
>
- থাইল্যান্ডে শুরু হয়েছে এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপ
- টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় দল
- এটাই কোনো ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ
নারী ফুটবল মানেই বাংলাদেশের জয়জয়কার। বাংলাদেশের মেয়েরা হারতে জানে, এ কথাটাই যেন ভুলে গিয়েছিল ফুটবল দর্শকেরা। অনেক দিন পরে শুনতে হচ্ছে বাংলাদেশের হারের খবর। সেটাও আবার ৭ গোল হজম করে! তবে ফুটবলে নয় ফুটসালে। থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপে আজ মালয়েশিয়ার বিপক্ষে ৭-১ গোলে হেরেছে সাবিনারা। ফুটসাল হলেও সেখানে অংশগ্রহণ করছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মেয়েরা।
ফুটসাল সাধারণত বাংলাদেশে ফাইভ-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট হিসেবে পরিচিত। যার সঙ্গে অধিনায়ক সাবিনা খাতুন ছাড়া বাংলাদেশের অন্য কোনো নারী ফুটবলারদের পরিচয় ছিল না। খুব অল্প কয়েক দিনের প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টটিতে গিয়েছে তারা। প্রথম দিনে মাঠে নেমেই বুঝল, ফুটবল ও ফুটসালের মধ্যে কত পার্থক্য।
ম্যাচের তিন মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মাসুরা পারভিনের সে গোলের স্মৃতি অবশ্য কিছুক্ষণের মধ্যেই ভুলে যেতে হয়েছে দলকে। প্রথমার্ধেই বাংলাদেশ পিছিয়ে যায় ৫-১ গোলে। তখনই মনে হয়েছিল বড় হার দিয়ে ফুটসালে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের মেয়েদের। শেষ পর্যন্ত মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার ৭-১ গোলে।