Thank you for trying Sticky AMP!!

ব্রাজিল-আর্জেন্টিনার রেকর্ড-পরিংখ্যানগুলো জানেন?

ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক আছে মেসির। যদিও ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার নাম অনেককেই চমকে দেবে। ফাইল ছবি
সৌদি আরবের জেদ্দায় আজ বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচটি বাংলাদেশে সম্প্রচারিত হয় এমন কোনো চ্যানেলে দেখা যাবে না। খেলা দেখার জন্য ইন্টারনেটই তাই ভরসা। তবে এর আগে জেনে নিন দুই দলের মুখোমুখি রেকর্ড, পরিসংখ্যান। বন্ধুদের সঙ্গে বিতর্কে কাজে দেবে

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান                                                                               

 

ম্যাচ

আর্জেন্টিনা

ব্রাজিল

ড্র

মোট ম্যাচ

১০৪

৩৮

৪০

২৬

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইপর্ব

কনফেডারেশনস কাপ

কোপা আমেরিকা

৩২

১৫

প্রীতি ম্যাচ

৫৯

২০

২৪

১৫

সংখ্যায় সংখ্যায় যত রেকর্ড

১৬২-১৬০

দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের সংখ্যায় যেমন ব্যবধান সামান্য, দুই দলের করা মোট গোলের সংখ্যাতেও তা-ই। ব্রাজিল আর্জেন্টিনাকে দিয়েছে ১৬২ গোল, আর্জেন্টিনা ফিরিয়ে দিয়েছে ১৬০টি

 

৩.১০

আর্জেন্টিনা–ব্রাজিল মুখোমুখি লড়াইয়ে ম্যাচপ্রতি গোলসংখ্যা।

 

সবচেয়ে বড় জয়

৬–১, আর্জেন্টিনা, বুয়েনস এইরেস, ১৯৪০, কোপা জুলিও রোকা

৬–২, ব্রাজিল, রিও ডি জেনিরো, ১৯৪৫, কোপা জুলিও রোকা

 

আর্জেন্টিনা–ব্রাজিল দ্বৈরথ সবচেয়ে বেশি দেখেছে ২–১ গোলের ম্যাচ। ১৬টি ম্যাচের ফল ছিল ২–১।

 

টানা বেশি জয়

১৯৭৪ বিশ্বকাপ থেকে ১৯৭৬ সালে কোপা ডেল আতলান্তিকো পর্যন্ত টানা পাঁচ ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েছিল ব্রাজিল। আর্জেন্টিনা সর্বোচ্চ টানা চার ম্যাচ জিতেছিল ১৯৪০ থেকে ১৯৪৫ সালের মধ্যে।

 

১৩

১৯৭০ থেকে ১৯৮১ সাল পর্যন্ত টানা ১৩ ম্যাচে আর্জেন্টিনার কাছে হারেনি ব্রাজিল। দুদলের লড়াইয়ে টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড এটাই। এই সময়ে আটটি ম্যাচ জিতেছে ব্রাজিল, বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে।

 

আর্জেন্টিনা দুবার টানা ছয় ম্যাচে অপরাজিত ছিল। প্রথমবার ১৯২৩ থেকে ১৯৩৯ সালের মধ্যে ও দ্বিতীয়বার ১৯৯০ থেকে ১৯৯৩ সালের মধ্যে।

 

সর্বোচ্চ গোলদাতা

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার নামে কোনো বিস্ময় নেই। পেলেকে চেনে না, এমন কেউ সম্ভবত এই মর্ত্যধামেই নেই। কিন্তু এমিলিও বালদোনেদোকে কজন চেনেন? জাতীয় দলে শুধু ১৯৪০ সালেই খেলেছেন, ছয় ম্যাচের পাঁচটিই ব্রাজিলের বিপক্ষে, তাতেই ৭ গোল।

৮—পেলে (ব্রাজিল)

৭—বালদোনেদো (আর্জেন্টিনা)