যুক্তরাজ্যের ফুটবলে অরাজকতা তৈরি করে সমর্থকদের গ্রেপ্তার হওয়ার সংখ্যাটা মোটেই কম নয়
যুক্তরাজ্যের ফুটবলে অরাজকতা তৈরি করে সমর্থকদের গ্রেপ্তার হওয়ার সংখ্যাটা মোটেই কম নয়

গ্রেপ্তার হওয়ায় শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক, নিষেধাজ্ঞায় ওয়েস্ট হামের সমর্থক

২০২৪–২৫ মৌসুমে ফুটবল–সংশ্লিষ্ট অপরাধে ইংল্যান্ড ও ওয়েলসে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। গত মৌসুমের এই হিসাব গতকাল প্রকাশ করেছে যুক্তরাজ্যের স্বরাস্ট্র অফিস। ১০ মাসের এই সময়ে ফুটবল–সংশ্লিষ্ট অপরাধে ১৯৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে নিষিদ্ধ করা হয়েছে ৬৮৫ জনকে।

ইংল্যান্ডের শীর্ষ লিগে ২০ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের ১২১ জন সমর্থক গ্রেপ্তার হয়েছেন এই সময়ে। আর কোনো ক্লাবের এত বেশি সমর্থক গ্রেপ্তার হননি। ম্যানচেস্টার সিটির ৯৪ জন এবং ওয়েস্ট হাম ইউনাইটেডের ৭৭ জন সমর্থক গ্রেপ্তার হয়েছেন। গতবারের আগের তিন মৌসুমে এই তালিকায় শীর্ষে ছিলেন ওয়েস্ট হামের সমর্থকেরা।

তবে গ্রেপ্তারসংখ্যা বৃদ্ধির হার বিচারে অ্যাস্টন ভিলার সমর্থকদের কেউ টেক্কা দিতে পারেনি। ২০২৩–২৪ মৌসুমে ক্লাবটির মাত্র ২৬ জন সমর্থক গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু ২০২৪–২৫ মৌসুমে সেটা বেড়ে ৭১, যা ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে পঞ্চম সর্বোচ্চ।

২০২৩–২৪ মৌসুমের তুলনায় অবশ্য গত মৌসুমে সমর্থকদের গ্রেপ্তারের হার কমেছে ১১ শতাংশ। এই দুই মৌসুমের মধ্যে পার্থক্যটা ২৩৫ জন সমর্থকের। অরাজকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির কারণে সবচেয়ে বেশি সমর্থক গ্রেপ্তার হয়েছেন গত মৌসুমে। গ্রেপ্তার হওয়া মোট সমর্থকদের ৩২ শতাংশই এই অপরাধে অভিযুক্ত। সহিংস কার্যকলাপের অভিযোগ গ্রেপ্তার হয়েছেন ২২ শতাংশ সমর্থক। ‘ক্লাস এ’ পর্যায়ের মাদক বহনের অভিযোগে ১৯ শতাংশ সমর্থক গ্রেপ্তার হয়েছেন।

পূর্ব লন্ডনের ক্লাব ওয়েস্ট হামের ১১২ জন সমর্থক নিষেধাজ্ঞার মধ্যে আছেন এবং গত মৌসুমে নতুন করে এই ক্লাবের আরও ৩৯ জন সমর্থককে নিষিদ্ধ করা হয়েছে। দুটি তালিকাতেই ক্লাবগুলোর মধ্যে এটা সর্বোচ্চ। যুক্তরাজ্যের পুলিশ, আগুন ও অপরাধ প্রতিরোধ মন্ত্রণালয়ের মন্ত্রী ডায়ানা জনসন এ ব্যাপারে বলেছেন, ‘ফুটবলের যেন ক্ষতি না হয়, সে জন্য সহিংস কার্যকলাপ ও বিশৃঙ্খলা দমনের জন্য নেওয়া শক্তিশালী পদক্ষেপগুলো যে কাজে দিচ্ছে, তার প্রমাণ এই পরিসংখ্যান।’

অরাজকতা তৈরির জন্য সবচেয়ে বেশি সমর্থক গ্রেপ্তার হয়েছেন

গত মৌসুমে ওয়েস্ট হামের পর চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা পেয়েছেন। চেলসির ৩১ জন ও ইউনাইটেডের ২৮ জন সমর্থককে নিষিদ্ধ করা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলস মিলিয়ে এ মুহূর্তে ২৪৩৯টি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। ৬৮৫ জনের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ২০২৪–২৫ মৌসুম থেকে।

ফুটবল–সংশ্লিষ্ট যতজনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার মধ্যে ৯৯ দশমিক ৪ শতাংশই পুরুষ (২৪২৫ জন)। এর মধ্যে ৩৪ শতাংশের বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে (১৫৭৩)।