বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি এখনো শুরু হয়নি
বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি এখনো শুরু হয়নি

দুই দিনেও সচল হয়নি বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইট

দুই দিনেও সচল হয়নি বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, আজকের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।

তবে দর্শকেরা কখন থেকে টিকিট কিনতে পারবেন, সেটা পরিষ্কার করে বলতে পারেননি গাউস, ‘তারা (টিকিফাই) আমাদের বলেছে আজকের মধ্যে সিস্টেম চালু হয়ে যাবে। কাজও চলছে। আশা করি, আজই সবাই আবার টিকিট কিনতে পারবেন।’

অবশ্য কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল প্রথম আলোকে জানিয়েছেন, সন্ধ্যার মধ্যে টিকিট বিক্রি শুরু হবে, ‘আজ সন্ধ্যার মধ্যে লাইভে চলে যাব। এরপরই দর্শকেরা টিকিট কিনতে পারবেন।’

এখন পর্যন্ত সাড়ে তিন হাজার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে কিছু টিকিট মিস ম্যাচ হয়েছে ই-মেইলের সঙ্গে। সেগুলো পর্যবেক্ষণ করেছে কম্পিটিশন কমিটি।

যেমনটা বলেছেন তাজওয়ার, ‘এখন পর্যন্ত সাড়ে তিন হাজার টিকিট বিক্রি হয়েছে। কিছু টিকিট মিস ম্যাচের অভিযোগ পেয়েছি। আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি। যদি ভুলত্রুটি পাওয়া যায়, তাহলে সংশোধন করা হবে।’

এর আগে গত শনিবার রাত ১১টা ২০ মিনিটে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাই সাইবার আক্রমণের শিকারের কথা জানায় বাফুফে। এ জন্য দুঃখ প্রকাশ করে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, টিকিট বিক্রির ওয়েবসাইটটি ‘সাইবার হামলার’ শিকার হয়েছে

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিগগিরই এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানানো হবে। কিন্তু সেই সংবাদ বিজ্ঞপ্তির প্রায় ৪৮ ঘণ্টা পার হলেও আজ বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত টিকিট বিক্রি শুরু হয়নি।

বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। চার বছর পর নতুনভাবে সেজে ওঠা জাতীয় স্টেডিয়ামে বহুল আলোচিত আন্তর্জাতিক ম্যাচ, সঙ্গে হামজা চৌধুরী ও শমিত সোমের সঙ্গে ফাহামিদুল ইসলামের মতো ফুটবলারদের খেলা দেখার সুযোগ।

স্বাভাবিকভাবেই ১০ জুন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের টিকিটের চাহিদা আকাশচুম্বী। ফুটবলপ্রেমীদের মুখে এটকটাই প্রশ্ন—টিকিটি কীভাবে পাওয়া যাবে?

দেশের মাটিতে হামজার অভিষেক দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা

বাফুফে আগে থেকেই ঘোষণা দিয়েছে, tickify.live ওয়েবসাইটের মাধ্যমে শনিবার রাত আটটা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। সেই অনুযায়ী ফুটবলপ্রেমীরা প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু সময়মতো ওয়েবসাইটে ঢুকেও অধিকাংশ দর্শকই টিকিট কাটতে পারেননি। কারও কারও পর্দায় ভেসে ওঠে—‘503 Service Temporarily Unavailable’।

টিকিট কিনতে না পেরে হতাশ হয়ে পড়েন অনেক দর্শক। হামজাদের ঘরের মাঠে অভিষেক ম্যাচ নিয়ে উন্মাদনা তৈরিতে বাফুফে সফল হলেও অনলাইনে টিকিট বিক্রি করতে গিয়ে সবকিছু যেন তালগোল পাকিয়ে ফেলেছে।