Thank you for trying Sticky AMP!!

টনি ক্রুস ও কেভিন ডি ব্রুইনার বল দখলের লড়াই। গত বছর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে

রুনির বিশ্বাস—ম্যান সিটি রিয়ালকে শুধু হারাবেই না, উড়িয়ে দেবে

ম্যানচেস্টার সিটি হয়তো মৌসুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নামবে আগামীকাল। সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। এ ম্যাচের আগে চলছে নানা ধরনের আলোচনা। কেউ বলছেন, গত মৌসুমের মতো এবারও ম্যান সিটিকে হারাবে রিয়াল। কারও মতে, এবার রিয়ালকে হারিয়ে ঠিকই ফাইনালে খেলবে ম্যান সিটি।

এ আলোচনায় অংশ নেওয়াদের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েইন রুনি একজন। ডিসি ইউনাইটেডের কোচ বাজি ধরছেন তাঁর দেশের ক্লাব ম্যান সিটির ওপরই। রুনির বিশ্বাস, রিয়ালকে উড়িয়ে দেবে তাঁর সাবেক ক্লাবের চিরপ্রতিদ্বন্দ্বী দলটি।

ব্রিটিশ পত্রিকা সানডে টাইমসে এক কলামে রুনি লিখেছেন, ‘ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে শুধু হারাবেই না, তারা রিয়ালকে উড়িয়ে দেবে।’ রুনি এরপর লিখেছেন, ‘হ্যাঁ, আমি ভুল প্রমাণিত হতে পারি। কিন্তু আমি মনে করি, ম্যান সিটি অন্য পর্যায়ের।’

ইতিহাস-ঐতিহ্য আর অভিজ্ঞতা বিবেচনা করে অবশ্য রিয়াল মাদ্রিদকে সমীহ করতে হবে বলেই মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, ‘রিয়াল মাদ্রিদের মতো ঐতিহ্যবাহী আর অভিজ্ঞ একটি দলকে আপনি বাতিল করে দিতে পারেন না। কিন্তু আমি তাদের পক্ষে বাজি ধরব না। আমি মনে করি, এটা সিটির বছর।’

Also Read: তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে কি বাজল চ্যাম্পিয়নস লিগের সংগীত

বছরটা ম্যান সিটির বলে কেন মনে হচ্ছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন রুনি, ‘মৌসুমের শুরু থেকেই আমার মনে হয়েছে, তাদের এবারের অভিযানটা সিটিকে নিয়ে পেপ গার্দিওলার ইউরোপ জয়ের হবে। সম্প্রতি তারা যেভাবে খেলছে এবং ঠিক সময়ে যেভাবে নিজেদের ওপরে তুলছে, আমার ভাবনাটা আরও দৃঢ় হয়েছে।’

Also Read: চ্যাম্পিয়নস লিগ হতে পারে যুক্তরাষ্ট্রেও