বাংলাদেশ দলের অনুশীলনে ফাহামিদুল ইসলাম
বাংলাদেশ দলের অনুশীলনে ফাহামিদুল ইসলাম

নিজেদের কেন দুর্ভাগা ভাবছেন ফাহামিদুল

ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ম্যাচ হারের হতাশা যেন ঘিরে ধরেছে বাংলাদেশ দলের ফুটবলারদের। হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়াদের মতো ইতালিপ্রবাসী ফাহামিদুল ইসলামেরও মনটা খারাপ।

৪ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল ফাহামিদুলের। সেই ম্যাচে বল পায়ে দ্যুতি ছড়ান এই তরুণ ফরোয়ার্ড। কিন্তু গতকাল সিঙ্গাপুরের সঙ্গে সেভাবে জ্বলে উঠতে পারেননি ফাহামিদুল।

আমরা ম্যাচটা জেতার সর্বোচ্চ চেষ্টা করেছি। মাঠে নিজেদের পুরোটা দিয়ে পারফর্ম করেছি। কিন্তু আমরা দুর্ভাগা, দিনটা আমাদের ছিল না। পরের ম্যাচ ইনশা আল্লাহ জিতব।
ফাহামিদুল ইসলাম, ফুটবলার, বাংলাদেশ

উল্টো ম্যাচের ২৩ মিনিটে মেজাজ হারিয়ে দেখেন হলুদ কার্ড। এরপর ৪০ মিনিটে ভালো সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ফাহামিদুল শেষ পর্যন্ত দুই ডিফেন্ডারের প্রতিরোধ ভেঙে শট নিতে পারেননি। এভাবে খেলা তৈরির সুযোগ পেয়েও বেশি দূর এগোতে পারেননি ফাহামিদুল। কোচ তাঁকে ৫৮ মিনিটে তুলে নেন।

ফাহামিদুল খেলেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালচোতে

দলের হারের সঙ্গে নিজের খেলায়ও সন্তুষ্ট নন ফাহামিদুল। আজ টিম হোটেল ছেড়ে নিজ জেলা ফেনীতে যাওয়ার সময় ফাহামিদুল সাংবাদিকদের বলেন, ‘আমরা ম্যাচটা জেতার সর্বোচ্চ চেষ্টা করেছি। মাঠে নিজেদের পুরোটা দিয়ে পারফর্ম করেছি। কিন্তু আমরা দুর্ভাগা, দিনটা আমাদের ছিল না। পরের ম্যাচ ইনশা আল্লাহ জিতব।’

ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে। সিরি ডিতে ‘জি’ গ্রুপে রয়েছে ক্লাবটি। এর আগে ফাহামিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগোরনা ও লিভোরনোতে।

ভিনদেশ থেকে আসা বাংলাদেশের পাঁচ ফুটবলার (বাঁ থেকে) তারিক কাজী, জামাল ভূঁইয়া, ফাহামিদুল ইসলাম, হামজা চৌধুরী ও কাজেম শাহ

এর আগে গত ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহামিদুল। কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ জানিয়ে সমর্থকেরা মিছিল পর্যন্ত করেন। বিক্ষুব্ধ সমর্থকদের একটি দল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে দেখাও করেন।

এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের তৃতীয় ম্যাচ আগামী অক্টোবরে। সবকিছু ঠিকঠাক থাকলে ৯ অক্টোবর হংকংকে ঢাকায় আতিথেয়তা দেবে হাভিয়ের কাবরেরার দল। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে ম্যাচ খেলবে বাংলাদেশ।