Thank you for trying Sticky AMP!!

কাতার বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচে গ্যালারিতে (বাঁ থেকে) কাকা, কাফু, রবার্তো কার্লোস ও রোনালদো

‘অনেক ব্রাজিলিয়ানই ব্রাজিলকে সমর্থন করে না’

কাতার বিশ্বকাপে গ্যালারিতে দেখা যাচ্ছে ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড়দের। রোনালদো, রবার্তো কার্লোস, কাকা ও কাফুরা ব্রাজিলের ম্যাচে গ্যালারি আলোকিত করেছেন। এর মধ্যে ব্রাজিলিয়ানদের মন খারাপ করার মতো কিছু কথাও বলেছেন ২০০২ বিশ্বকাপজয়ী কাকা।

‘বিইন স্পোর্টস’-এর সঙ্গে আলাপচারিতায় সাবেক এই মিডফিল্ডার দাবি করেন, ব্রাজিলে কিংবদন্তিদের সেভাবে মূল্যায়ন করা হয় না। কিংবদন্তি রোনালদোর উদাহরণ টেনে মন্তব্যটি করেন কাকা।

Also Read: মেসিকে ঠেকাতে প্রস্তুত ‘আকাশচুম্বী’ গোলকিপার

সংবাদমাধ্যমটিকে এসি মিলান কিংবদন্তি বলেছেন, ‘বলতে অদ্ভুত লাগছে, তবে সত্যিটা হলো অনেক ব্রাজিলিয়ানই ব্রাজিলকে সমর্থন করে না। কখনো কখনো এমন হয়। রোনালদো পাশ দিয়ে হেঁটে গেলে আপনি রোমাঞ্চিত হবেন, কিন্তু ব্রাজিলে তাকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন মোটা মানুষ হিসেবেই দেখা হয়।’

আলোচনায় ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী রোনালদোর প্রসঙ্গ উঠে এসেছে নেইমারের কথা বলতে গিয়ে। নেইমারের চোট-প্রবণতা নিয়ে বিরক্ত ব্রাজিলিয়ানরা। এবার বিশ্বকাপেও অ্যাঙ্কেলে চোট পাওয়ায় গ্রুপপর্বে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি নেইমার। শেষ ষোলোয় মাঠে ফিরে অবশ্য দারুণ খেলেছেন। গত বিশ্বকাপেও চোট এবং ডাইভিং প্রবণতার কারণে সমালোচিত হয়েছিলেন নেইমার। এ ছাড়াও গত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া জইর বলসোনারোকে সমর্থন দিয়েও ব্রাজিলে সমালোচিত হন পিএসজি তারকা।

ব্রাজিলিয়ানরা নেইমারের সমালোচনা করতেও ছাড়ে না

ব্রাজিলিয়ানদের নেইমারের সমালোচনা করার পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কি না, এই প্রশ্নের উত্তরে কাকা শুধু বলেছেন, ‘এই মুহূর্তে অনেক ব্রাজিলিয়ানই নেইমারকে নিয়ে কথা বলছে। তবে সেটা নেতিবাচকভাবে।’

Also Read: মদরিচ–বাধা উপড়ে ফেলার ক্ষমতা রাখে ব্রাজিল

Also Read: শেষ পর্যন্ত কি দি পলকে পাবে আর্জেন্টিনা

আল রাইয়ানে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচের আগে সাক্ষাৎকারটি দেন মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লিগজয়ী ৪০ বছর বয়সী সাবেক এই ফুটবলার। রিয়াল মাদ্রিদেও লা লিগা জিতেছেন কাকা। ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার পুরস্কার জয়ের পাশাপাশি জাতীয় দলের হয়ে দুবার ফিফা কনফেডারেশন্স কাপও জিতেছেন কাকা।

ব্রাজিলের ম্যাচে আজও গ্যালারিতে দেখা যেতে পারে কিংবদন্তিদের

তাঁর মুখ থেকে এসব কথা শুনে অবাক হয়ে যান সাক্ষাৎকার অনুষ্ঠানের দুই অতিথি ও ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি নেভিল এবং জন টেরি। এ সময় উপস্থাপক রিচার্ড কিজ কাকার কাছে জানতে চান, ‘তার মানে আমরা রোনালদোকে যে চোখে দেখি, ব্রাজিলিয়ানরা তাকে সে চোখে দেখে না?’

কাকা উত্তর দেন, ‘ব্রাজিলিয়ানরা অবশ্যই রোনালদোকে ভালোবাসে। আমিও ভালোবাসি। কিন্তু দেশে তাকে যে চোখে দেখা হয় এবং বাইরে যে চোখে দেখা হয়—এ দুইয়ের মধ্যে পার্থক্য আছে। দেশের বাইরে আমি তার জন্য বেশি সম্মান দেখতে পাই।’

Also Read: দি মারিয়ার অভিযোগের জবাবে যা বললেন ফন গাল