Thank you for trying Sticky AMP!!

বিশ্বকাপে শেষ কবে জিতেছিল রাশিয়া?

আট মাস জয়ের মুখ দেখেনি রাশিয়া। ছবি: রয়টার্স
>স্বাগতিক দেশ বিশ্বকাপে ভালো করবে—এমন প্রত্যাশাই থাকে সবার। কিন্তু এবারের স্বাগতিক রাশিয়াকে নিয়ে খুব বেশি কিছু ভাবা যাচ্ছে না। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তারা সবশেষ কবে জিতেছিল, সেটাই তো ভুলে গেছেন অনেকে। তার ওপর আট মাস ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচেই দেখেনি তারা

বিশ্বকাপের মহাযজ্ঞ বসছে রাশিয়ায়। কিন্তু এতে স্বাগতিক দেশের ভালো করার সম্ভাবনা কতটুকু! রেকর্ড বলছে, রাশিয়াকে নিয়ে খুব আশাবাদী হওয়ার কিছু নেই। যে দলটা আট মাস ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচে জয় পায় না, তারা বিশ্বকাপে অনেক দূর যাবে—এমনটা আশা করা একটু বাড়াবাড়িই।

বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র তারা। কিন্তু ফুটবলে কখনোই আহামরি মানের কোনো দল ছিল না। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর মাত্র তিনবারই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছে তারা। প্রতিবারই তাদের বিদায় ঘটেছে প্রথম রাউন্ড থেকেই। তারা বিশ্বকাপে সবশেষ ম্যাচ জিতেছে ২০০২ সালে। তিউনিশিয়াকে হারিয়ে জয়ে আনন্দে ভেসেছিল তারা। ২০১৪ বিশ্বকাপে জয়হীনই থাকতে হয়েছে তাদের। তবে বিশ্বকাপে রাশিয়ার সবচেয়ে বিখ্যাত জয়টি ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। ক্যামেরুনকে ৬-১ গোলে হারানোর সেই ম্যাচে হ্যাটট্রিকসহ একাই ৫ গোল করেছিলেন ওলেগ সালেঙ্কো।
বিশ্বকাপের আয়োজক বলেই রাশিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে চিন্তিত রুশরা। সাবেক কিংবদন্তি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় অ্যালেক্সি ক্যানচেলস্কিসের কণ্ঠেও ঝরেছে হতাশা, ‘কোচ চের্চেসভের ধ্যান ধারণা খুবই বিরক্তিকর। আমি খেলোয়াড়দের নিয়ে চিন্তিত।’
পুতিনের দেশ বিশ্বকাপে জয় হীনতার বৃত্ত ভাঙতে পারবে কি না, এটাই এখন বড় প্রশ্ন।