Thank you for trying Sticky AMP!!

ব্রাজিল এখনো দল হয়ে ওঠেনি, অভিমত পেলের

ব্রাজিল দলে বিশ্ব জয় করার রসায়ন নেই, মতামত পেলের। ফাইল ছবি
>ব্রাজিল দলের ২৩ জনের প্রত্যেকেই আলাদাভাবে যথেষ্ট প্রতিভাধর হলেও সম্মিলিতভাবে তারা এখনো একটা দল হিসেবে গড়ে উঠতে পারেনি, বলেছেন ব্রাজিল ইতিহাসের শ্রেষ্ঠতম তারকা পেলে

যথারীতি এবারও বিশ্বকাপে ব্রাজিল অন্যতম ফেবারিট দল। মূল স্কোয়াডের ২৩ জনের প্রত্যেকেই নিজ নিজ ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দলে আছেন বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা নেইমার। তারপরও পেলের মনে হচ্ছে, কী যেন একটা নেই! এই ব্রাজিল দলে সবকিছু থাকার পরও একটা জিনিসের অভাব বোধ করছেন ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপজয়ী মহাতারকা পেলে। এই ব্রাজিল দলের খেলোয়াড়দের মধ্যে বিশ্বজয়ী সেই রসায়নটা খুঁজে পাচ্ছেন না তিনি।

‘তিতের (ব্রাজিল কোচ) সামর্থ্যের প্রতি আমার ভরসা আছে, আমার চিন্তা শুধু একটা জিনিস নিয়ে। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কদিন বাকি। তবে আমার কাছে এখনো মনে হচ্ছে, ব্রাজিল তার সেরা দলটা খুঁজে পায়নি, সঠিক রসায়নটা খুঁজে পায়নি।’ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন পেলে। এর ব্যাখ্যাও করেছেন, ‘খেলোয়াড়েরা আলাদাভাবে সবাই অত্যন্ত ভালো। কিন্তু এখনো আমরা একটা দল হিসেবে খেলতে পারছি না।’

এই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারের প্রশংসায় পঞ্চমুখ পেলে। তবে তাঁর মতে, নেইমারের পক্ষে একা বিশ্বকাপ জেতানো সম্ভব নয়, ‌ ‘১৯৭০ বিশ্বকাপের ব্রাজিল দলটা ছিল ব্রাজিল ইতিহাসের সেরা। বিভিন্ন ক্লাবের সেরা খেলোয়াড় যেমন আমি, রিভেলিনো, টোস্টাও, গারসন সবাই একসঙ্গে ছয় মাসের বেশি সময় কাটিয়েছিলাম। আমরা সম্মিলিতভাবে একটা বিশ্বজয়ী দলে রূপান্তরিত করতে পেরেছিলাম ব্রাজিলকে।’
১৭ জুন থেকে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।