উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র আজ
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র আজ

চ্যাম্পিয়নস লিগের ড্র: আবারও মুখোমুখি রিয়াল–সিটি, বার্সেলোনা–পিএসজি

স্বাগত

২০২৫-২৬ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে সবাইকে স্বাগত। বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে শুরু হবে এই ড্র। প্রথম পর্বের ড্রয়ে প্রতিটি দল কোন আট দলের বিপক্ষে খেলবে, তা নির্ধারিত হবে।

এবারের চ্যাম্পিয়নস লিগে কারা খেলবে

প্রিমিয়ার লিগ যেখানে চ্যাম্পিয়ন

সবচেয়ে বেশি ৬টি ক্লাব খেলবে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের। দলগুলো হচ্ছে লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহাম ও নিউক্যাসল। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি ক্লাব খেলবে স্পেনের—বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো দি মাদ্রিদ, অ্যাথলেটিক ক্লাব ও ভিয়ারিয়াল।

কীভাবে হবে ড্র

• সবার আগে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই জানিয়ে দেবে, কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। কোন দলের সঙ্গে ‘হোম’ ও কোন দলের সঙ্গে ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলবে, সেটিও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করবে সেই সফটওয়্যার।• এভাবে প্রথম পটের ৯টি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। এরপর দ্বিতীয় পটের দলগুলোর নিজেদের পটের ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে। এরপর তৃতীয় পটের দলগুলো নিজেদের পটের ও নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে। সবশেষে চতুর্থ পটের দলগুলোর নিজেদের পটের প্রতিপক্ষ পাবে।• প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।• একই দেশের ক্লাব পরস্পরের বিপক্ষে খেলবে না।• একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে।

প্রস্তুত মঞ্চ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ড্রর জন্য প্রস্তুত মোনাকোর গ্রিমালদি ফোরাম

উপস্থাপনায় যাঁরা

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠান উপস্থাপনা করছেন বাংলাদেশি–বংশোদ্ভুত ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপক রেশমিন চৌধুরী এবং পর্তুগিজ সাংবাদিক পেদ্রো পিন্টো।

চেলসির জন্য বিশেষ পুরস্কার

চেলসি জিতেছে বিশেষ পুরস্কার

অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উঠেছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। চেলসি প্রেসিডেন্ট ও সিওও জেসন গ্যাননের হাতে তিনি তুলে দিয়েছেন বিশেষ একটি স্মারক।

উপলক্ষ, চেলসিই একমাত্র ক্লাব—যে দল উয়েফার সব কটি শীর্ষ প্রতিযোগিতা জিতেছে (চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ ও সুপার কাপ)। ২০২৫ সালে কনফারেন্স লিগ জিতে এ কীর্তি গড়ে ইংলিশ ক্লাবটি।

ইব্রার হাতে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড

ইব্রার হাতে বিশেষ পুরস্কার

উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড জিতেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন সেফেরিন। মঞ্চে উঠে কথা বলেছেন ব্রাজিল কিংবদন্তি কাকা–ও।

দুজনই এরপর মঞ্চে ড্রয়ের পটের সামনে দাঁড়িয়েছেন। ক্লাবের নাম লেখা বল তুলবেন ইব্রা ও কাকা।

বায়ার্ন মিউনিখের আট প্রতিপক্ষ কারা

ড্রয়ের শুরুতেই পট–১ থেকে বায়ার্ন মিউনিখের নাম উঠেছে। এরপর কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে চূড়ান্ত হয়েছে জার্মান চ্যাম্পিয়নদের আট প্রতিপক্ষ। দলগুলো হচ্ছে :

চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুগা (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্তিং লিসবন (হোম), পিএসভি আইন্দহফেন (অ্যাওয়ে), ইউনিয়ন সাঁ–জিলোয়া (হোম) ও পাফোস এফসি (অ্যাওয়ে)।

চেলসির প্রতিপক্ষ কারা

বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম) ও কারাবাগ (অ্যাওয়ে)।
চেলসি

রিয়াল মাদ্রিদের ৮ প্রতিপক্ষ

ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্শেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) ও কাইরাত আলমাতি (অ্যাওয়ে)।
রিয়াল মাদ্রিদ

ইন্টার মিলানের ৮ প্রতিপক্ষ

লিভারপুল (হোম), বরুসিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাতি (হোম) ও ইউনিয়ন সাঁ–জিলোয়া (অ্যাওয়ে)।

বরুসিয়া ডর্টমুন্ডের ৮ প্রতিপক্ষ

ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), বোদো/গ্লিমট (হোম), টটেনহাম (অ্যাওয়ে), অ্যাথলেটিক ক্লাব (হোম) ও কোপেনহেগেন (অ্যাওয়ে)।

লিভারপুলের ৮ প্রতিপক্ষ

রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি (হোম), মার্শেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম) ও গ্যালাতাসারাই (অ্যাওয়ে)।
লিভারপুল

বার্সেলোনার ৮ প্রতিপক্ষ

পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম) ও নিউক্যাসল (অ্যাওয়ে)।
ইব্রাহিমোভিচের হাতে বার্সেলোনার নাম

পিএসজির ৮ প্রতিপক্ষ

বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বায়ার লেভারকুসেন (অ্যাওয়ে), টটেনহাম (হোম), স্পোর্তিং লিসবন (অ্যাওয়ে), নিউক্যাসল (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।
পিএসজি

ম্যানচেস্টার সিটির ৮ প্রতিপক্ষ

বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুসেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), বোদো/গ্লিমট (অ্যাওয়ে), গ্যালাতাসারাই (হোম) ও মোনাকো (অ্যাওয়ে)।
ম্যানচেস্টার সিটি

আর্সেনালের ৮ প্রতিপক্ষ

বায়ার্ন মিউনিখ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), কাইরাত আলমাতি (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।

৩৬ দলের ড্র 

এক এক করে ৩৬টি দলই জেনে গেল তাদের প্রতিপক্ষের নাম। কোন প্রতিপক্ষের সঙ্গে কোথায় ম্যাচ, সেটাও।

এই মঞ্চ থেকেই চূড়ান্ত হয়েছে কে কার প্রতিপক্ষ

এবার মাঠের লড়াইয়ের অপেক্ষায় ...

চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের ড্র শেষ। ৩৬ দলের এই প্রতিযোগিতা শুরু হবে ১৬ সেপ্টেম্বর। প্রথম পর্ব চলবে ২০২৬ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত। এই ৩৬ দল থেকে পয়েন্ট তালিকার শীর্ষ ৮টি দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে। আর নবম থেকে ২৪তম হওয়া ১৬টি দল প্লে–অফ খেলবে, সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে যুক্ত হবে আর ৮টি দল।

১৬ দল নিয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে ১০–১১ ও ১৭–১৮ মার্চ, ২০২৬। কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে ৭–৮ ও ১৪–১৫ এপ্রিল।

২৮–২৯ এপ্রিল ও ৫–৬ মে হবে সেমিফাইনাল।

ফাইনাল হবে ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।

আপাতত ৩৬ দলের জমজমাট লড়াই দেখার অপেক্ষা...।