
বিশ্বকাপ প্রাক–বাছাইয়ে দ্বিতীয় পর্বের ম্যাচে আজ লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ । বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। দর্শকদের ঘরের মাঠে আসার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়ার অভ্যাস বানিয়ে ফেলেছেন রবিউল হাসান। বিদেশের মাটিতে শেষ দুই আন্তর্জাতিক ম্যাচে বদলি রবিউলের গোলেই জয় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে বিশ্বকাপ প্রাক–বাছাইয়ে লাওসের বিপক্ষে রবিউলের দুর্দান্ত গোলের গল্প তো এখনো সবার মুখে মুখে।
রবিউলের এমন কীর্তি সবই অবশ্য বদলি নেমে গোল করে। তবে আজ আর বদলি নয়, কোচ জেমি ডে তাঁর প্রিয় অস্ত্রকে লাওসের বিপক্ষে ব্যবহার করতে চান শুরু থেকেই। দলের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আজ লাওসের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রবিউলের একাদশে খেলা প্রায় নিশ্চিত।
৬ জুন বিশ্বকাপ প্রাক–বাছাইয়ের প্রথম পর্বে ভিয়েনতিয়েনে লাওসকে ১-০ গোলে হারিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। অ্যাওয়ের ম্যাচের থেকে আজ একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন। মাঝমাঠ ও ফরোয়ার্ড লাইনে পরিবর্তনের সম্ভাবনা। অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলামকে একাদশে দেখা যেতে পারে আজ। সে ক্ষেত্রে আগের ম্যাচের একাদশের দুই উইঙ্গার মতিন মিয়া ও আরিফুর রহমানের জায়গায় ঢুকছেন রবিউল ও মামুনুল। শুধু একাদশেই নয়, আসতে যাচ্ছে কৌশলগত পরিবর্তনও।
লাওসের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচে ৪-২-৩-১ ফরমেশনে খেলেছিল বাংলাদেশ। অঙ্কের ছকটা একই থাকলেও পরিবর্তন হচ্ছে খেলোয়াড়। ভিয়েনতিয়েনে জামাল ভূঁইয়ার সঙ্গে মাসুক মিয়া জনি ডাবল পিভট হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেললেও, আজ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন জনি। আর রক্ষণভাগের সামনে ছায়া দেওয়ার জন্য বর্তমান অধিনায়ক জামালের সঙ্গে জুটি বাঁধবেন সাবেক অধিনায়ক মামুনুল। তরুণ বিপলু ফিরে যাচ্ছেন তাঁর প্রথাগত রাইট উইং পজিশনে। রবিউল একাদশে যথারীতি লেফট উইঙ্গার। এ ছাড়া রাইটব্যাক পজিশনের বদলি নিয়েও ভাবছেন জেমি। বিশ্বনাথ ঘোষের পরিবর্তে সুশান্ত ত্রিপুরাকে একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।
৪-২-৩-১ ফরমেশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
গোলরক্ষক : আশরাফুল রানা
রক্ষণভাগ : রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ
মাঝমাঠ : জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি ও মামুনুল ইসলাম
আক্রমণভাগ : নাবীব নেওয়াজ জীবন, বিপলু আহমেদ ও রবিউল হাসান।