Thank you for trying Sticky AMP!!

মুখে 'তালা' রোনালদোর

নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেননি রোনালদো। ছবি: রয়টার্স
>আগামী বিশ্বকাপে রোনালদো খেলবেন? তখন তো তাঁর বয়স হয়ে যাবে ৩৭। পর্তুগিজ তারকা নিজে অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি

জীবনের শেষ বিশ্বকাপটাই কি খেলে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো? উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর এমন প্রশ্নই উড়ে বেড়াচ্ছে বাতাসে। ২০২২ বিশ্বকাপের সময় রোনালদোর বয়স হবে ৩৭। বয়সটা কি ঠিক বিশ্বকাপ খেলার উপযোগী! ম্যাচ শেষ পর্তুগিজ তারকা অবশ্য এসব নিয়ে কোনো কথা বলেননি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এ নিয়ে কিছু বলার সময় এটি নয়।’

বিশ্বকাপটা কী দুর্দান্তই না শুরু করেছিলেন রোনালদো! স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন। দুর্দান্ত এক ফ্রিকিকের গোল দেখল ফুটবল দুনিয়া তাঁর পা থেকে। দ্বিতীয় ম্যাচেও মরক্কোর বিপক্ষে গোল করে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হলেন। কিন্তু বিশ্বকাপ যতই এগোল, রোনালদো কেমন যেন খোলসবন্দী হয়ে পড়লেন। ইরানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে পেনাল্টি মিস করলেন। কাল উরুগুয়ের বিপক্ষে তো সেভাবে কোনো সুযোগই পেলেন না। নাগালের মধ্যে একটি ফ্রিকিক পেয়েছিলেন, কিন্তু সেটা দেয়ালে মেরে নষ্ট করেছেন।

পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস অবশ্য আশাবাদী, রোনালদো পর্তুগালের হয়ে খেলে যাবেন, ‘ফুটবলকে এখনো দেওয়ার অনেক কিছুই বাকি আছে রোনালদোর মধ্যে। আমি আশা করি, সে তরুণ খেলোয়াড়দের গড়ে উঠতে সাহায্য করবে ভবিষ্যতের জন্য। তাঁর ছায়াতেই পর্তুগালের তরুণ প্রতিভারা নিজেদের মেলে ধরবে।’

২০০৬ সালে প্রথম বিশ্বকাপে খেলেছিলেন রোনালদো। সেবার তাঁর দল সেমিফাইনালে উঠেছিল। ফ্রান্সের কাছে হেরে বড় স্বপ্নটা আর দেখা হয়নি তাদের। ২০১০ আর ২০১৪ বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল ছিল ব্যর্থ, রোনালদোও বলার মতো তেমন কিছু করতে পারেননি। ২০১৬ ইউরো জিতে পর্তুগাল রোনালদো-ভক্তদের আশাবাদী করে তুলেছিল। আরও আশাবাদী করেছিল রোনালদোর নিজের পারফরম্যান্সই। কিন্তু এক এডিনসন কাভানি আর উরুগুয়েই শেষ পর্যন্ত থামিয়ে দিল তাদের স্বপ্নযাত্রা।