রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রেনারের পনির খাওয়ার প্রস্তাবে ‘না’ করে দিলেন কোহলি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রেনারের পনির খাওয়ার প্রস্তাবে ‘না’ করে দিলেন কোহলি

ফটো ফিচার

পনিরে ‘না’ কোহলির, মোস্তাফিজের চেমসফোর্ড–স্মৃতি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ট্রেনারের ‘পনির চ্যালেঞ্জ’। সেই চ্যালেঞ্জে লেটার মার্কস পেয়ে পাস বিরাট কোহলি। তবে দিনেশ কার্তিক লেটার মার্কস নাকি পাননি—ইনস্টাগ্রামে ছবিটা পোস্ট করেছেন কোহলি নিজেই। বার্সেলোনা ফুটবলারদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘উৎসবমুখর’। প্রায় সবাই পোস্ট করেছেন লা লিগ জয়ের উৎসবের বর্ণিল ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার তারকাদের এমন কিছু ছবি নিয়েই আজকের ফটো ফিচার...
দীপক চাহার সাইকেল চালাতে খুব পছন্দ করেন। ইনস্টাগ্রামে সাইকেল চালানোর ছবি দিয়েছেন ভারতের এই ক্রিকেটার
রবার্ট লেভানডফস্কির ইনস্টাগ্রামে বার্সেলোনার লা লিগা জয়ের উৎসবের ছবি
চেমসফোর্ডের সৌন্দর্যের স্মৃতি ইনস্টাগ্রামে ধরে রাখতে চাইলেন মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি
ট্রেনারের ফাঁদে পা দেননি বিরাট কোহলি। পনিরে পত্রপাঠ ‘না’ তাঁর। যদিও দিনেশ কার্তিক যেন কিছুটা দ্বিধান্বিত
সাদিও মানের ‘গ্রে ডে’ আজ
পাকিস্তানের পেসার নাসিম শাহ ইনস্টাগ্রামে এই ছবিটি দিয়ে লিখেছেন, ‘নো ক্যাপশন’। পাঠকেরাই না হয় দিয়ে দিন একটা কিছু
পাকিস্তানি নারী ক্রিকেটার বিসমাহ মারুফ ঠিক কথাটিই লিখেছেন। কেউ যখন আনন্দের সময় সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, তখন তিনি তাঁর দুঃখের সময়ও সৃষ্টিকর্তাকে খুঁজে পান সহজেই