Thank you for trying Sticky AMP!!

মোহামেডানের মিডফিল্ডার মিনহাজুর আবেদীন। তাঁর গোলেই প্রথমবার নিজেদের মাঠ কিংস অ্যারেনায় হেরেছে বসুন্ধরা কিংস

‘এই গোল দিয়ে মিনহাজুরকে মানুষ চিনবে’

মোহামেডানে খেলছেন তিন মৌসুম ধরে। কিন্তু সাদা–কালো শিবিরে মিনহাজুর আবেদীন (রাকিব) নামে যে একজন মিডফিল্ডার আছেন, তা কজন মোহামেডান সমর্থক জানেন? খুব বেশি হবে না সংখ্যাটা। কারণ, মিনহাজুর এত দিন এমন কিছু করতে পারেননি, যা দিয়ে আলো টেনে নেবেন নিজের দিকে, লোকে তাঁকে চিনবেন।

কিন্তু আজকের পর মিনহাজুরকে শুধু মোহামেডান সমর্থক নয়, দেশের ফুটবলপ্রেমীদের অনেকেই হয়তো চিনবেন। এতক্ষণে যে তাঁর নামটা ছড়িয়ে পড়েছে। প্রিমিয়ার ফুটবল লিগে আজ মিনহাজুর চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে এমন একটা গোল করেছেন, যে গোল তাঁকে নিয়ে এসেছে আলোচনায়। মিনহাজুরের একমাত্র গোলেই বসুন্ধরা কিংস তাদেরই মাঠে এই প্রথম হেরে গেল

২০২২ সালের ১৭ ফ্রেব্রুয়ারি কিংস অ্যারেনায় প্রথম হয়েছিল ঘরোয়া কোনো ম্যাচ। সেই থেকে ঘরোয়া ও মহাদেশীয় লড়াই, সব ধরনের ম্যাচেই নিজেদের মাঠে অপরাজিত ছিল কিংস। আজ তা ভেঙে গেল। চলতি লিগে প্রথম ৫ ম্যাচ জেতার পর ষষ্ঠ ম্যাচে এসে কিংসের হারও বেশ তাৎপর্যময়। এতে লিগ লড়াই জমে উঠেছে। মোহামেডান ও কিংসের মধ্যে পয়েন্টের ব্যববধান এখন মাত্র ১।

দুর্দান্ত গোলের পর সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনে মধ্যমণি মিনহাজুর (৭ নম্বর জার্সি)

স্বাভাবিকভাবেই সবকিছু স্বপ্নের মতো লাগছে মোহামেডানের নায়ক মিনহাজুরের কাছে। সতীর্থদের অভিনন্দনে সিক্ত হয়েছেন। ম্যাচের পর মোবাইলে ধরা হলে বললেন, ‘প্রতি ম্যাচেই ইচ্ছা থাকে গোল করার। তবে আজ এভাবে গোল করে কিংসকে তাদেরই মাঠে প্রথম হারের স্বাদ দেব, সেটা অকল্পনীয় ব্যাপার। আমার কাছে অবিশ্বাস্য লাগছে। আর এত খুশি লাগছে যে ভাষায় প্রকাশ করার মতো নয়।’

Also Read: আলফাজ কীভাবে বদলে দিলেন মোহামেডানকে

মোহামেডান কোচ আলফাজ আহমেদও উচ্ছ্বসিত। বললেন, ‘মিনহাজুর সব ম্যাচেই খেলে। বেশির ভাগ বদলি হয়ে। এবার লিগে দ্বিতীয়বারের মতো আজ শুরুর একাদশে ছিল। কিন্তু জ্বলে ওঠে না সেভাবে। তাই আলোচনায় আসে না। লোকে চেনে না। আজ গোলের কারণে তার পারফরম্যান্স দেখে মানুষ জানতে পারল যে মিনহাজ নামে একজন খেলোয়াড় মোহামেডানে খেলে। এই গোল দিয়ে মিনহাজুরকে মানুষ চিনবে।’

মোহামেডানের সমর্থক ছিলেন ছোটবেলায়। স্বপ্ন দেখেছেন মোহামেডানে খেলবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে আগেই। আজ করলেন স্মরণীয় এক গোল। গোলটাও দেখার মতো। নিজেদের সীমানা থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় গোল করেন মিনহাজুর, প্রায় ২৫ গজ দূর থেকে তাঁর বাঁ পায়ে দূরপাল্লার শটে পরাস্ত কিংস গোলকিপার আনিসুর রহমান

বসুন্ধরা কিংসের বিপক্ষে আজকের গোলের পর মানুষ মিনহাজুরকে চিনবে বলে মনে মোহামেডান কোচ আলফাজ আহমেদ

জন্ম ঢাকার হাজারীবাগে। বাবা সেখানকারই এক ক্ষুদ্র ব্যবসায়ী। নানির বাসা ঢাকার আরামবাগে। সেই সুবাদে আরামবাগেই বেড়ে ওঠা মিনহাজুরের। আরামবাগ ফুটবল একাডেমিতেই ফুটবলের হাতেখড়ি। সেসব দিনে ফিরে মিনহাজুর বলছিলেন, ‘কালা ভাইয়ের অধীনে আমরা অনুশীলন করতাম। তিনিই আরামবাগ একাডেমিতে নিয়ে যান আমাদের।’  

Also Read: মোহামেডানের ‘বড় অস্ত্র’ এখন মোজাফফরভ

২০১৭ সালে ফরাশগঞ্জ ক্লাব দিয়ে প্রিমিয়ার লিগে তাঁর শুরু। ব্রাদার্সে এক বছর, মুক্তিযোদ্ধায় দুই বছর হয়ে ২০২১ সালে আসেন মোহামেডানে। গত মৌসুমে মোহামেডানের জার্সিতে ২ গোল করেছেন। একটি ফর্টিস এফসির সঙ্গে, অন্যটি স্বাধীনতা কাপে। এ মৌসুমে এর আগে ফর্টিসের বিপক্ষে স্বাধীনতা কাপে এক গোল করেন। আজ লিগে করলেন প্রথম গোল।