ষ কীভাবে পেল

এ নিয়ে তদন্ত করার ঘোষণা দিয়েছেন ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা। তদন্তের ফলও পেতে শুরু করেছে বার্সেলোনা। খবর এসেছে, বার্সেলোনার এক সমর্থক নাকি একাই ২০০০ টিকিট ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের কাছে বিক্রি করেছেন! এই সমর্থককে নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা।

সমর্থকদের অনুপ্রেরণা দারুণ কাজে লাগিয়েছে ফ্রাঙ্কফুর্ট

গত বৃহস্পতিবার ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়া বার্সেলোনার হতাশার এক মৌসুমকে পূর্ণ করেছে। ঘরের মাঠে ম্যাচের আগে গা গরম করতে নেমেই চমকে যেতে হয়েছিল বুসকেতস-আলবাদের। গ্যালারি সাদা হয়ে গেছে! তাঁরা নিজের মাঠেই শুনছেন দুয়ো। নিয়মানুযায়ী যেখানে মাঠে ৫ হাজারের বেশি প্রতিপক্ষের দর্শক থাকার কথা নয়, সেখানে ৩০ হাজারের মতো ফ্রাঙ্কফুর্ট দর্শক!

ঘরের মাঠ এভাবে দখল হয়ে যাওয়ার পর মাঠেও হতশ্রী ছিল বার্সেলোনা। ৩-০ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা যোগ করা সময়ে দুই গোল করেও হার এড়াতে পারেনি। ক্লাব এ ঘটনার নানা ব্যাখ্যা দিয়েছে। সভাপতি লাপোর্তা এভাবে নিজেদের মাঠের টিকিট প্রতিপক্ষের দর্শকের কাছে বিক্রিকে লজ্জার বলেছেন। বলেছেন, ক্লাবের কিছু সদস্য লাভের আশায় নিজেদের টিকিট বিক্রি করে নিজেদের অধিকারের অপব্যবহার করেছেন। টিকিট পুনরায় যাঁরা বিক্রি করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা টিকিট কেলেঙ্কারিতে ক্ষুব্ধ

কাতালান রেডিও স্টেশন আরএসিওয়ান দাবি করেছে, টিকিট পুনরায় বিক্রি করার জন্য পরিচিত এক সমর্থকের ব্যাপারে তদন্ত করছে বার্সেলোনা। তারা বলছে, সেই বার্সেলোনা সমর্থক নাকি জার্মান সমর্থকদের কাছে ২০০০ টিকিট বিক্রির ব্যবস্থা করেছেন।

বার্সেলোনাকে এ ব্যাপারে জানানো হয়েছে। ক্লাব এরই মধ্যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁকে স্টেডিয়ামে নিষিদ্ধ করার কথাও ভাবছে। লাপোর্তা এ প্রসঙ্গে বলেছিলেন, ‘আমাদের টিকিট বিক্রির এ সংগঠিত গ্রুপগুলোকে থামাতে কঠোর পরিশ্রম করতে হবে। ওদের কাছে অনেকগুলো মৌসুমি টিকিট আছে। আমরা একসময় উগ্র আল্ট্রাদের স্টেডিয়াম থেকে নিষিদ্ধ করেছিলাম। এখন আমাদের এসব সংগঠিত গ্রুপগুলোকে নিষিদ্ধ করতে হবে।’

এ ব্যাপারে আরও তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কাতালান সংবাদমাধ্যম বার্সা ইউনিভার্সাল। এসব আলোচনার মধ্যেই আজ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে যাচ্ছে বার্সেলোনা।